East Bengal in Kolkata Derby: ডার্বি ম্য়াচের আগে ভয় পাচ্ছে ইস্টবেঙ্গল? এ কী বলে ফেললেন বিনো জর্জ!

East Bengal vs Mohun Bagan 2025: চলতি কলকাতা ফুটবল লিগের প্রথম চারটে ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড মাত্র একটাই জিততে পেরেছিল। আর এবার মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে তারা জয় ছাড়া অন্য কিছু ভাবতেই পারছে না।

East Bengal vs Mohun Bagan 2025: চলতি কলকাতা ফুটবল লিগের প্রথম চারটে ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড মাত্র একটাই জিততে পেরেছিল। আর এবার মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে তারা জয় ছাড়া অন্য কিছু ভাবতেই পারছে না।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (8)

কলকাতা ডার্বিতে জিততে মরিয়া ইস্টবেঙ্গল

Kolkata Derby: আর বেশিক্ষণ সময় বাকি নেই। ২০২৫-২৬ মরশুমের কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) আজই মহারণ। শনিবার (২৬ জুলাই) উত্তর ২৪ পরগণার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করা হচ্ছে। বাঙালি ফুটবল সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। ইতিমধ্যে ইস্টবেঙ্গল (East Bengal FC) দলের সহকারি কোচ বিনো জর্জ জানালেন, বহু প্রতীক্ষিত এই কলকাতা ডার্বি ম্য়াচে লাল-হলুদ ব্রিগেডের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে স্কোয়াডে রাখা হবে।

Advertisment

ম্যাচের একদিন আগে অর্থাৎ শুক্রবার বিনো বললেন, 'এই ম্যাচে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলানো হবে। আশা করছি, মোহনবাগানও একই পন্থা অবলম্বন করবে। প্রত্যেকটা দলই জয়ের জন্য মাঠে নামতে চায়। এই লিগে আমরা হয়ত শুরুটা ভাল করতে পারিনি। কিন্তু, আগামীকাল আমাদের কাছে প্রত্যাবর্তনের দুর্দান্ত সুযোগ রয়েছে।'

East Bengal vs South United FC: ডুরান্ডে রাজার মতো ফিরল ইস্টবেঙ্গল, প্রথম ম্যাচেই দাপুটে জয় লাল-হলুদের

Advertisment

চলতি কলকাতা ফুটবল লিগের প্রথম চারটে ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড মাত্র একটাই জিততে পেরেছিল। আর এবার মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে তারা জয় ছাড়া অন্য কিছু ভাবতেই পারছে না।

East Bengal FC Goal: গোল তো নয়, আগুনের গোলা! প্রথমার্ধ শেষে এগিয়ে লাল-হলুদ ব্রিগেড

শুরু থেকেই মোহনবাগানের উপর দাপট বজায় রাখতে চাই : বিনো

বিনো স্পষ্ট জানিয়ে দিলেন যে এই ডার্বি ম্য়াচে তাঁর দল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে শুরু থেকেই দাপট বজায় রাখতে চায়। বললেন, 'ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যখনই একে অপরের মুখোমুখি খেলতে নামে, তখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে। আমরা এই ম্য়াচে জয় ছাড়া আর কিছু ভাবছি না। যুদ্ধে ভয়ের কোনও জায়গাই থাকে না।'

East Bengal FC: বিদেশি 'গোলমেশিন'কে ছাড়াই নামছে ইস্টবেঙ্গল! ডুরান্ডে কোন ছকে দল সাজালেন অস্কার?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ১৯ জুলাই কলকাতা ফুটবল লিগের এই ডার্বি ম্য়াচটা আয়োজন করার কথা ছিল। কিন্তু, কল্যাণী স্টেডিয়ামে পরিকাঠামোগত সমস্যার কারণে ম্য়াচের তারিখ পিছিয়ে দেওয়া হয়। যদিও বৃষ্টির চোখরাঙানি শনিবারও এই ম্য়াচে বাধা সৃষ্টি করতে পারে। আর সেকারণে বিনো সামান্য হলেও ভয় পাচ্ছেন।

East Bengal FC News Updates: আসতে না আসতেই 'সমস্যা'! কেন ডুরান্ডের প্রথম ম্য়াচে খেলবেন না মিগুয়েল-সিবিয়ে?

খুব স্পষ্টভাবে বিনো জানিয়ে দিলেন, 'আমি পাসিং ফুটবল খেলাতে ভালবাসি। আর মাঠ যদি ভিজে থাকে, সেটা অবশ্যই কঠিন হয়ে যাবে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'তবে আমাদের কাছে বিকল্প পরিকল্পনাও রয়েছে। ফুটবল একটা ফলাফল নির্ভর খেলা। সমর্থকরা কোনও অজুহাত মানতে চাইবেন না। ডার্বি ম্যাচে প্রত্যেক ফুটবলারকেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হয়। আগামীকাল আমরা জিততেই মাঠে নামব।'

East Bengal FC Kolkata Derby CFL 2025-26