East Bengal vs Mohun Bagan Highlights: মশালের আগুনের ছারখার সাধের বাগান, ডার্বির রং লাল-হলুদ

East Bengal vs Mohun Bagan Highlights: শেষ হল কলকাতা ডার্বি ম্য়াচ। এই হাইভোল্টেজ ম্য়াচে ইস্টবেঙ্গল ২-১ গোলে জয়লাভ করল। জোড়া গোল করলেন দিয়ামান্তাকোস।

East Bengal vs Mohun Bagan Highlights: শেষ হল কলকাতা ডার্বি ম্য়াচ। এই হাইভোল্টেজ ম্য়াচে ইস্টবেঙ্গল ২-১ গোলে জয়লাভ করল। জোড়া গোল করলেন দিয়ামান্তাকোস।

author-image
Koushik Biswas
New Update
Dimitrios Diamantakos

কলকাতা ডার্বিতে জোড়া গোল করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস Photograph: (এক্সপ্রেস ফটো-পার্থ পাল)

East Bengal FC: শেষ হল কলকাতা ডার্বি (Kolkata Derby)। কলকাতা ফুটবল লিগের পর এবার ডুরান্ডেও (Durand Cup 2025) ইস্টবেঙ্গলের কাছে পরাস্ত মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ম্যাচের ফলাফল ২-১। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস (Dimitrios Diamantakos)। এছাড়া মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলেন অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)।

Advertisment

East Bengal Goal: আগুন গোলে দুরন্ত লিড ইস্টবেঙ্গল, দিমির গোলে গর্জন যুবভারতীতে

প্রথমার্ধের মতো ম্য়াচের দ্বিতীয়ার্ধেও মোহনবাগান সুপার জায়ান্ট যে একেবারে নিষ্প্রভ ছিল, তা বলাই বাহুল্য। দু-একটা বিক্ষিপ্ত আক্রমণ ছাড়া, সেভাবে কোনও ঝাঁঝ দেখতে পাওয়া গেল না। সবথেকে বড় কথা, মাঝমাঠে পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল।

Advertisment

Mohun Bagan vs East Bengal 5 Memorable Matches: কলকাতা ডার্বির ইতিহাসে সেরা ৫ মহাযুদ্ধ, দেখে নিন ছবিতে

শনিবার (১৬ অগাস্ট) সাংবাদিক বৈঠকে এসে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ বলেছিলেন, মোহনবাগানের দুর্বলতা তিনি জানেন। অস্কারের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনাও হয়েছে। কিন্তু, তিনি যে কেন বলেছিলেন, সেটা আজ প্রমাণ করে দিলেন। ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্সই সেই প্রমাণটা দিয়ে দিল।

Mohun Bagan vs East Bengal 5 Memorable Matches: কলকাতা ডার্বির ইতিহাসে সেরা ৫ মহাযুদ্ধ, দেখে নিন ছবিতে

বলতে বাধা নেই শুরু থেকেই এই ম্য়াচের রাশ ইস্টবেঙ্গলের হাতে ছিল। ম্য়াচের তৃতীয় মিনিটে অল্পের জন্য গোলের সুযোগ নষ্ট করলেন হামিদ আহদাদ। কিন্তু, তাতে কোনও সমস্যা অবশ্য হয়নি। বাগানের নির্বিষ আক্রমণ সেভাবে লাল-হলুদের রক্ষণে দাঁতই ফোটাতে পারল না। বরং মোহনবাগান নিজেদের রক্ষণ বাঁচাতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলে। আশিস রাইয়ের ভুল ট্যাকলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। আর সেখান থেকেই প্রথম গোলটি করলেন দিয়ামান্তাকোস।

East Bengal FC Today Match: 'হম কিসি সে কম নেহি...', ডার্বি শুরুর আগে প্রবল হুঙ্কার অ্যালভিটোর

আশা করা হয়েছিল, দ্বিতীয়ার্ধে ছবিটা হয়ত কিছুটা হলেও বদলাবে। কিন্তু, বাগান আর বিষাক্ত হতে পারল কই? মাঝখান থেকে ৫২ মিনিটে ইস্টবেঙ্গলকে ২-০ গোলের লিড এনে দিলেন দিয়ামান্তাকোস। যে গ্রিক ফরোয়ার্ডকে নিয়ে গত মরশুমে এত কথা, এত সমালোচনা হল; এবার তিনি যাবতীয় অপমানের যোগ্য বদলা নিলেন। 

East Bengal FC: 'পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খুব ভয়ঙ্কর...', ডার্বি নিয়ে বড় কথা রহিম নবির

৬৮ মিনিটে অনিরুদ্ধ থাপার গোল সবুজ-মেরুন ব্রিগেডকে কিছুটা হলেও অক্সিজেন দিয়েছিল। কিন্তু, জয়ের জন্য 'কাফি' ছিল না। অবশেষে ২-১ গোলে পরাস্ত হল মোহনবাগান। সঙ্গে বিদায় নিল ২০২৫ ডুরান্ড কাপ থেকে।

East Bengal FC Kolkata Derby Mohun Bagan Super Giant Anirudh Thapa Dimitrios Diamantakos Durand Cup 2025