/indian-express-bangla/media/media_files/2025/10/14/east-bengal-fc-vs-namdhari-fc-live-streaming-1-2025-10-14-09-57-48.jpg)
খেলতে নামছে ইস্টবেঙ্গল এবং নামধারী এফসি
East Bengal FC: ২০২৫ আইএফএ শিল্ডে (IFA Shield 2025) নামধারী এফসি খেলতে নামছে ২৯ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই ম্যাচটি মঙ্গলবার (১৪ অক্টোবর) কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজন করা হবে। ইতিমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ম্যাচটা কি আদৌ মোবাইলের পর্দায় ফ্রি'তে দেখা যাবে? আসুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
East Bengal FC News: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, চাঞ্চল্যকর মন্তব্য অস্কার ব্রুজোঁর
ইস্টবেঙ্গল বনাম নামধারী এফসি ম্য়াচটা ভার্চুয়াল সেমিফাইনাল বলা যেতেই পারে। যে দল এই ম্য়াচে জয়লাভ করবে, তারাই কনফার্ম করতে পারবে ফাইনালের টিকিট। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে এই দুটো দলই চলতি টুর্নামেন্টে শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। ইস্টবেঙ্গল জয়লাভ করেছিল ৪-০ গোলে। অন্যদিকে, নামধারী জিতেছিল ৩-০ গোলে।
East Bengal FC: নামধারী ম্য়াচের আগে হিরোশিকে নিয়ে বড় খবর, আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
এই পরিস্থিতিতে যে দল গ্রুপ শীর্ষে থাকবে, তারাই ফাইনালের রাস্তা প্রশস্থ করতে পারবে। যারা জয়লাভ করবে, তারা টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট কিংবা ইউনাইটেড এসসি-র বিরুদ্ধে খেলতে নামবে।
East Bengal FC: নামধারী ম্য়াচের আগে হিরোশিকে নিয়ে বড় খবর, আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবারের (১৪ অক্টোবর) ম্যাচে ইস্টবেঙ্গল গোল পার্থক্যে (+৪ গোলের তুলনায় নামধারীর +৩ গোল) কিছুটা হলেও এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে আজকের ম্যাচে যদি মশালবাহিনী ড্র'ও করে, তাহলেও ফাইনালে লাল-হলুদ ব্রিগেড যোগ্যতা অর্জন করতে পারবে। ২০১২ সালে ইস্টবেঙ্গল শেষবার আইএফএ শিল্ড জিতেছিল।
Mohun Bagan Super Giant News: মোহনবাগানকে নিয়ে দুর্দান্ত খবর, উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সমর্থকদের
গ্রুপ বি'র বর্তমান ছবিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। মোহনবাগান এবং ইউনাইটেড এসসি দুটো দলই গোকুলাম কেরালাকে পরাস্ত করেছে। বুধবার (১৫ অক্টোবর) মোহনবাগান এবং ইউনাইটেড এসসি দুটো দলই একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। যারা জিতবে ফাইনালে তারা ইস্টবেঙ্গল কিংবা নামধারীর বিরুদ্ধে খেলতে নামবে। ফাইনাল ম্য়াচ আগামী ১৮ অক্টোবর আয়োজন করা হবে।
আইএফএ শিল্ড ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সফল দল মোহনবাগান। ২০০৩ সালে তারা ২০ নম্বর আইএফএ শিল্ডের খেতাব জয় করেছিল।
বর্তমানে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাতে আশা করা হচ্ছে যে ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ আয়োজন করা হবে। কলকাতার এই দুই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ৫০ তম আইএফএ শিল্ড ফাইনালে খেলতে নামছে। পাশাপাশি, এই দুটো কপিই ইন্ডিয়ান সুপার লিগে খেলে।
আদৌ ফ্রি'তে দেখা যাবে ইস্টবেঙ্গল-নামধারী ম্য়াচ?
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইস্টবেঙ্গল-নামধারী ম্য়াচটি কিশোর ভারতী স্টেডিয়ামে বেলা আড়াইটে থেকে শুরু হবে। আপনারা এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং SSEN অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন। তবে সেটা একেবারেই নিখরচায় হবে না। আপনাকে ৯৯ টাকা খরচ করতে হবে।