Durand Cup 2025 Live-Streaming Info: সোমবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। একদিকে খেলতে নামছে মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC), অন্য়দিকে আই-লিগ ২ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। ১৩৪ তম ডুরান্ড কাপে এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
খাতায়-কলমে এই দুই দলের ফুটবল ইতিহাসে ব্যাপক বৈপরীত্য রয়েছে। একদিকে রয়েছে দেশের প্রথম ডিভিশনের একটি ক্লাব। আর অন্যদিকে এমন একটা ক্লাব, যারা ক্রমশ উন্নতি করেই চলেছে। তবে বাস্তব ছবিটা একেবারেই আলাদা।
Diamond Harbour FC: আইলিগে উঠে আইএসএলেও জায়গা করে নিতে মরিয়া ডায়মন্ড হারবার এফসি, আত্মবিশ্বাসী কোচ কিবু ভিকুনা
২০২২ সালে ডায়মন্ড হারবার এফসি ক্লাবের প্রতিষ্ঠা করা হয়। ক্লাবের শীর্ষপদে রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সচিব তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই ক্লাবে হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে কিবু ভিকুনাকে। ইতিপূর্বে কিবু অবশ্য মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সকে কোচিং করিয়েছেন।
চলতি বছর ডুরান্ড কাপে আত্মপ্রকাশ করেছে ডায়মন্ড হারবার এফসি। আই-লিগ তিন এবং দুইয়ে তারা পরপর প্রোমোশন পেয়ে আই-লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে।
এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টে খেলতে নামার আগে ডায়মন্ডহারবার এফসি-কে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে। এই দলে রয়েছে লুকা মাজসেনের মতো স্ট্রাইকার। এছাড়াও রয়েছেন জবি জাস্টিন, মেলরয় আসিসি, মিরশাদ মিচু এবং হোলিচরণ নার্জারির মতো ফুটবলাররা।
এবার মহমেডান স্পোর্টিং ক্লাবের কথায় আসা যাক। ১৮৯১ সালে এই ক্লাব স্থাপন করা হয়েছিল। ১৯৪০ সালে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে তারা ডুরান্ড কাপের খেতাব জয় করে।
Durand Cup 2025 Tickets: কোন দল কতগুলো টিকিট পাবে ডুরান্ডে? স্পষ্ট জানিয়ে দিলেন অরূপ বিশ্বাস
এই ক্লাবের ঐতিহ্য যথেষ্ট প্রাচীন হলেও বিগত কয়েক বছর ধরে মহমেডান নিজেদের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারছে না। আই-লিগ খেতাব জয় করার পরই আইএসএল টুর্নামেন্টে তাদের প্রোমোশন হয়। কিন্তু আর্থিক সমস্যা, বিনিয়োগকারীদের অপদার্থতা, আর্থিক তহবিলে টান থাকার কারণে একাধিক ফুটবলার এই দল ছেড়ে দিয়েছে। পাশাপাশি FIFA এবং AIFF-এর নির্বাসনের কোপেও পড়তে হয়েছে তাদের।
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, টাকা না পেয়েই নাকি ক্লাবের অধিনায়ক সামাদ আলি মল্লিক ক্লাব ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন।
তবে এই দলে এখনও রয়েছেন অমরজিৎ সিং কিয়াম, গৌরব বোরা, পদম ছেত্রী এবং অভিষেক হালদার। এছাড়াও অ্যাসলে আবান কোলি এবং মাকান উইঙ্কল ছোটের মতো তরুণ ফুটবলারও রয়েছে। সিনিয়র ফুটবলারদের সঙ্গে রিজার্ভ দলের একটা মেলবন্ধন দেখা যাবে বলে জানা গিয়েছে।
Durand Cup 2025 Ticket Price: ডুরান্ডে এবার 'খেলা হবে', টিকিটের দাম পকেট পরোটার থেকেও কম?
গত মরশুমের মাঝপথেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন দলের রুশ হেড কোচ আন্দ্রে চেরনিশভ। এই পরিস্থিতিতে দায়িত্ব সামলাচ্ছেন মেহরাজউদ্দিন ওয়াডু। ২০২৫ ডুরান্ড কাপে জয় দিয়েই তারা যাত্রা শুরু করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।
East Bengal FC in Durand Cup: 'ওরা অনেক বেশি সময় পেয়েছে...', ডুরান্ডে নামার আগেই নাকেকান্না অস্কারের?
কোথায় দেখা যাবে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ডায়মন্ড হারবার এফসি ম্য়াচ?
২০২৫ ডুরান্ড কাপে কখন থেকে শুরু হবে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ডায়মন্ড হারবার এফসি ম্য়াচ?
২০২৫ ডুরান্ড কাপে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ডায়মন্ড হারবার এফসি ম্য়াচ ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। শুক্রবার (২৮ জুলাই) এই ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।
২০২৫ ডুরান্ড কাপে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ডায়মন্ড হারবার এফসি ম্য়াচটি টেলিভিশনের কোন চ্যানেলে দেখানো হবে?
২০২৫ ডুরান্ড কাপে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ডায়মন্ড হারবার এফসি ম্য়াচটি টেলিভিশনের পর্দায় ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Ten2 HD) সরাসরি সম্প্রচার করা হবে।