/indian-express-bangla/media/media_files/2025/10/28/bipin-singh-east-bengal-2025-10-28-17-31-57.jpg)
ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার বিপিন সিং
East Bengal FC: চলতি সুপার কাপে দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্য়াচে তারা স্থানীয় ফুটবল ক্লাব ডেম্পোর বিরুদ্ধে ড্র করে মাঠ ছেড়েছিল। তা নিয়ে অবশ্য সমালোচনা কম হয়নি। তবে দ্বিতীয় ম্য়াচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে কার্যত জ্বলে উঠল লাল-হলুদ ব্রিগেড। ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করলেন বিপিন সিং (Bipin Singh)। প্রথমার্ধ শেষে মশালবাহিনী ২-০ গোলে এগিয়ে রয়েছে।
ইস্টবেঙ্গলের হয়ে গোলের দরজা খুলে দিলেন সিবিয়ে
এই ম্য়াচের প্রথম আধঘণ্টা কোনও দলই গোল করতে পারেনি। অবশেষে ৩৫ মিনিটে গোলের দরজা খুলে দিলেন ইস্টবেঙ্গল আর্জেন্টাইন ফুটবলার কেভিন সিবিয়ে। ফ্রি-কিক থেকে প্রথম গোলটি অর্জন করল ইস্টবেঙ্গল।
East Bengal FC Today Match: ইস্টবেঙ্গলকে বধ করতে প্রস্তুত চেন্নাই! যাবতীয় পরিকল্পনায় সিলমোহর
বিপিন সিংকে ফাউল করার কারণে ফ্রি-কিক অর্জন করেছিল ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ সিং একটি দুর্দান্ত ক্রস বাড়ালেন বক্সের মধ্যে। এমন সময় দুরন্ত একটি লাফ দেন সিবিয়ে। সকলের উচ্চতা ছাপিয়ে গিয়েছিলেন তিনি। বলটা বিপক্ষের জালে কার্যত আছড়ে পড়ল।
East Bengal FC: কোন ছকে চেন্নাই বধ করতে চাইছেন অস্কার? শুনলে অবাক হবেন আপনিও
৪ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ালেন বিপিন
চেন্নাইন এফসি এই প্রথম গোলের ধাক্কা হজম করতে না করতেই ৩৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন বিপিন সিং। আবারও সহযোগীর ভূমিকায় সেই নাওরেম মহেশ সিং। এবার মাঠের ডানপ্রান্ত থেকে একটি ক্রস বাড়ান তিনি। অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে দৌড় লাগান বিপিন। শেষপর্যন্ত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটাকে তিনি গোলের মধ্যে ঢুকিয়ে দেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/10/28/bipin-singh-2025-10-28-17-57-22.jpg)
বিপিনের দ্বিতীয় গোল
প্রথমার্ধের সংযুক্তি সময়ে (৪৫+১ মিনিট) বিপিনের পা থেকে বেরিয়ে আসে দ্বিতীয় গোল। এবার চেন্নাইন এফসি-র দুর্বল ডিফেন্সের সুযোগ নিল ইস্টবেঙ্গল। মাঠের বাঁ-প্রান্ত ধরে বলটা বিপিনের কাছে পাঠানো হয়েছিল। বিপিন তাঁর বুটের সামনেটা খুলে দেন। নিখুঁত দক্ষতায় শটটা শেষ করেন।
East Bengal FC Latest News: ইস্টবেঙ্গলকে নিয়ে 'ধামাকা' খবর, উড়ে যাবে রাতের ঘুম
যদিও এই শটের পিছনে তাঁর শারীরিক বলপ্রয়োগ অত্যন্ত বেশি ছিল। নওয়াজ বলটাকে স্পর্শ করেছিলেন ঠিকই, কিন্তু সেটা আটকাতে পারেননি। অবশেষে ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us