Durand Cup 2025 Tickets: ফ্রি'তে কীভাবে মাঠে বসে দেখবেন ডুরান্ড কাপ? জেনে নিন সহজ উপায়

Durand Cup Ticket Distribution: এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট হল এই ডুরান্ড কাপ। প্রথম ম্য়াচের জন্য ফ্রি টিকিট আগামী ২৩ এবং ২৪ জুলাই দেওয়া হবে। শর্ত একটাই। প্রথমে যিনি আসবেন তাঁকেই টিকিট দেওয়া হবে।

Durand Cup Ticket Distribution: এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট হল এই ডুরান্ড কাপ। প্রথম ম্য়াচের জন্য ফ্রি টিকিট আগামী ২৩ এবং ২৪ জুলাই দেওয়া হবে। শর্ত একটাই। প্রথমে যিনি আসবেন তাঁকেই টিকিট দেওয়া হবে।

author-image
Koushik Biswas
New Update
Dimi Petratos

মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের প্রাণভ্রমরা দিমি পেত্রাতোস

Durand Cup 2025: আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৪ তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ টুর্নামেন্ট। তবে এই ফুটবল প্রতিযোগিতা শুরুর আগে ডুরান্ড কমিটি একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে একটি প্রেস বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, জামশেদপুরে আয়োজিত প্রত্যেকটা ম্য়াচই ফ্রি'তে দেখা যাবে। টিকিটের জন্য লাগবে না ১ পয়সাও। প্রসঙ্গত, জামশেদপুরের প্রথম ম্য়াচটি জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হবে। এই ম্য়াচের ২২,৫০০ আসনের জন্যই কমপ্লিমেন্টরি পাসের ব্যবস্থা করা হয়েছে।

Advertisment

Durand Cup Prize Money 2025: ডুরান্ড জিতলেই উপচে পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত টাকা পাবে বিজয়ী দল?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট হল এই ডুরান্ড কাপ। প্রথম ম্য়াচের জন্য ফ্রি টিকিট আগামী ২৩ এবং ২৪ জুলাই দেওয়া হবে। শর্ত একটাই। প্রথমে যিনি আসবেন তাঁকেই টিকিট দেওয়া হবে। যদি তা ফুরিয়ে যায়, তখন আর দেওয়া সম্ভব নয়। পাশাপাশি এই টিকিট বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ্ব রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে ডুরান্ড কমিটি। জানিয়ে দেওয়া হয়েছে, জনপ্রতি চারটে করে টিকিট দেওয়া হবে।

Advertisment

Durand Cup 2025 Tickets: কোন দল কতগুলো টিকিট পাবে ডুরান্ডে? স্পষ্ট জানিয়ে দিলেন অরূপ বিশ্বাস

পাশাপাশি এই টিকিট বিতরণের প্রক্রিয়া সহজ করার জন্য স্থানীয় বিদ্যলয় কমিটির হাতে তুলে দেওয়া হবে নির্দিষ্ট সংখ্যক টিকিট। এছাড়া দেওয়া হবে JSA লিগের ৪১ দলের হাতেও। ডুরান্ড কমিটির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে তারা দেশের তৃণমূল স্তরে ফুটবল পরিকাঠামো উন্নত করতে চায়। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Durand Cup 2025: মমতার হাতেই এবার ডুরান্ড কাপের বোধন! প্রাইজ মানিতে বিরাট চমক আয়োজকদের

তবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ থেকে 'মুক্ত দ্বার নীতি' গ্রহণ করা হবে। অর্থাৎ মাঠে প্রবেশ করার জন্য আর কোনও টিকিট লাগবে না। সাধারণ দর্শকরা স্টেডিয়ামের ৪, ৫, ৬ এবং ৭ নম্বর গেট দিয়ে একেবারে বিনামূল্য়ে মাঠে প্রবেশ করতে পারবেন। ফুটবলের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয় এবং গোটা টুর্নামেন্ট জুড়ে যাতে এই ফুটবল উৎসবের আবহ অব্যাহত থাকে, সেই লক্ষ্যেই এহেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার বিনামূল্যে ফুটবল ম্য়াচ দেখার জন্য দর্শকরা মাঠে আসেন কি না, সেটা তো সময়ই বলতে পারবে।

Durand Cup 2025: ঘোষণা হয়ে গেল ডুরান্ড কাপের সূচি, প্রথম ম্যাচেই খেলবে ইস্টবেঙ্গল, কবে নামছে মোহনবাগান?

এশিয়ার এই প্রাচীনতম টুর্নামেন্ট আবারও গোটা দেশে উত্তেজনার পারদ উর্ধ্বমুখী করতে শুরু করেছে। গত বছর ডুরান্ড কাপের ট্রফি জয় করেছিল নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি। অন্যদিকে, রানার্স আপ হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই বছর মোহনবাগান জানিয়েছে, গ্রুপ পর্বে তারা রিজার্ভ দল নিয়েই মাঠে নামতে চায়। যদি সবুজ-মেরুন ব্রিগেড নক-আউট পর্বে উঠতে পারে, সেক্ষেত্রে হয়ত সিনিয়র দল নামানো হবে।

Mohun Bagan Super Giant Durand Cup 2025