/indian-express-bangla/media/media_files/2025/10/28/hiroshi-ibusuki-3-2025-10-28-19-23-28.jpg)
ইস্টবেঙ্গলের 'জাপানি বোমা' হিরোশি ইবুসুকি
East Bengal FC: মঙ্গলবার (২৮ অক্টোবর) চেন্নাইন এফসি-র বিরুদ্ধে মরণ-বাঁচন ম্য়াচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ৪-০ গোলে জয়লাভ করেছে। তার থেকেও বড় কথা, এই ম্য়াচে ইস্টবেঙ্গলের 'জাপানি বোমা' হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki) প্রথম গোল করেছেন। যদিও সেই গোলটি এসেছে স্পট-কিক থেকে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ইস্টবেঙ্গলের জার্সিতে আদৌ 'হিরো' হতে পারলেন হিরোশি? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
চেন্নাইন এফসি-র বিরুদ্ধে হিরোশি ইবুসুকিকে কার্যত 'তুরুপের তাস' হিসেবে লুকিয়ে রেখেছিলেন ইস্টবেঙ্গল ফুটবল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ। ৭৯ মিনিটে হামিদ আহদাদকে তুলে তিনি হিরোশিকে মাঠে নামান। আর মাঠে নামতে না নামতেই বিপক্ষ শিবিরের কাছে কার্যত ত্রাস হয়ে ওঠেন তিনি। এই ম্য়াচে ইস্টবেঙ্গলের হয়ত ৫-০ গোলে জেতারও সুযোগ থাকত, যদি না ৮৫ মিনিটে হিরোশির শটটা বারপোস্টে লেগে ফিরে আসত।
East Bengal FC Goal: গোয়ায় 'আগুন ঝড়' ইস্টবেঙ্গলের, প্রথমার্ধে জোড়া গোল বিপিনের
অল্পের জন্য আসেনি প্রথম গোল
যাঁরা এই খেলাটি লাইভ দেখেননি, তাঁদের জন্য জানিয়ে রাখি, ৮৫ মিনিটে হিরোশির পা থেকে প্রায় গোল চলেই এসেছিল। বেশ খানিকটা দুর থেকেই শট নিয়েছিলেন তিনি। বলা ভাল, অসম্ভব সুন্দর দর্শনীয় একটি শট ছিল। কিন্তু, কপাল খারাপ থাকলে যা হয়। বলটা ক্রসবারে লেগে ফেরত চলে এল! এমন সুযোগ মিস হওয়ার পর কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছিলেন হিরোশি। যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁর সেই হতাশা কেটে যায়।
East Bengal FC Today Match: ইস্টবেঙ্গলকে বধ করতে প্রস্তুত চেন্নাই! যাবতীয় পরিকল্পনায় সিলমোহর
পেনাল্টি থেকে স্বাদপূরণ
দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে (৯০+৩ মিনিট) বক্সের মধ্যে এডমান্ডকে ফাউল করে বসেন চেন্নাইন এফসি-র ফুটবলার মন্দার দেশাই। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান। আর সেইসঙ্গে স্বপ্নপূরণ হল হিরোশির। স্পট কিক থেকে তিনি নিজের খাতা খুলে ফেললেন। বটম লেফট কর্নার দিয়ে বলটা তিনি বিপক্ষের জালে জড়িয়ে দিলেন। নওয়াজ একেবারে উলটোদিকে ঝাঁপ দিয়েছিলেন। ফলে বলটা সেভ করার কোনও প্রশ্নই ছিল না।
East Bengal FC: কোন ছকে চেন্নাই বধ করতে চাইছেন অস্কার? শুনলে অবাক হবেন আপনিও
অবশ্যই নজর কাড়লেন হিরোশি
মোটের উপর যদি হিরোশির পারফরম্য়ান্স বিচার করা যায়, তাহলে নেহাতই মন্দ খেলেননি তিনি। ম্যাচ টাইম কম পেয়েছিলেন। কিন্তু যেটুকু পেয়েছিলেন, সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছেন। আগামী ম্য়াচে ইস্টবেঙ্গলের সামনে অগ্নিপরীক্ষা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে তারা খেলতে নামবে। আগামী ৩১ অক্টোবর ফাতোরদা স্টেডিয়ামে আয়োজন করা হবে এই ম্য়াচটি। এই ডার্বির যুদ্ধেই একদিন নায়ক হয়ে উঠেছিলেন ডো-ডং। হিরোশির কাছেও কি তেমনই কোনও চমক অপেক্ষা করছে? সেটা অবশ্যই সময় বলবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us