East Bengal FC Update: হিরোশিকে নিয়ে এল বড় আপডেট, ইস্টবেঙ্গল সমর্থকদের কেল্লাফতে!

East Bengal FC: কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসি-র সময়টা আপাতত বেশ ভাল যাচ্ছে। সম্প্রতি তারা কলকাতা ফুটবল লিগের খেতাব জয় করেছে। ২০২৫ আইএফএ শিল্ডেও তাদের পারফরম্য়ান্স একেবারে নজরকাড়া।

East Bengal FC: কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসি-র সময়টা আপাতত বেশ ভাল যাচ্ছে। সম্প্রতি তারা কলকাতা ফুটবল লিগের খেতাব জয় করেছে। ২০২৫ আইএফএ শিল্ডেও তাদের পারফরম্য়ান্স একেবারে নজরকাড়া।

author-image
Koushik Biswas
New Update
Hiroshi Ibusuki (1)

ইস্টবেঙ্গলের নয়া বিদেশি হিরোশি ইবুসুকি

East Bengal FC: কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসি-র সময়টা আপাতত বেশ ভাল যাচ্ছে। সম্প্রতি তারা কলকাতা ফুটবল লিগের খেতাব জয় করেছে। ২০২৫ আইএফএ শিল্ডেও (IFA Shield 2025) তাদের পারফরম্য়ান্স একেবারে নজরকাড়া। তবে এই সুখের অমরত্ব আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন লাল-হলুদ ব্রিগেডের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)। গত শনিবার (১১ অক্টোবর) বিকেলবেলা তিনি লাল-হলুদ জার্সিতে অনুশীলনে নেমেছিলেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) নামধারী এফসি-র বিরুদ্ধে তিনি খেলতে নামবেন? আসুন, সেই ব্যাপারেই বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

East Bengal FC News Update: কলকাতায় আসতেই 'হুঙ্কার' হিরোশির, ঝরঝরে বাংলায় বললেন...

অস্কারের পছন্দের ফুটবলার হিরোশি

ইস্টবেঙ্গল সমর্থকরা আপাতত নয়া 'জাপানি বোমা'-কে নিয়ে উচ্ছ্বাসে ভাসতে শুরু করেছে। গতকাল তিনি ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করতে এসেছিলেন। গত মরশুমে ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে তিনি ১০ গোল করেছিলেন। এবার কলকাতা ময়দানে কেমন পারফরম্য়ান্স করেন তিনি, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন। লাল-হলুদ ব্রিগেডের হেড স্যার নিজে তাঁকে পছন্দ করে নিয়ে এসেছেন। সেকারণে সমর্থকদের প্রত্যাশা আরও খানিকটা বেড়ে গিয়েছে। কারণ কার্লেস কুয়াদ্রাতের পর অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) এই দলের দায়িত্ব গ্রহণ করার পর থেকে, কিছুটা হলেও মশালবাহিনী জ্বলে উঠতে পেরেছে। চলতি বছর ডুরান্ড কাপে তারা মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হেলায় হারিয়ে দিয়েছে।

Advertisment

Mohun Bagan vs East Bengal: মেসির সামনে মোহনবাগান-ইস্টবেঙ্গল? ডার্বির আঁচে ফুটছে কলকাতা

৯ নম্বর জার্সি পরে খেলতে নামবেন হিরোশি

যাইহোক, অস্কারের উপর দলের ম্যানেজমেন্ট এবং সমর্থকদের যে যথেষ্ট আস্থা রয়েছে, তা বলা যেতেই পারে। দলের ষষ্ঠ বিদেশির হাতে ৯ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে। শনিবারই অস্কার চলতি আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্য়াচের জন্য প্রস্তুতি শুরু করে দেন। তবে নামধারীর বিরুদ্ধে ইবুসুকি খেলতে নামবেন কি না, তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, টুর্নামেন্টের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ফাইনাল ম্য়াচ আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে, কলকাতা ডার্বির হাইভোল্টেজ ম্য়াচে এই জাপানি ফুটবলারকে মাঠে নামিয়ে অস্কোর চমক দিতে পারেন।

East Bengal FC Win: দল জিতলেও 'অসন্তুষ্ট' অস্কার! ইস্টবেঙ্গল কোচ বললেন...

অনুশীলনে নজর কাড়তে ব্যর্থ 'জাপানি বোমা'

তবে একটা কথা বলতেই হবে, প্রথমদিনের অনুশীলনে ইবুসুকি কিন্তু, একেবারেই নজর কাড়তে পারেননি। প্রথমে তিনি হালকা গা ঘামিয়ে নেন। এরপর দলের সঙ্গে বল পায়ে অনুশীলনে নামলেন। বেশ কয়েকটা ক্রসে মাথা ঠেকানোর চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সেভাবে সফল হতে পারেননি। সেকারণেই আশা করা যেতে পারে, হিরোশিকে ম্য়াচ ফিট হওয়ার জন্য অস্কার আরও খানিকটা সময় দিতে চাইবেন। যদিও চেষ্টায় তিনি কোনও খামতি রাখেননি। এই পরিস্থিতিতে লাল-হলুদ জার্সিতে তিনি কতটা সাফল্য অর্জন করতে পারেন, সেটা একমাত্র সময়ই বলতে পারবে। 

East Bengal FC IFA Shield 2025 Hiroshi Ibusuki Oscar Bruzon Mohun Bagan Super Giant