Diogo Jota Last Goal Video: জীবনের শেষ গোলেও জিতিয়েছিলেন ডার্বি, লিভারপুলের অমর নায়ক হয়েই বিদায় জোতার! ভাইরাল ভিডিও

Diogo Jota: মাত্র ২৮ বছর বয়সে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের তারকা ফুটবলার দিয়েগো জোতা। বৃহস্পতিবার (৩ জুলাই) তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই গোটা বিশ্ব কার্যত শোকস্তব্ধ হয়ে পড়েছে।

Diogo Jota: মাত্র ২৮ বছর বয়সে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের তারকা ফুটবলার দিয়েগো জোতা। বৃহস্পতিবার (৩ জুলাই) তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই গোটা বিশ্ব কার্যত শোকস্তব্ধ হয়ে পড়েছে।

author-image
Koushik Biswas
New Update
Diogo Jota Death

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দিয়েগো জোতা

Diogo Jota: মাত্র ২৮ বছর বয়সে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের (Liverpool) তারকা ফুটবলার দিয়েগো জোতা (Diogo Jota Death)। বৃহস্পতিবার (৩ জুলাই) তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই গোটা বিশ্ব কার্যত শোকস্তব্ধ হয়ে পড়েছে। কিন্তু, আপনারা কি জানেন, জীবনের শেষ গোলেও তিনি লিভারপুলকে ডার্বি জিতিয়েছিলেন। ইতিমধ্যে সেই গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অ্যানফিল্ডে ৫ মরশুম ফুটবল খেলছেন জোতা। ইতিমধ্যে এই পর্তুগিজ ফরোয়ার্ড ১৮২ ম্য়াচে ৬৫ গোল করেছেন। ইংলিশ ফুটবলে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছেন তিনি। এরমধ্যে এফএ কাপ জিতেছেন একবার। লিগ কাপে জয়লাভ করেছেন ২ বার। সবথেকে বড় কথা, গত মরশুমে লিভারপুলকে ২০তম লিগ খেতাব জেতাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

Diogo Jota Death: জোতা আর নেই বিশ্বাসই হচ্ছে না, সতীর্থের শোকে ভেঙে পড়লেন রোনাল্ডো, কী বললেন CR7?

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

Advertisment

একনজরে ম্যাচের ফলাফল:

মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিরুদ্ধে খেলতে নেমেছিল লিভারপুল। অ্যানফিল্ডে আয়োজিত এই ম্য়াচে লাল-বাহিনী ১-০ গোলে জয়লাভ করেছিল। ৫৭ মিনিটে জয়সূচক গোলটি কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ডের পা থেকে বেরিয়ে এসেছিল। বক্সের মধ্যে আচমকাই বলটা পেয়ে গিয়েছিলেন জোতা। জর্ডন পিকফোর্ডকে পরাস্ত করতে একেবারে ভুল করেননি তিনি। এটা কোনও সাধারণ জয় ছিল না। ডার্বি ম্য়াচে জয়লাভ করেছিল লিভারপুল। সঙ্গে গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট সংগ্রহ করে।

Diogo Jota Death Controversy: বিমান ছেড়ে কেন ফিরছিলেন গাড়ি চালিয়ে? জোতার মৃত্যুতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, ২০২০ সালে উলভস থেকে লিভারপুলে সই করেছিলেন দিয়েগো জোতা। লিভারপুলকে ৪১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দিতে হয়েছিল। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে উলভসে যোগ দেওয়ার পর মোট তিনটে মরশুম খেলেছিলেন তিনি। ১৩১ ম্য়াচে করেছিলেন ৪৪ গোল।

Diogo Jota Tragic Death: জোতার অকালপ্রয়াণে শোকস্তব্ধ লিভারপুল, তারকার স্মরণে চোখে জল আনা সিদ্ধান্ত ক্লাবের

ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি ২ বার নেশনস লিগ খেতাব জয় করেছেন।

Liverpool Diogo Jota Diogo Jota Death