/indian-express-bangla/media/media_files/2025/08/30/don-bradman-cap-2025-08-30-13-02-31.jpg)
নিলামে উঠল ডন ব্র্যাডম্যানের টুপি
Don Bradman: বিশ্বের কিংবদন্তী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) প্রাক্তন অধিনায়ক স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। একটা সময় তিনি গোটা ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছিলেন। তাঁকে দেখেই বিশ্বের তরুণ প্রজন্ম ক্রিকেটের প্রতি উৎসাহিত হয়েছিল। ১৯৪৬-৪৭ মরশুমে অ্যাসেজ সিরিজে ডন ব্র্যাডম্যান পরিহিত একটি টুপি অস্ট্রেলিয়ার জাতীয় মিউজিয়াম কিনেছে।
প্রায় ২.৫২ কোটি টাকায় কেনা হয়েছিল এই টুপি
ইএসপিএন ক্রিকইনফো-র একটি প্রতিবেদন অনুসারে, ডন ব্র্যাডম্যানের ওই টুপি কেনার জন্য অস্ট্রেলিয়ার জাতীয় মিউজিয়ামকে মোটা অঙ্কের অর্থ প্রদান করতে হয়েছে। তারা ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলারে এই টুপিটা কিনেছে। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ আনুমানিক ২.৫২ কোটি টাকা দাঁড়ায়। এই টুপির ব্যাপারে আপনাদের একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। ১৯৪৬-৪৭ মরশুমে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সময় ব্র্যাডম্যান এই টুপিটা পরেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। এই সিরিজে ক্যাঙারু ব্রিগেড দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। ৩-০ ব্যবধানে তারা ব্রিটিশদের দুরমুশ করেছিল।
প্রশংসা করলেন টোনি ওয়ার্ক
অস্ট্রেলিয়ার সংস্কৃতি মন্ত্রী টোনি ওয়ার্ক জানিয়েছেন, অস্ট্রেলিয়ার এমন কোনও মানুষ পাওয়া যাবে না, যিনি ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেননি। ক্রিকেট বিশ্বের অন্যতম মহান খেলোয়াড় ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার জাতীয় মিউজিয়াম ব্র্যাডম্যানের টুপি নিজেদের সংগ্রহালয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি, আমাদের দেশের খেলাধুলো এবং ইতিহাস সম্পর্কে মানুষজন আরও বেশি করে জানতে পারবে।
Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে হাঁকিয়েছেন ২৯ শতরান
১৯২৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন ডন ব্র্যাডম্যান। এরপর তিনি অজি ব্রিগেডের হয়ে ৫২ টেস্ট ম্য়াচে মোট ৬,৯৯৬ রান করেছেন। এরমধ্যে ২৯ সেঞ্চুরি রয়েছে। এছাড়া তিনি ১৩ হাফসেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ৫২ টেস্ট ম্য়াচে চিনি ৯৯.৯৪ গড়ে রান করেছেন। অন্যদিকে, প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্র্যাডম্যান ২৮,০৬৭ রান করেছেন। এরমধ্যে ১১৭ শতরান রয়েছে।