Mehtab Hosssain on East Bengal FC: 'কী কত্তা? তাহলে ওই কথাই রইলো...', ডার্বি জিততেই মোহনবাগানকে খোঁচা মেহতাবের

East Bengal FC vs Mohun Bagan Super Giant: গত রবিবার (১৭ অগাস্ট) চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করল ইস্টবেঙ্গল এফসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই হাইভোল্টেজ কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করা হয়েছিল।

East Bengal FC vs Mohun Bagan Super Giant: গত রবিবার (১৭ অগাস্ট) চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করল ইস্টবেঙ্গল এফসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই হাইভোল্টেজ কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করা হয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Mehtab Hosssain on East Bengal FC

ইস্টবেঙ্গলের জয় নিয়ে মুখ খুললেন মেহতাব হোসেন

East Bengal FC: গত রবিবার (১৭ অগাস্ট) চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করল ইস্টবেঙ্গল এফসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই হাইভোল্টেজ কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি-র হয়ে জোড়া গোল দাগেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। অন্যদিকে, মেরিনার্সদের হয়ে ব্যবধান কমান অনিরুদ্ধ থাপা।

Advertisment

Jason Cummings Obscene Gesture: মধ্যমা উঁচিয়ে অশালীন আচরণ, চ্যাপেলের স্মৃতি উসকে দিলেন জেসন কামিন্স

প্রায় ১৮ মাস পর কোনও ডার্বি ম্য়াচে জয়লাভ করল ইস্টবেঙ্গল এফসি। সেকারণে ম্য়াচের পর খুব স্বাভাবিকভাবে সমর্থকদের উচ্ছ্বাস কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছিল। সেই ঢেউয়ে গা ভাসিয়েছিলেন ইস্টবেঙ্গল ফুটবল দলের প্রাক্তন মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন (Mehtab Hossain)।

Advertisment

 ম্যাচ শেষ হতে না হতেই একটি ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, 'কী কত্তা? তাহলে ওই কথাই রইল। ওই যে বলে না, পরিবর্তনের হাত ধরেই সেরাটা সবসময় বেরিয়ে আসে। জয় ইস্টবেঙ্গল।' পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আসতে শুরু করেছে একের পর এক কমেন্টও।

East Bengal FC: ইস্টবেঙ্গলের ডার্বি জয়ে আত্মহারা ব্রাত্য বসু, 'ওহ লাভলি' বললেন মদন মিত্র

সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে মেহতাবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বললেন, 'অনেকদিন পর ইস্টবেঙ্গল দলের প্রত্যেকের খেলা দেখে খুব ভাল লাগল। এমন একটা দলের খেলা দেখলাম, একজনের গায়ে হাত দিলে, পুরো দল এসে ঝাঁপিয়ে পড়ছে। এমনই তো একটা দল হওয়া উচিত।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমি সবসময় একটাই কথা বিশ্বাস করি। যদি কোনও দল কঠোর পরিশ্রম করতে পারে, তাহলে সে ম্য়াচ জিতবেই। আজ ইস্টবেঙ্গল পরিশ্রম করেছে বলেই জিততে পেরেছে।'

Mohun Bagan vs East Bengal Controversy: ব্যাপক ঝামেলা পেত্রাতোস-চুনুঙ্গার, ধুলোয় মিশল ডার্বির কৌলিন্য

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ম্য়াচের ১৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ইস্টবেঙ্গলের মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদ। তাঁর জায়গায় মাঠে নামেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। বলতে কোনও বাধা নেই, এই চোটটাই ইস্টবেঙ্গলের পক্ষে আসলে শাপে বর হয়ে গেল। যে দিয়ামান্তাকোসকে অস্কার ব্রুজোঁ প্রথম একাদশে রাখছিলেন না, তিনিই জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করলেন। প্রথমে গোলটা আসে ৩৮ মিনিটে পেনাল্টি কিক থেকে। আর দ্বিতীয় গোলটা ৫২ মিনিটে।

East Bengal vs Mohun Bagan Highlights: মশালের আগুনের ছারখার সাধের বাগান, ডার্বির রং লাল-হলুদ

মেহতাব হোসেন বললেন, 'এই ম্য়াচে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার কঠোর পরিশ্রম করেছে। প্রত্যেকে লড়াই করেছে। এডমন্ড কিংবা রাকিপ এই ম্য়াচে লিস্টনকে তো নড়তে দেয়নি। সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। ইস্টবেঙ্গল আপাতত সঠিক পথেই এগোচ্ছে। এই বছর খুব ভাল দল বানিয়েছে। তবে ইস্টবেঙ্গলকে এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। আজ একটা ম্য়াচ জিতেছে বলে এত লাফালাফি হচ্ছে। কাল হারলেই বলবে, জয়টা নেহাৎই ফ্লুক ছিল। সুতরাং জেতার খিদেটাকে অভ্যাসে পরিণত করতে হবে।'

East Bengal FC Mehtab Hossain Mohun Bagan Super Giant