East Bengal FC: আজকের দিনেই ইতিহাস গড়েছিল ইস্টবেঙ্গল! আপনাদের মনে আছে সেকথা?

East Bengal FC History: বাংলার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। এত বছর ধরে তারা একাধিক খেতাব জয় করেছে। সেই রেকর্ড ভারতীয় ফুটবলকে গর্বিত করেছে।

East Bengal FC History: বাংলার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। এত বছর ধরে তারা একাধিক খেতাব জয় করেছে। সেই রেকর্ড ভারতীয় ফুটবলকে গর্বিত করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ryuji Sueoka

গোল করার পর রিউজি সুয়েকার উল্লাস

East Bengal FC: ভারতীয় ফুটবলে একাধিক রেকর্ড কায়েম করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তবে কিছু পারফরম্য়ান্স আজও সমর্থকদের হৃদয়ে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। ১২ বছর পরও সেই রেকর্ড অমলিন হয়ে রয়েছে। মনে পড়ছে না, কোন রেকর্ড নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে? তাহলে, একবার মনে করিয়ে দেওয়া যাক।

Advertisment

East Bengal FC News: কথা রাখল ইস্টবেঙ্গল, সমর্থকদের কথা ভেবে এমন কাজই করল লাল-হলুদ ব্রিগেড!

২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর। এএফসি কাপ কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব সেমেন পেদাং। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়। দুটো দলের মধ্যেই দেখতে পাওয়া যায় হাড্ডাহাড্ডি লড়াই। 

Advertisment

East Bengal FC: ম্লান হল হিরের দ্যুতি, ডুরান্ডের বদলা কলকাতা লিগে নিল ইস্টবেঙ্গল

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। অবশেষে সুপার-সাব হিসেবে মাঠে নামেন রিউজি সুয়েকা (Ryuji Sueoka)। অবশেষে ৭০ মিনিটে ম্য়াচজয়ী গোলটি তিনিই করেন। উল্লেখ্য, ফিরতি লেগের ম্য়াচে ১-১ গোলে ড্র করে ইস্টবেঙ্গল এবং সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। আজও এই বিশেষ দিনে লাল-হলুদ সমর্থকরা গর্ব অনুভব করেন।

East Bengal FC: অপেক্ষার অবসান, 'বিশেষ' দাবি মেনে নিল ইস্টবেঙ্গল, আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

আহালের বিরুদ্ধে পরাস্ত মোহনবাগান সুপার জায়ান্ট

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে তারা আহাল এফকে-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। শেষপর্যন্ত, এই ম্য়াচে ০-১ গোলে পরাস্ত হয় মেরিনার্সরা। একাধিকবার গোল করার সুযোগ তারা পেলেও, শেষপর্যন্ত ব্যর্থ হয়। এমনকী, হোসে মলিনার রণকৌশল নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন দলের সমর্থকরা।

East Bengal FC Ryuji Sueoka