East Bengal FC in Durand Cup: 'ওরা অনেক বেশি সময় পেয়েছে...', ডুরান্ডে নামার আগেই নাকেকান্না অস্কারের?
East Bengal FC: গত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। হালফিলে ২০২৪ সুপার কাপ ছাড়া তাদের ঝুলিতে আর কোনও ট্রফি নেই। এই পরিস্থিতিতে ২০২৫ ডুরান্ড কাপকেই তারা প্রত্যাবর্তনের চাবি হিসেবে দেখতে চাইছে।
East Bengal FC: গত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। হালফিলে ২০২৪ সুপার কাপ ছাড়া তাদের ঝুলিতে আর কোনও ট্রফি নেই। এই পরিস্থিতিতে ২০২৫ ডুরান্ড কাপকেই তারা প্রত্যাবর্তনের চাবি হিসেবে দেখতে চাইছে।
East Bengal FC: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। শুরু হচ্ছে ১৩৪ তম ডুরান্ড কাপ (Durand Cup 2025) প্রতিযোগিতা। প্রথম ম্য়াচে ১৬ বারের ডুরান্ড চ্যাম্পিয়ন তথা কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল খেলতে নামছে। প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হবে। জানা গিয়েছে, এই ম্য়াচ শুরুর আগে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে খেলা।
Advertisment
এবারের ডুরান্ড কাপে মোট ৪৩ ম্য়াচের আয়োজন করা হচ্ছে। প্রত্যেকটা ম্য়াচই সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Ten2 HD) সরাসরি সম্প্রচার দেখা যাবে। এর পাশাপাশি সোনি লিভ ওটিটি অ্যাপে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা উপভোগ করতে পারবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ডুরান্ড রানার্স আপ ইস্টবেঙ্গল গ্রুপ এ'র প্রথম ম্য়াচে বেঙ্গালুরু সুপার ডিভিশন দলের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড জয় ছাড়া আপাতত কিছুই ভাবছে না। এই বছরই ডুরান্ডে অভিষেক হচ্ছে সাউথ ইউনাইটেড এফসি'র। গত মরশুমের বিদেশিদের মধ্যে ইস্টবেঙ্গল এবার শুধুমাত্র দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং সল ক্রেসপোকে রিটেন করেছে। এর পাশাপাশি দলে নয়া বিদেশিদের তালিকায় যোগ দিয়েছেন মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ, হামিদ আহদাদ এবং কেভিন সিবিল। অন্যদিকে, ভারতীয় ফুটবলারদের মধ্যে যোগ দিয়েছেন বিপিন সিং, এডমান্ড লালরিন্ডিকা এবং তরুণ তুর্কি মার্তন্ড রায়না।
যদিও ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) স্পষ্ট করেননি যে প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গলের কোন কোন ফুটবলারকে মাঠে নামানো হবে। তবে এটুকু ইঙ্গিত দিয়েছেন যে সল ক্রেসপো, মহম্মদ রশিদ এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে নিয়েই ছক কষছেন অস্কার। ম্য়াচের আগের দিন অর্থাৎ মঙ্গলবার (২২ জুলাই) তিনি বললেন, 'দলের ফুটবলারদের ফিটনেস লেভেলটা আমাদের বুঝতে হবে। কারণ মাত্র ২ দিন আগেই গোটা দলটাকে আমি হাতে পেয়েছি। আর ডুরান্ড কাপে কোনও ভুল করলে চলবে না। ফলে গোটাটাই একটা বোঝাপড়ার বিষয়। প্রথম একাদশে কাদের রাখা হবে, সেটা নিয়ে অবশ্যই ভাবনাচিন্তা করতে হবে। পাশাপাশি ৯০ মিনিটের লড়াইয়ে কীভাবে এই দলটা ভাল পারফরম্য়ান্স করতে পারে, সেটাও মাথায় রাখতে হবে।'
প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি সম্পর্কে অস্কার বললেন, 'ওদের দলে প্রচুর তরুণ ফুটবলার রয়েছে। সেকারণে খুব স্বাভাবিকভাবে এনার্জিও প্রচুর রয়েছে। ওরা আমাদের তুলনায় অনেক বেশি অনুশীলনের সুযোগ পেয়েছে। ফলে দুটো দলের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়, সেটা আমাদের মাঠেই প্রমাণ করতে হবে। আর সেটা প্রমাণ করার জন্য আমাদের সেরা পারফরম্য়ান্সটা উজাড় করে দিতে হবে।'