Kolkata Derby 2025 Live Streaming: কোথায় দেখা যাবে কলকাতা ডার্বির মহারণ? না জানলে হাত কামড়াবেন

Kolkata Derby 2025: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাংলার ফুটবলে মহাযুদ্ধ। মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ২০২৫-২৬ মরশুমের কলকাতা ফুটবল লিগে এই হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষা করছে গোটা বাংলার ফুটবল সমর্থকরা।

Kolkata Derby 2025: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাংলার ফুটবলে মহাযুদ্ধ। মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ২০২৫-২৬ মরশুমের কলকাতা ফুটবল লিগে এই হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষা করছে গোটা বাংলার ফুটবল সমর্থকরা।

author-image
Koushik Biswas
New Update
Kolkata Derby 2025 Live Streaming

কোথায় দেখানো হবে কলকাতা ডার্বি ম্য়াচ, জেনে নিন

Kolkata Derby 2025: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাংলার ফুটবলে মহাযুদ্ধ। মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল (East Bengal vs Mohun Bagan)। ২০২৫-২৬ মরশুমের কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) এই হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষা করছে গোটা বাংলার ফুটবল সমর্থকরা। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল (East Bengal FC) চার ম্য়াচ খেলে মোট ৫ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। এ গ্রুপে তারা ৮ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, মেরিনার্সরা (Mohun Bagan Super Giant) ১০ ম্য়াচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে।

Advertisment

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্য়াচ শুরু হওয়ার আগে এই ব্যাপারগুলো জেনে রাখা আবশ্যক:

Mohun Bagan Kolkata Derby: ডার্বির আগে ইস্টবেঙ্গলকে নিয়ে 'হেলাফেলা'! আত্ম-অহমিকায় ভুগছেন না তো বাগান কোচ?

Advertisment

কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সিএফএল কলকাতা ডার্বি?

শনিবার (২৬ জুলাই) কল্যাণী স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টা থেকে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সিএফএল কলকাতা ডার্বি ম্যাচ আয়োজন করা হবে।

East Bengal in Kolkata Derby: ডার্বি ম্য়াচের আগে ভয় পাচ্ছে ইস্টবেঙ্গল? এ কী বলে ফেললেন বিনো জর্জ!

কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সিএফএল কলকাতা ডার্বির লাইভ সম্প্রচার?

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সিএফএল কলকাতা ডার্বি ম্যাচের লাইভ সম্প্রচার SSEN অ্যাপ এবং ওয়েবসাইটে করা হবে। কোনও টেলিভিশন চ্যানেলে এই ম্য়াচ দেখানো হবে না।

Kolkata Derby: ডার্বি কি যুবভারতীতে করলেই ভাল হত? কী বলছেন দেবব্রত-সৃঞ্জয়

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হেড-টু-হেড রেকর্ড

  • মোট ম্য়াচের সংখ্যা: ১৬২
  • ইস্টবেঙ্গল জিতেছে: ৫৬
  • মোহনবাগান জিতেছে: ৪৭
  • ড্র হয়েছে: ৫৯

Kolkata Derby 2025: ডার্বির টিকিটমূল্যে দেদার ছাড়, কাদের জন্য অভিনব উদ্যোগ IFA-র?

কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্য়াচে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে কারা কোচিং করাচ্ছেন?

অস্কার ব্রুজোঁ আপাতত ইস্টবেঙ্গলের প্রথম সারির দল নিয়ে ডুরান্ড কাপ খেলতে ব্যস্ত। সেকারণে আপাতত ইস্টবেঙ্গল দলের দায়িত্ব গ্রহণ করেছেন বিনো জর্জ। অন্যদিকে, মোহনবাগান তাদের অ্যাকাডেমি হেড কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানেই খেলতে নামছে।

প্রথম সারির দল থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে কোন কোন ফুটবলার যোগ দিলেন?

শোনা যাচ্ছে, শনিবাসরীয় কলকাতা ডার্বি ম্যাচে লাল-হলুদ জার্সিতে খেলতে পারেন মার্তন্ড রায়না, এডমান্ড লালরিন্ডিকা, দেবজিৎ মজুমদার এবং ডেভিড লালনসাঙ্গা।

অন্যদিকে, মোহনবাগানের প্রথম সারির দল থেকে যোগ দিতে পারেন দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এবং কিয়ান নাসিরি।

East Bengal FC East Bengal vs Mohun Bagan Kolkata Derby Mohun Bagan Super Giant CFL 2025-26