East Bengal Goal: আগুন গোলে দুরন্ত লিড ইস্টবেঙ্গল, দিমির গোলে গর্জন যুবভারতীতে

East Bengal vs Mohun Bagan: জমে উঠেছে রবিবাসরীয় কলকাতা ডার্বি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। ম্য়াচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল এফসি ১-০ গোলে এগিয়ে রয়েছে।

East Bengal vs Mohun Bagan: জমে উঠেছে রবিবাসরীয় কলকাতা ডার্বি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। ম্য়াচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল এফসি ১-০ গোলে এগিয়ে রয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Dimitrios Diamantakos Goal

গোল করার পর দিমির উচ্ছ্বাস (এক্সপ্রেস ফটো-পার্থ পাল)

Kolkata Derby: জমে উঠেছে রবিবাসরীয় কলকাতা ডার্বি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। ম্য়াচের প্রথমার্ধে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) ১-০ গোলে এগিয়ে রয়েছে। পেনাল্টি কিক থেকে একমাত্র গোলটি করেছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস (Dimitrios Diamantakos)।

Advertisment

Mohun Bagan vs East Bengal 5 Memorable Matches: কলকাতা ডার্বির ইতিহাসে সেরা ৫ মহাযুদ্ধ, দেখে নিন ছবিতে

৩৬ মিনিটে বিপিন সিংকে বক্সের মধ্যে ফাউল করলেন আশিস রাই। কয়েক সেকেন্ড আগে এডমুন্ডকে একইভাবে ট্যাকল করা হলেও, তা রেফারির নজর এড়িয়ে যায়। তবে দ্বিতীয়বার তিনি আর ভুল করলেন না। সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের পক্ষে তিনি পেনাল্টির সিদ্ধান্ত দেন।

Advertisment

East Bengal FC Today Match: 'হম কিসি সে কম নেহি...', ডার্বি শুরুর আগে প্রবল হুঙ্কার অ্যালভিটোর

৩৮ মিনিটে গোল ইস্টবেঙ্গলের

অবশেষে ৩৮ মিনিটে এই সুযোগ আর হাতছাড়া করেননি দিয়ামান্তাকোস। ঠান্ডা মাথায় তিনি বাগানের অতন্দ্র প্রহরী বিশাল কাইথকে পরাস্ত করেন। বাঁ দিক থেকে একটা নীচু শট জালে জড়িয়ে যায়। বিশাল একেবারে সঠিক দিকে ঝাঁপ দিলেও, বলটা আটকাতে পারলেন না। স্টেডিয়ামের লাল-হলুদ সমর্থকরা চিৎকার করে উঠলেন, 'গোওওওওওললল।'

Dimi

এই ম্য়াচের শুরু থেকেই দুই দল আক্রমণের ঝড় তুলতে শুরু করে। মাত্র ৩ মিনিটের মাথায় গোল করার সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদের কাছে। বলটা বাগানের গোলরক্ষক বিশাল কাইথের সামনে বাউন্স খেলেও বিপদের কোনও গন্ধ অবশ্য ছিল না।

East Bengal FC: 'পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খুব ভয়ঙ্কর...', ডার্বি নিয়ে বড় কথা রহিম নবির

১৬ মিনিটে বিশাল বড় ধাক্কা খেল লাল-হলুদ ব্রিগেড। চোটের কারণে ডার্বির স্বপ্ন শুরুতেই চুরমার হয়ে গেল এই মরোক্কান ফুটবলারের। যে হামিদকে ঘিরে লাল-হলুদ সমর্থকরা আশার আলো দেখতে শুরু করেছিলেন, সেই আশার প্রদীপ শুরুতেই নিভে গেল। ১৮ মিনিটে তাঁর পরিবর্তে মাঠে নামলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।

East Bengal vs Mohun Bagan Live Streaming: শুরু হচ্ছে ডার্বির মহারণ, কীভাবে ফ্রি'তে দেখবেন মোহন-ইস্টের লড়াই?

যাইহোক, এরপর খেলা নিজস্ব গতিতে এগোতে শুরু করে। ম্যাচের ২৬ মিনিটে একটা হালকা বিতর্ক তৈরি হয়েছিল। বক্সের বাইরে বলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অলড্রেড। ফাউল দেন রেফারি। ফ্রি-কিক থেকে গোল করে ইস্টবেঙ্গল। কিন্তু, অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর শুরু হয় বিতর্ক। দ্বিতীয়বার ফ্রি-কিক নিতে আসেন মিগুয়েল। কিন্তু, বলটা ক্রস বারের অনেকটা উপর দিয়ে বেরিয়ে যায়। যদিও এই গোল বাতিল ইস্টবেঙ্গলকে খুব একটা চাপে ফেলতে পারেনি। কারণ কিছুক্ষণের মধ্যে দিমি লাল-হলুদ ব্রিগেডকে লিড এনে দেন।

East Bengal FC Kolkata Derby Dimitrios Diamantakos