/indian-express-bangla/media/media_files/2025/07/05/durand-cup-prize-money-2025-2025-07-05-13-56-03.jpg)
আসন্ন ডুরান্ড কাপের পুরস্কার মূল্য নিয়ে ইতিমধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে
Durand Cup 2025 Prize Money: ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26) নিয়ে এখনও পর্যন্ত কাটেনি অনিশ্চয়তার কালো মেঘ। ইতিমধ্যে ২০২৫ ডুরান্ড কাপের প্রাথমিক সূচি ঘোষণা হয়ে গেল। এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট ভারতীয় সেনাবাহিনী আয়োজন করে। এবারের এই টুর্নামেন্টে আটটি নতুন দল অংশগ্রহণ করতে চলেছে। একথা আপনাদের কারও কাছেই অজানা নয়, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও এবং FSDL-এর মধ্যে এখনও পর্যন্ত মাস্টার রাইটস এগ্রিমেন্ট সই হয়নি। আইএসএল টুর্নামেন্ট অনিশ্চিত হওয়ার কারণে বেশ কয়েকটি দল ইতিমধ্যে আসন্ন ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করেছে।
কোন কোন দল ইতিমধ্যে নাম প্রত্যাহার করেছে?
- এফসি গোয়া
- বেঙ্গালুরু এফসি
- চেন্নাইন এফসি
- ওড়িশা এফসি
- কেরালা ব্লাস্টার্স
- মুম্বই সিটি
- হায়দরাবাদ এফসি / এফসি দিল্লি
কোন কোন দল খেলবে বলে এখনও পর্যন্ত গ্যারান্টি দিয়েছে?
- ইস্টবেঙ্গল
- জামশেদপুর এফসি
- নর্থ-ইস্ট ইউনাইটেড
- মহমেডান স্পোর্টিং ক্লাব
- পঞ্জাব এফসি
- মোহনবাগান সুপার জায়ান্ট
এই ৭ নতুন দল আসন্ন ডুরান্ড কাপে নাম লিখিয়েছে:
- লাদাখ এফসি - এই প্রথমবার লাদাখ অঞ্চলের কোনও ফুটবল ক্লাব ডুরান্ডে খেলতে নামছে।
- রিয়াল কাশ্মীর এফসি
- নামধারী এসসি
- আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ)
- সাউথ ইউনাইটেড এফসি
- ডায়মন্ড হারবার
- ইন্দোনেশিয়া আর্মি (বিদেশি দল)
- নেরোকা এফসি
- কারবি অ্যাংলং মর্নিং স্টার এফসি
- রাংদাজিয়েদ ইউনাইটেড এফসি
একনজরে ডুরান্ড কাপের বাকি দলগুলো:
- শিলং লাজং
- বরোল্যান্ড এফসি
- ইন্ডিয়ান আর্মি
- ইন্ডিয়ান নেভি
- ইন্ডিয়ান এয়ার ফোর্স
- ট্রাউ এফসি
- বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) এফটি
এবার আসল কথায় আসা যাক। ২০২৫ ডুরান্ড কাপে বিজয়ী দলকে কত টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। একটি বিশেষ সূত্র জানিয়েছে, 'ডুরান্ড কাপের ঐতিহ্য ১৩৭ বছরের পুরনো। এই টুর্নামেন্টে ভাল এবং মোটা অঙ্কের পুরস্কার মূল্য দেওয়ার ব্যাপারে ভারতীয় সেনাবাহিনী সবসময়ই চেষ্টা করে। এবারও সেটাই হচ্ছে। পাশাপাশি লাইভ ব্রডকাস্ট এবং সুপার কাপের মতো টুর্নামেন্টের যথাযথ ফরম্য়াটের দিকেও লক্ষ্য রাখা হচ্ছে।' শোনা যাচ্ছে, গত বছরের তুলনায় নাকি এবার পুরস্কার মূল্য অনেকটাই বাড়ানো হতে পারে।
Mohun Bagan Super Giant: ডুরান্ডে হবে না কলকাতা ডার্বি! কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান?
২০২৪ সালের পুরস্কার মূল্য এবং ফরম্য়াট
প্রসঙ্গত, ২০২৪ সালে এই টুর্নামেন্টে মোট পুরস্কার মূল্য ১ কোটি টাকা ধার্য্য করা হয়েছিল।
- বিজয়ী দল: ৬০ লাখ টাকা
- রানার্স আপ: ৩০ লাখ টাকা
- বাকি ১০ লাখ টাকার মধ্যে বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার।
শোনা যাচ্ছে, ২০২৫ সালে এই পুরস্কার মূল্যের অঙ্ক অনেকটাই বাড়তে পারে। আরও বেশি ক্লাব যাতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে, সেই লক্ষ্যেই বাড়ানো হচ্ছে এই টাকার অঙ্ক। যদিও কত টাকা দেওয়া হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত খোলসা করা হয়নি।