/indian-express-bangla/media/media_files/2025/04/18/HTnhyNCN4afSfDZUgnfq.jpg)
১১ তলা বাড়ির উপর থেকে আচমকা পড়ে গিয়ে মারা গিয়েছেন অ্যারন বুপেন্ডজা
Footballer Death: পর্তুগালের ফুটবলার দিয়েগো জোতার (Diogo Jota) মৃত্যুতে গোটা ফুটবল বিশ্ব এখনও শোকস্তব্ধ। ইতিমধ্যে একটি মানবিক সিদ্ধান্ত গ্রহণ করল লিভারপুল (Liverpool) ফুটবল ক্লাব। এমন একটি কঠিন সময় জোতার পরিবারের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পর্তুগিজ এই ফুটবলারের (Diogo Jota Death) সঙ্গে ক্লাবের যে ২ বছরের চুক্তি বাকি ছিল, সেই পুরো অর্থই তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের জন্য লিভারপুল ফুটবল ক্লাবকে আপাতত গোটা বিশ্ব কুর্নিশ জানাচ্ছে।
গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিয়েগো জোতা
গত ৩ জুলাই একটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা। জানা গিয়েছে, তাঁরা একটি ল্যাম্বরগিনি গাড়ি চালিয়ে স্পেন থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। স্পেনের জামোরা অঞ্চলে এ-৫২ হাইওয়েতে একটি মারাত্মক দুর্ঘটনার কবলে তাঁরা পড়েন। চোখের নিমেষে ওই বিলাসবহুল গাড়িটা আগুনে পুড়ে খাক হয়ে যায়।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত ২২ জুন দিয়েগো জোতা তাঁর সঙ্গিনী রুট কার্ডোজোকে বিয়ে করেছিলেন। জানা গিয়েছে, জোতা গাড়ি চালিয়ে পর্তুগাল থেকে স্পেনের স্যান্টান্ডারের দিকে আসছিলেন। উদ্দেশ্য ছিল, জলপথে তিনি ইংল্যান্ডে আসবেন। সেখান থেকে লিভারপুলের প্রাক-মরশুম শিবিরে যোগ দেবেন।
যাইহোক, ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। কয়েকদিনের মধ্যেই তিনি লাল-ব্রিগেডের মধ্যমণি হয়ে ওঠেন। এই ক্লাবের হয়ে জোতা ১৮২ ম্য়াচে মোট ৬৫ গোল করেছিলেন। সম্প্রতি তাঁর ঝুলিতে এসেছিল একাধিক সাফল্য। প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং লিগ কাপের শিরোপা জয় করেন তিনি।
২০২২ সালের অগাস্ট মাসে লিভারপুলের সঙ্গে তাঁর ২ বছরের চুক্তি হয়েছিল। জানা গিয়েছে, চুক্তি অনুসারে এখনও নাকি তাঁর ২ বছরের মেয়াদ বাকি রয়েছে। এই চুক্তিমাফিক জোতাকে লিভারপুল ১ লাখ ৪০ হাজার পাউন্ড দেওয়ার কথা হয়েছিল। এবার চুক্তির পুরো টাকাই তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই টাকার অঙ্কটি আনুমানিক ১৪.৬ মিলিয়ন পাউন্ড হতে পারে বলে জানা গিয়েছে। ক্লাবের প্রতি জোতার আনুগত্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।