East Bengal FC Goal Update: আগুন ফর্মে ইস্টবেঙ্গল, গোল করলেন রশিদ-বিষ্ণু

East Bengal FC: নামধারী এফসি-র বিরুদ্ধে দাপুটে ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল। আপাতত তারা ১-০ গোলে এগিয়ে গিয়েছে। এই খেলা আপাতত নিজস্ব গতিতে এগিয়ে চলছে।

East Bengal FC: নামধারী এফসি-র বিরুদ্ধে দাপুটে ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল। আপাতত তারা ১-০ গোলে এগিয়ে গিয়েছে। এই খেলা আপাতত নিজস্ব গতিতে এগিয়ে চলছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (1)

একটি করে গোল করলেন মহম্মদ বিন রশিদ এবং পিভি বিষ্ণু

East Bengal FC: ২০২৫ আইএফএ শিল্ডের (IFA Shield 2025) ভার্চুয়াল সেমিফাইনাল ম্য়াচে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার (১৪ অক্টোবর) কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। খেলার প্রথম মিনিট থেকেই লাল-হলুদ ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। অবশেষে ১৯ মিনিটে খুলে গেল গোলের দরজা। মশালবাহিনীকে লিড এনে দিলেন মহম্মদ বিন রশিদ। আর ৪১ মিনিটে ব্যবধান বাড়ালেন পিভি বিষ্ণু। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে রইল ইস্টবেঙ্গল।

Advertisment

East Bengal FC vs Namdhari FC Live Streaming: ফ্রি'তে দেখা যাবে ইস্টবেঙ্গল-নামধারী ম্য়াচ? জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট

গোলের দরজা খুললেন রশিদ

এই ম্য়াচে শুরু থেকেই বিপক্ষের টুঁটি চেপে ধরেছিল ইস্টবেঙ্গল ফুটবলাররা। অবশেষে ১৯ মিনিটে খুলে গেল গোলের দরজা। আরও একবার নিজের জাত চেনালেন মহম্মদ বিন রশিদ। প্যালেস্তাইনের এই মিডফিল্ডার অবিশ্বাস্য একটি গোল করে নিজের ছাপ রেখে গেলেন। মিগুয়েলের একটি নিখুঁত হেডার পোস্টে লেগে ফিরে আসছিল। সেই ফিরতি বলটাই একবারে রশিদের সামনে পড়ে যায়। আর বক্সের ঠিক বাইরে থেকে বিশ্বমানের একটি গোল করলেন রশিদ। এই লিডটা ইস্টবেঙ্গলের কাছে যে যথেষ্টই গুরুত্বপূর্ণ, তা বলা যেতে পারে।

Advertisment

East Bengal FC: নামধারী ম্য়াচের আগে হিরোশিকে নিয়ে বড় খবর, আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা

ব্যবধান বাড়ালেন বিষ্ণু

প্রথম গোলের পর অনেকেই বলতে শুরু করেছিলেন, ১-০ লিড নিয়ে লাল-হলুদ ব্রিগেড একেবারে স্বস্তিতে থাকতে পারবে না। অবশেষে মশালবাহিনীর সেই স্বপ্নও পূরণ হল। হাফটাইমের ঠিক আগেই ইস্টবেঙ্গলের ব্যবধান ডাবল করলেন পিভি বিষ্ণু। তবে এই গোলের ক্ষেত্রে ডেভিড লালনসাঙ্গা এবং বিপিন সিংয়ের অবদান অনস্বীকার্য। এই খেলায় প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর আরও ৪ মিনিট অতিরিক্ত দেওয়া হয়। কিন্তু, গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল।

East Bengal FC News: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, চাঞ্চল্যকর মন্তব্য অস্কার ব্রুজোঁর

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গ্রুপ পর্বে দুটো দলই একেবারে নজরকাড়া ফর্মে ছিল। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসি ৪-০ গোলে জয়লাভ করেছিল। অন্যদিকে, এই একই প্রতিপক্ষের বিরুদ্ধে নামধারী এফসি ৩-০ গোলে জয়লাভ করেছিল। ফলে গোল পার্থক্যে কিছুটা হলেও এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল যদি আজকের ম্যাচটা জিততে পারে, তাহলে তো খুব ভাল কথা। নিদেনপক্ষে যদি ড্র করে, তাহলেও ফাইনালের টিকিট তারা কনফার্ম করতে পারবে।

East Bengal FC IFA Shield 2025