East Bengal FC: ইস্টবেঙ্গলের ডার্বি জয়ে আত্মহারা ব্রাত্য বসু, 'ওহ লাভলি' বললেন মদন মিত্র

East Bengal FC: লাল-হলুদ ব্রিগেডের হয়ে দুটো গোলই করেছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। আর সেইসঙ্গে মশালবাহিনী চলতি ডুরান্ডের সেমিফাইনালেও পৌঁছে গিয়েছে।

East Bengal FC: লাল-হলুদ ব্রিগেডের হয়ে দুটো গোলই করেছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। আর সেইসঙ্গে মশালবাহিনী চলতি ডুরান্ডের সেমিফাইনালেও পৌঁছে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal Political

ইস্টবেঙ্গলের জয়ে উচ্ছ্বসিত রাজনৈতিক নেতারাও

Kolkata Derby: চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনাল ম্য়াচে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই হাইভোল্টেজ ম্য়াচে ইস্টবেঙ্গল ২-১ গোলে জয়লাভ করেছে। লাল-হলুদ ব্রিগেডের হয়ে দুটো গোলই করেছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। আর সেইসঙ্গে মশালবাহিনী চলতি ডুরান্ডের সেমিফাইনালেও পৌঁছে গিয়েছে।

Advertisment

প্রায় দেড় বছর পর ডার্বি ম্যাচ জয়ের কারণে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে সমর্থকরা রবিবার (১৭ অগাস্ট) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখতে এসেছিলেন। সেই তালিকায় নাম ছিল বাংলার স্বনামধন্য রাজনৈতিক নেতাদেরও। সেই তালিকায় নাম ছিল ব্রাত্য বসু, মদন মিত্র, অরূপ বিশ্বাসদেরও। কে কী বললেন, আসুন দেখে নেওয়া যাক।

East Bengal Goal: আগুন গোলে দুরন্ত লিড ইস্টবেঙ্গল, দিমির গোলে গর্জন যুবভারতীতে

Advertisment

ব্রাত্য বসু

ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্য়াচ যতবার হয়েছে, ইস্টবেঙ্গল বহুগুণে এগিয়ে রয়েছে। এটা কোনও ফ্যাক্টর নয়। আবারও আমরা জিতেছি। হামিদ আহদাদ এখনও ম্য়াচ ফিট নয়। খুব তাড়াতাড়ি ও ম্য়াচ ফিট হয়ে উঠবে। পাশাপাশি, রশিদও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দিয়ামান্তাকোস ভাল খেলেছে। ওর যা কাজ, সেটাই করেছে।

East Bengal vs Mohun Bagan Highlights: মশালের আগুনের ছারখার সাধের বাগান, ডার্বির রং লাল-হলুদ

মদন মিত্র

খেলা খুবই ভাল হয়েছে। মোহনবাগানের পক্ষে খেলায় সমতা ফেরানোর যথেষ্ট সুযোগ ছিল। তবে একথা অনস্বীকার্য যে ইস্টবেঙ্গল অনেকদিন পর আবারও ডার্বি জয়ে ফিরল। সুন্দর একটা ম্যাচ উপভোগ করলাম। দর্শকদের জন্য একটাই কথা বলতে চাই, 'ওহ লাভলি'।

East Bengal FC: 'বাজবে প্রতিবাদের রণধ্বনি...', ডার্বি জিতে হুঙ্কার লাল-হলুদ ব্রিগেড

অরূপ বিশ্বাস

খুব ভাল খেলা হয়েছে। খুব সুন্দর খেলা হয়েছে। ইস্টবেঙ্গল শেষপর্যন্ত জয়লাভ করেছে। আমার মনে হয়েছে, এটা ফুটবলের পক্ষে খুব ভাল হয়েছে। ফুটবল বাঁচল। একতরফা সবকিছু হয়ে গেলে, মাঠে আর দর্শক আসবে না। আজকের খেলার এই ফলাফল দেখে আমি একটাই কথা বলতে পারি, আমাদের বাংলার ফুটবলটা বাঁচল।

Durand Cup 2025 Mohun Bagan Super Giant East Bengal FC Kolkata Derby