/indian-express-bangla/media/media_files/2025/08/21/oscat-bruzon-2025-08-21-03-05-43.jpg)
ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ
East Bengal FC: কলকাতা ময়দানে এ দৃশ্য একেবারেই নতুন নয়। সাম্প্রতিককালে ইস্টবেঙ্গল এফসি যখনই কোন ম্য়াচে পরাস্ত হয়েছে, তখন সবার আগে তারা অভিযোগের আঙুল তুলেছে ম্য়াচ রেফারির দিকে। বুধবারও সেই ঘটনার কোনও ব্যতিক্রম দেখা গেল না। চলতি ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) বিরুদ্ধে ২-১ গোলে হারতেই কার্যত ক্ষোভে ফেটে পড়লেন ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। খেলার শেষে সাংবাদিক বৈঠক করতে এসে সেকথাই জানালেন তিনি।
East Bengal FC: লাল-হলুদের প্রাক্তনীর গোলেই পরাস্ত ইস্টবেঙ্গল, চুরমার ফাইনালের স্বপ্ন
ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্য়াচে রেফারিংয়ের দায়িত্বে ছিলেন হরিশ কুণ্ডু। ম্যাচের শেষে অস্কার ব্রুজোঁ বললেন, 'প্রতিবারই ইস্টবেঙ্গলের রেফারিং নিয়ে সমস্যা হয়। এটা আমরা খুব করেই সেটা জানি। এই বিষয়টা নিয়ে আমরা যথেষ্ট হতাশ।' প্রসঙ্গত, চলতি ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট পারফরম্য়ান্স করেছে। টানা ৪ ম্য়াচে জয়লাভ করে তারা দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল। সেইসময় অবশ্য অস্কারের মুখে রেফারিং নিয়ে একটাও প্রশংসা শুনতে পাওয়া যায়নি। আর বুধবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে হারতে না হারতেই 'খারাপ রেফারিং' নিয়ে তিনি বিস্তর সমালোচনা করলেন।
২-১ গোলে পরাস্ত ইস্টবেঙ্গল
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ম্যাচের ৬৬ মিনিটে ডায়মন্ড হারবার এফসি-র স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজার একটি চোখধাঁধানো বাইসাইকেল কিকে প্রথম গোলটি করেছিলেন। কিন্তু, এক মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরালেন ডিফেন্ডার আনোয়ার আলি। দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ দেখার জন্য সল্টলেক স্টেডিয়ামে প্রায় ১৯,০০০ দর্শক উপস্থিত হয়েছিলেন। ৮৩ মিনিটে এই দর্শকদের একাংশকে চুপ করিয়ে দেন DHFC-র তারকা ফুটবলার জবি জাস্টিন। জয়সূচক গোলটি তিনি করলেন।
East Bengal FC: লাল-হলুদের আগুন পাখি, ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচ ঘোরালেন এই ভারতীয় ফুটবলার!
একাধিক অভিযোগ অস্কারের
তবে ম্য়াচ শেষ হতে না হতেই অস্কার ব্রুজোঁ অভিযোগ করলেন, 'প্রথম গোলটা তো স্পষ্টতই ফাউল ছিল। আর দ্বিতীয়টা ছিল হ্যান্ডবল। তবে এগুলোর একটাও আমাদের হাতে নেই। আজ আমরা হেরে গেলেও, গোটা টুর্নামেন্টে আমরাই আধিপত্য বজায় রাখতে পেরেছি। আজকের এই পরাজয়ের পর লাল-হলুদ সমর্থকদের জন্য খুব খারাপ লাগছে।'
East Bengal FC: সেমির লড়াইয়ে 'বড় ধাক্কা' ইস্টবেঙ্গলে, মাথায় হাত অস্কারের!
২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছিল। প্রথম ম্য়াচে তারা সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০ গোলে পরাস্ত করে। দ্বিতীয় ম্য়াচে নামধারী এফসি-কে তারা ১-০ গোলে হারায়। তৃতীয় ম্য়াচে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে ৬-১ গোলে জয়লাভ করে। এরপর কোয়ার্টার ফাইনাল ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্টকে ২-১ গোলে দুরমুশ করে। কিন্তু, সেমিফাইনালের বাধা আর শেষপর্যন্ত তারা টপকাতে পারল না। ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিল।