/indian-express-bangla/media/media_files/2025/10/28/east-bengal-fc-24-2025-10-28-18-22-37.jpg)
ইস্টবেঙ্গলের জয়ে উল্লসিত অস্কার
East Bengal FC: শেষ হল চেন্নাইন এফসি (Chennayin FC) বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ৩-০ গোলে জয়লাভ করেছে। জোড়া গোল করলেন বিপিন সিং (Bipin Singh)। ২০২৫ সুপার কাপের (Super Cup 2025) শুরুটা একেবারেই ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্য়াচে তারা গোয়ার স্থানীয় ফুটবল ক্লাব ডেম্পো এসসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল। লাল-হলুদ ব্রিগেডের এই পারফরম্য়ান্স নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। তবে দ্বিতীয় ম্য়াচেই তারা ঘুরে দাঁড়াল। চেন্নাইন এফসি-কে ৪-০ গোলে দুরমুশ করে কার্যত তারা হুঙ্কার ছাড়ল। সঙ্গে সমালোচকদের দিল যোগ্য জবাব।
East Bengal FC Goal: গোয়ায় 'আগুন ঝড়' ইস্টবেঙ্গলের, প্রথমার্ধে জোড়া গোল বিপিনের
'চাণক্য' তবে অস্কারই?
প্রথম ম্য়াচটা ড্র করার পর ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) একটি কথা বলেছিলেন। প্রথম ম্য়াচে তাঁর দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার মনোঃসংযোগ হারিয়ে ফেলেছিলেন। আর সেই সুযোগেই ডেম্পোর ফুটবলাররা গোল করে বেরিয়ে যান। সঙ্গে এও কথা দিয়েছিলেন, দ্বিতীয় ম্য়াচে যাতে এমন ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সেদিকেও কড়া নজর রাখবেন তিনি। সেই ফলও পাওয়া গেল একেবারে হাতেনাতে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ব্যাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে জোড়া গোল করলেন বিপিন সিং। একটি করে গোল করেছেন আর্জেন্টাইন ফুটবলার কেভিন সিবিয়ে এবং 'জাপানি বোমা' হিরোশি ইবুসুকি।
East Bengal FC Latest News: ইস্টবেঙ্গলকে নিয়ে 'ধামাকা' খবর, উড়ে যাবে রাতের ঘুম
১১ মিনিটের মধ্যে তিন গোল
কথায় বলে, একটা ফুটবল ম্য়াচ প্রতি মুহূর্তে বদলে যায়। বলে যায়, এক একটা নতুন রূপকথা। এই ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল এফসি যে পারফরম্য়ান্স করল, তা দেখে অন্তত একথা বলা যেতেই পারে। মাত্র ১১ মিনিটের মধ্যে তিন-তিনটে গোল করে ফেলেছিল অস্কারের ছেলেরা।
East Bengal FC News: ইস্টবেঙ্গলের 'গৃহযুদ্ধে' ঘৃতাহুতি, ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা সংগ্রামের
ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম গোল হিরোশির
ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য খুব বেশি চমক দেখতে পাওয়া যায়নি। এমনকী, প্রথম ৪৫ মিনিটে চেন্নাইন এফসি তিন গোলে পিছিয়ে থাকলেও, তাদের মধ্যে জেতার কোনও খিদেই দেখতে পাওয়া গেল না। একটাও গোলের সুযোগ তারা তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের একেবারে গোধূলিলগ্নে একটাই মনে রাখার মতো মুহূর্ত তৈরি করেছিল ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে এডমান্ডকে ফাউল করার জন্য পেনাল্টি 'উপহার' পায় তারা।
East Bengal FC: কোন ছকে চেন্নাই বধ করতে চাইছেন অস্কার? শুনলে অবাক হবেন আপনিও
ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম গোল করার জন্য একেবারে মুখিয়ে ছিলেন হিরোশি ইবুসুকি। অবশেষে স্পট কিক থেকে তিনি নিজের খাতা খুলে ফেললেন। আগামী ৩১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট। ফলত, কলকাতা ডার্বির আগে এই জয় ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us