Durand Cup 2025: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৩ জুলাই থেকে বসতে চলেছে ডুরান্ড কাপের আসর। কলকাতা থেকে মোট চারটে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC), মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) এবং ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। অনেকেই মাঠে গিয়ে প্রিয় দলের খেলা উপভোগ করতে চান। আর সেকারণেই ডুরান্ড কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হল টিকিটের দাম। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রসঙ্গত, ডুরান্ড কাপের ১৩৪তম আসরে মোট ৪৩ ম্য়াচের আয়োজন করা হবে। প্রত্যেকটা ম্য়াচের অনলাইন টিকিট আপনারা বুক মাই শো অ্যাপ থেকে কাটতে পারবেন। এছাড়া বক্স অফিস থেকে সংগ্রহ করতে পারবেন অফলাইন টিকিটও। কলকাতা লেগের প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি এবং বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি খেলতে নামছে। এই ম্য়াচের অফলাইন টিকিট আপনারা ইস্টবেঙ্গল বক্স অফিস এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বক্স অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। এছাড়া অনলাইনে আপনারা যে কোনও সময় টিকিট কাটতে পারবেন।
Durand Cup 2025 Tickets: ফ্রি'তে কীভাবে মাঠে বসে দেখবেন ডুরান্ড কাপ? জেনে নিন সহজ উপায়
এর পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট, ইমামি ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিংয়ের অফলাইন টিকিট সংশ্লিষ্ট বক্স অফিস থেকে দেওয়া হবে। শুধুমাত্র ডায়মন্ড হারবার এফসি-র টিকিট মহমেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে দেওয়া হবে। এছাড়াও বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বক্স অফিস থেকে পাওয়া যাবে। তবে ম্য়াচের দিন কোনও টিকিট বিক্রি করা হবে না।
Durand Cup 2025 Tickets: কোন দল কতগুলো টিকিট পাবে ডুরান্ডে? স্পষ্ট জানিয়ে দিলেন অরূপ বিশ্বাস
টিকিটের দাম কত?
এবার আসল কথায় আসা যাক। ডুরান্ড কাপে টিকিটের দাম কত? ডুরান্ড কাপ কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, টিকিটের দামে মোট তিনটে ভাগ করা হয়েছে। ৫০ টাকা, ১০০ টাকা এবং ২০০ টাকা। তাহলে আর অপেক্ষা কীসের? যত দ্রুত এবার কেটে ফেলুন টিকিট, আর মাঠে বসে উপভোগ করুন আপনার প্রিয় দলের ম্য়াচ।
Durand Cup 2025: মমতার হাতেই এবার ডুরান্ড কাপের বোধন! প্রাইজ মানিতে বিরাট চমক আয়োজকদের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ২৩ জুলাই ১৩৪তম ডুরান্ড কাপের শুভ উদ্বোধন হতে চলেছে। টুর্নামেন্ট শুরুর আগে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিকেল সাড়ে ৫টা থেকে খেলা শুরু হবে।