/indian-express-bangla/media/media_files/2025/10/24/east-bengal-fc-20-2025-10-24-09-18-51.jpg)
সুপার কাপের আগে চরম সমস্যায় ইস্টবেঙ্গল
East Bengal FC: হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী শনিবার (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ২০২৫ সুপার কাপ (Super Cup 2025) টুর্নামেন্ট। আর টুর্নামেন্টের প্রথম দিনই খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। সেকারণে ইতিমধ্যে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, এ কী! গোয়ায় অনুশীলনের জন্য একটা ঠিকঠাক মাঠ পাচ্ছে না ইস্টবেঙ্গল? ব্যাপারটা নিয়ে দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) ইতিমধ্যে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন।
East Bengal FC News Update: ইস্টবেঙ্গলের কাটা ঘায়ে নুনের ছিটে, সমর্থকদের জন্য চরম দুঃসংবাদ!
কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আইএফএ শিল্ড পরাজয়ের পর থেকে ইস্টবেঙ্গল এফসি একাধিক অভ্যন্তরীন ঝামেলায় জড়িয়ে পড়েছে। তারমধ্যে অন্যতম অস্কার ব্রুজোঁ বনাম সন্দীপ নন্দী দ্বৈরথ। তবে যাবতীয় বিতর্ককে দুরে সরিয়ে, আপাতত সুপার কাপের উপরেই ফোকাস করতে চায় গোটা দল। কারণ একটা টুর্নামেন্ট জিততে পারলেই অনেকটা সমস্যার সমাধান হবে। আর সেকারণে গোয়ায় জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে অস্কার ব্রুজোঁর দল।
East Bengal FC News: ইস্টবেঙ্গলের 'গৃহযুদ্ধে' ঘৃতাহুতি, ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা সংগ্রামের
কিন্তু, সমস্যার সূত্রপাত এখানেই। ইতিপূর্বে, তিন দিনে মোট তিনটে আলাদা মাঠে অনুশীলন করতে হয়েছে ইস্টবেঙ্গল এফসি-কে। এরমধ্যে তৃতীয় দিন ক্যান্ডোলিমের একটি মাঠ ইস্টবেঙ্গল অনুশীলনের জন্য নির্বাচন করা হয়। কিন্তু, এই মাঠটি অনুশীলনের জন্য একেবারেই অনুপযুক্ত ছিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এহেন আচরণ একেবারে মেনে নিতে পারেননি ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোঁ। তিনি ক্ষোভে ফেটে পড়েন। অবস্থা বেগতিক হতেই সঙ্গে সঙ্গে মাঠ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এআইএফএফ। অবশেষে সালভাদোর দো মুন্ডো পঞ্চায়েত গ্রাউন্ডে অনুশীলন সারে লাল-হলুদ ব্রিগেড।
এই মাঠটি যে মন্দের ভাল, তা একপ্রকার বলা যেতে পারে। পছন্দও হয়েছে অস্কারের। যদিও এই মাঠেও রয়েছে একাধিক সমস্যা। ফুটবলারদের জন্য নেই কোনও ড্রেসিংরুম। পাশাপাশি, মাঠের ভাড়াও ইস্টবেঙ্গলকে নিজেদের পকেট থেকেই খরচ করতে হচ্ছে। শোনা যাচ্ছে, অন্য মাঠগুলোর তুলনায় যেহেতু এই মাঠের পরিস্থিতি ভাল, সেকারণে অস্কার সিদ্ধান্ত নিয়েছেন যে টুর্নামেন্টের বাকি অনুশীলনও অস্কার এখানেই সারবেন।
East Bengal FC Controversy: 'ইস্টবেঙ্গলকে শেষ করে দেবে অস্কার...', বিস্ফোরক বাংলার তারকা ফুটবলার
সুপার কাপে ইস্টবেঙ্গল এফসি-র সূচি
- ২৫ অক্টোবর: বনাম ডেম্পো এসসি (বিকেল সাড়ে ৪টে)
- ২৮ অক্টোবর: বনাম চেন্নাইন এফসি (বিকেল সাড়ে ৪টে)
- ৩১ অক্টোবর: বনাম মোহনবাগান সুপার জায়ান্ট (সন্ধ্যা সাড়ে ৭টা)
আইএফএ শিল্ড আপাতত অতীত। এবার সুপার কাপকেই পাখির চোখ করে এগিয়ে যেতে চায় ইস্টবেঙ্গল এফসি। শিল্ড ফাইনালে দল যে ভুলভ্রান্তি করেছিল, সেগুলো ফের বুঝিয়ে দেন কোচ অস্কার। এবার কি ইস্টবেঙ্গল তাদের হৃত গৌরব ফিরে পাবে? সেটা আপাতত সময়ের অপেক্ষা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us