East Bengal FC Controversy Update: 'ইস্টবেঙ্গল আজ হেরেছে বলেই....', অস্কারের 'অহংকার' গুঁড়িয়ে দিলেন শিলটন

East Bengal FC Controversy: আইএফএ শিল্ড শেষ হতে না হতেই 'গৃহযুদ্ধ' শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে। এই হারের দায় দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ নিজের ঘাড়ে রাখতে চাননি।

East Bengal FC Controversy: আইএফএ শিল্ড শেষ হতে না হতেই 'গৃহযুদ্ধ' শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে। এই হারের দায় দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ নিজের ঘাড়ে রাখতে চাননি।

author-image
Koushik Biswas
New Update
Shilton Paul (1)

ইস্টবেঙ্গলের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন মোহনবাগানের শিলটন

East Bengal FC: আইএফএ শিল্ড শেষ হতে না হতেই 'গৃহযুদ্ধ' শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে। এই হারের দায় দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নিজের ঘাড়ে রাখতে চাননি। পুরো বিষয়টা তিনি দলের প্রাক্তন গোলকিপার-কোচ সন্দীপ নন্দীর (Sandip Nandy) ঘাড়ে ঠেলে দিয়েছেন। এমনকী, সকলের সামনে ভারতের এই স্বনামধন্য ফুটবলারকে অকথ্য ভাষায় অপমানও করেন তিনি। এমন অপমানের পর মশালবাহিনীর গোলকিপার-কোচ সন্দীপ নন্দী পদত্যাগ। চাকরির থেকে আত্মসম্মানকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে বাংলার ফুটবলমহলে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন গোলরক্ষক তথা বর্তমান যুব ফুটবল সচিব শিলটন পাল (Shilton Paul)।

Advertisment

East Bengal FC Controversy: 'ইস্টবেঙ্গলকে শেষ করে দেবে অস্কার...', বিস্ফোরক বাংলার তারকা ফুটবলার

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দুরভাষ মারফৎ শিলটন বললেন, 'ইস্টবেঙ্গল হেড কোচের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেটার সঙ্গে আমি একেবারেই সহমত নই। উনি একটা দলের হেড কোচ। সহকারি কোচেরা তাঁকে বিভিন্ন পরামর্শ দিতেই পারে। তবে এই ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা হেড কোচকেই নিতে হবে। টিম ম্য়ানেজমেন্টও হয়ত খুব ভাল করেই জানত যে দেবজিৎ টাই-ব্রেকারে ভাল। এটা জানার পরই কোচিং স্টাফেরা অস্কারকে পরামর্শ দিয়েছে। এটা তো নয় যে গোলকিপার-কোচই সরাসরি দেবজিৎকে মাঠে নামিয়ে দিয়েছে। শেষ সিদ্ধান্তটা তো হেড কোচই নিয়েছে। আজ যদি ইস্টবেঙ্গল জিতে যেত, তাহলে পুরো কৃতিত্বটা অস্কার নিয়ে চলে যেতেন। যেহেতু সাফল্য আসেনি, সেকারণেই বন্দুকের নলটা তিনি ঘুরিয়ে দিলেন।'

Advertisment

East Bengal FC News: ইস্টবেঙ্গলকে নিয়ে 'দুর্দান্ত খবর', ভুলে যাবেন ডার্বি হারের যন্ত্রণা

কী নিয়ে ঝামেলার সূত্রপাত?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি আইএফএ শিল্ড ফাইনালে যখন টাইব্রেকার পর্ব শুরু হয়, সেইসময় সন্দীপ নন্দীর পরামর্শেই প্রভসুখন সিং গিলের পরিবর্তে দেবজিৎ মজুমদারকে মাঠে নামানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন অস্কার। এই ম্য়াচে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ৫-৪ গোলে পরাস্ত হয়। তারপর থেকেই অস্কারের যাবতীয় আক্রোশ এসে পড়ে সন্দীপের উপর। এমনকী, গোয়ায় জুনিয়র ফুটবলারদের সামনে ভারতের এই প্রাক্তন গোলকিপারকে চূড়ান্ত দুর্ব্যবহারের শিকার হতে হয়।

East Bengal FC: চরম গৃহযুদ্ধ ইস্টবেঙ্গলে, দায়িত্ব ছাড়লেন গোলকিপার কোচ

এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, অর্থের আভিজাত্যে ভারতীয় ফুটবলের সম্মান কোথায় কী ধুলোয় মিশতে বসেছে? নাহলে কোন সাহসে সন্দীপ নন্দীর মতো একজন ফুটবলারের সঙ্গে দুর্ব্যবহার করার সুযোগ পান একজন স্প্যানিশ কোচ? আর ক্লাবই বা কীভাবে সেটা সমর্থন করে? এই প্রসঙ্গে শিলটন বললেন, 'এটাকে একেবারেই মেনে নেওয়া যায় না। এই বিষয়টা প্রত্যেকটা ম্য়ানেজমেন্টেরই দেখা উচিত।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আজ যে ভারতীয় ফুটবলাররা কোচিং করাচ্ছেন, তাঁরা একটা সময় দেশের হয়ে সেরা ফুটবলটা উজাড় করতে দিয়েছেন। ভারতীয় ফুটবলে ওঁরা অন্যতম সেরা খেলোয়াড়। তাদেরকে যেন কোনওভাবে ছোট না করা হয়। আজ রেনেডি সিং যদি কোনও দলের সহকারি কোচ হয়, তাহলে ম্য়ানেজমেন্টের সবার আগে বলে দেওয়া উচিত যে ফুটবলার কিংবা সাপোর্টারদের সামনে ছোট করতে পারবে না।'

East Bengal Goal Miss: মোক্ষম সময়ে গোল মিস! ইস্টবেঙ্গলের হারের জন্য দায়ী জয় গুপ্তাই?

শিল্টনের কথায়, 'আমরা সন্দীপ নন্দীকে দেখে বড় হয়েছি। ভারতীয় গোলকিপারদের মধ্যে আমার কাছে আইডল হলেন সন্দীপ'দা। তাঁকে একজন বাইরের লোক এসে কীভাবে দু-চারটে কথা বলে যায়? কারণ ও তো সন্দীপ'দার ভ্যালুই জানে না। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে ম্য়ানেজমেন্টের একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত।'

Shilton Paul Sandip Nandy Oscar Bruzon East Bengal FC