New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/26/east-bengal-fan-1-2025-07-26-17-08-30.jpg)
ধরাকাছা পরে মাঠে হাজির ইস্টবেঙ্গল সমর্থক
Kolkata Derby 2025: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ২০২৫-২৬ মরশুমের প্রথম কলকাতা ডার্বি। এ লড়াই আবেগের, ঔদ্ধত্যের। এ লড়াই ভালোবাসার।
ধরাকাছা পরে মাঠে হাজির ইস্টবেঙ্গল সমর্থক
East Bengal FC: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ২০২৫-২৬ মরশুমের (CFL 2025-26) প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby)। এ লড়াই আবেগের, ঔদ্ধত্যের। এ লড়াই ভালোবাসার। আর সেকারণেই শনিবার (২৬ জুলাই) কল্যাণী স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। যে দল জিতবে, বাকি মরশুমে তারা অবশ্যই একটা আলাদা অক্সিজেন পাবে।
Kolkata Derby 2025 Live Streaming: কোথায় দেখা যাবে কলকাতা ডার্বির মহারণ? না জানলে হাত কামড়াবেন
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে খেলা। তবে দুপুর দুটো থেকেই মাঠমুখী সমর্থকদের ভিড় দেখতে পাওয়া গেল। এবারের কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচ নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রথমে এই হাইভোল্টেজ ম্য়াচটি গত ১৯ জুলাই আয়োজন করার কথা ছিল। কিন্তু, পরিকাঠামোগত কিছু সমস্যা থাকার কারণে ম্য়াচের দিন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত সময় লাগলেও, শনিবাসরীয় কল্যাণী স্টেডিয়ামের প্রস্তুতি একেবারে চোখে পড়ার মতো।
মাঠের দিকে এগিয়ে আসা সমর্থকদের ভিড়ে এক ব্যক্তি যথেষ্ট নজর কাড়লেন। নাম অরুণ নস্কর। উচ্চতা খর্বকায়। ঠোঁটের কোনে ঝুলছে একটুকরো মলিন হাসি। কয়েকদিন আগেই তাঁর বাবা মারা গিয়েছেন। পিতৃবিয়োগের যন্ত্রণা ভুলতেই তিনি এদিন ডার্বি ম্য়াচে প্রিয় দলকে সাপোর্ট করতে এসেছেন। পরনে ধরাকাছা। কিন্তু, মাথায় জ্বলজ্বল করছে ইস্টবেঙ্গল ক্লাবের লাল-হলুদ পতাকা। যেন প্রিয় ইস্টবেঙ্গল ক্লাবের জয়ই বাবাকে হারানোর দুঃখ কিছুটা হলেও লাঘব করতে পারবে। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
East Bengal in Kolkata Derby: ডার্বি ম্য়াচের আগে ভয় পাচ্ছে ইস্টবেঙ্গল? এ কী বলে ফেললেন বিনো জর্জ!
উল্লেখ্য, কলকাতা ফুটবল লিগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের লড়াই বহু পুরনো। এখনও পর্যন্ত শুধুমাত্র CFL টুর্নামেন্টে এই দুটো দলের মধ্যে মোট ১৬২ ম্য়াচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ৫৬ ম্য়াচে। পরিসংখ্যানে সামান্য হলেও পিছিয়ে রয়েছে মোহনবাগান। তারা এখনও পর্যন্ত ৪৭ ম্য়াচে জয়লাভ করেছে। ফলে এই ম্য়াচে বাগান ব্রিগেড কিছুটা হলেও যে এই লজ্জার ব্যবধান ঘোচানোর চেষ্টা করবে, তা বলাই বাহুল্য। আর বাকি ৫৯ ম্য়াচ ড্র হয়েছে। এই পরিস্থিতিতে চলতি মরশুমে প্রথম ডার্বি ম্য়াচের ফলাফল কী হয়, সেদিকেই সকলকে তাকিয়ে রয়েছেন।