East Bengal FC: চলতি আইএফএ শিল্ড (IFA Shield 2025) আপাতত গোধূলি লগ্নে পা বাড়াতে শুরু করেছে। আগামী ১৪ অক্টোবর নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্য়াচে খেলতে নামার আগে সোমবার অনুশীলনে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। আর অনুশীলনে নেমেই ইস্টবেঙ্গলের হেড-স্যার অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) একটি চাঞ্চল্যকর মন্তব্য করলেন। আসুন, সেই ব্যাপারেই আলোচনা করা যাক।
East Bengal FC Update: হিরোশিকে নিয়ে এল বড় আপডেট, ইস্টবেঙ্গল সমর্থকদের কেল্লাফতে!
ডার্বি নিয়ে বড় মন্তব্য অস্কারের
ব্রুজোঁ বললেন, 'হতে পারে আগামী ১৮ তারিখ একটা ডার্বি ম্য়াচের সম্ভাবনা রয়েছে। কিন্তু, ওই ম্য়াচ নিয়ে এখন আমরা কিছুই ভাবছি না। আপাতত আগামী ম্য়াচে আমাদের নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে হবে। সেকারণে এই ম্য়াচের উপরই আপাতত যাবতীয় ফোকাস ধরে রাখতে চাই।'
East Bengal FC: ইস্টবেঙ্গলে যোগ দিয়েই 'হুঙ্কার' হিরোশির, শাসিয়ে রাখলেন বিপক্ষ দলগুলোকে!
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি তাদের প্রথম ম্য়াচ শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। তো সেই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ৪-০ গোলে জয়লাভ করেছিল। একটি করে গোল করেছিলেন জয় গুপ্তা, সল ক্রেসপো, হামিদ আহদাদ এবং জিকসন সিং। এবার নামধারী এফসি-র বিরুদ্ধেও অস্কারের দল একই পারফরম্য়ান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।
East Bengal FC Win: দল জিতলেও 'অসন্তুষ্ট' অস্কার! ইস্টবেঙ্গল কোচ বললেন...
অস্কারের কথায়, 'নামধারীকে কিছুতেই হালকাভাবে গ্রহণ করলে চলবে না। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পর এই টুর্নামেন্টে ওরাই সবথেকে শক্তিশালী দল। সেকারণে এখন থেকেই ডার্বির চিন্তা মাথায় নিয়ে ফুটবলারদের উপর আলাদা করে চাপ তৈরি করতে চাই না।'
East Bengal FC News: মাঠ কাঁপাল ইস্টবেঙ্গল, ডেবিউ ম্য়াচেই 'ধুঁয়াধার' জয় গুপ্তা
প্রতিপক্ষকে সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ
ইতিপূর্বে, ২০২৫ ডুরান্ড কাপে নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্য়াচে জয়লাভ করেছিল লাল-হলুদ ব্রিগেড। ফলে প্রতিপক্ষকে আগে থেকে চিনলেও আপাতত সাবধানী পদক্ষেপ ফেলতে চান অস্কার। তিনি বললেন, 'নামধারীর ডিফেন্সটা যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি ডুরান্ড কাপে আমাদের যথেষ্ট বেগ দিয়েছিল। সেকারণে আগামীকাল আমরা উইংটা যত ভাল করে কাজে লাগাতে পারব, ততই গোল করার সম্ভাবনা বাড়বে।' উল্লেখ্য, নামধারীর থেকে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সেকারণে মঙ্গলবারের ম্যাচটা যদি তারা ড্র'ও করে, তাহলেও ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে।
East Bengal FC News: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, চাঞ্চল্যকর মন্তব্য অস্কার ব্রুজোঁর
East Bengal FC: চলতি আইএফএ শিল্ড আপাতত গোধূলি লগ্নে পা বাড়াতে শুরু করেছে। আগামী ১৪ অক্টোবর নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্য়াচে খেলতে নামার আগে সোমবার অনুশীলনে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড।
East Bengal FC: চলতি আইএফএ শিল্ড আপাতত গোধূলি লগ্নে পা বাড়াতে শুরু করেছে। আগামী ১৪ অক্টোবর নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্য়াচে খেলতে নামার আগে সোমবার অনুশীলনে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড।
অনুশীলন সারছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা
East Bengal FC: চলতি আইএফএ শিল্ড (IFA Shield 2025) আপাতত গোধূলি লগ্নে পা বাড়াতে শুরু করেছে। আগামী ১৪ অক্টোবর নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্য়াচে খেলতে নামার আগে সোমবার অনুশীলনে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। আর অনুশীলনে নেমেই ইস্টবেঙ্গলের হেড-স্যার অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) একটি চাঞ্চল্যকর মন্তব্য করলেন। আসুন, সেই ব্যাপারেই আলোচনা করা যাক।
East Bengal FC Update: হিরোশিকে নিয়ে এল বড় আপডেট, ইস্টবেঙ্গল সমর্থকদের কেল্লাফতে!
ডার্বি নিয়ে বড় মন্তব্য অস্কারের
ব্রুজোঁ বললেন, 'হতে পারে আগামী ১৮ তারিখ একটা ডার্বি ম্য়াচের সম্ভাবনা রয়েছে। কিন্তু, ওই ম্য়াচ নিয়ে এখন আমরা কিছুই ভাবছি না। আপাতত আগামী ম্য়াচে আমাদের নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে হবে। সেকারণে এই ম্য়াচের উপরই আপাতত যাবতীয় ফোকাস ধরে রাখতে চাই।'
East Bengal FC: ইস্টবেঙ্গলে যোগ দিয়েই 'হুঙ্কার' হিরোশির, শাসিয়ে রাখলেন বিপক্ষ দলগুলোকে!
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি তাদের প্রথম ম্য়াচ শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। তো সেই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ৪-০ গোলে জয়লাভ করেছিল। একটি করে গোল করেছিলেন জয় গুপ্তা, সল ক্রেসপো, হামিদ আহদাদ এবং জিকসন সিং। এবার নামধারী এফসি-র বিরুদ্ধেও অস্কারের দল একই পারফরম্য়ান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।
East Bengal FC Win: দল জিতলেও 'অসন্তুষ্ট' অস্কার! ইস্টবেঙ্গল কোচ বললেন...
অস্কারের কথায়, 'নামধারীকে কিছুতেই হালকাভাবে গ্রহণ করলে চলবে না। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পর এই টুর্নামেন্টে ওরাই সবথেকে শক্তিশালী দল। সেকারণে এখন থেকেই ডার্বির চিন্তা মাথায় নিয়ে ফুটবলারদের উপর আলাদা করে চাপ তৈরি করতে চাই না।'
East Bengal FC News: মাঠ কাঁপাল ইস্টবেঙ্গল, ডেবিউ ম্য়াচেই 'ধুঁয়াধার' জয় গুপ্তা
প্রতিপক্ষকে সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ
ইতিপূর্বে, ২০২৫ ডুরান্ড কাপে নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্য়াচে জয়লাভ করেছিল লাল-হলুদ ব্রিগেড। ফলে প্রতিপক্ষকে আগে থেকে চিনলেও আপাতত সাবধানী পদক্ষেপ ফেলতে চান অস্কার। তিনি বললেন, 'নামধারীর ডিফেন্সটা যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি ডুরান্ড কাপে আমাদের যথেষ্ট বেগ দিয়েছিল। সেকারণে আগামীকাল আমরা উইংটা যত ভাল করে কাজে লাগাতে পারব, ততই গোল করার সম্ভাবনা বাড়বে।' উল্লেখ্য, নামধারীর থেকে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সেকারণে মঙ্গলবারের ম্যাচটা যদি তারা ড্র'ও করে, তাহলেও ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে।