East Bengal FC: ইস্টবেঙ্গলে এবার 'জাপানি বোমা', সামুরাই যুদ্ধের হুঙ্কার লাল-হলুদ ব্রিগেডের!

East Bengal FC News: লাল-হলুদ ব্রিগেডের আক্রমণভাগে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের জায়গায় খেলবেন ইবুসুকি। লাল-হলুদ ব্রিগেডের আক্রমণভাগে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের জায়গায় খেলবেন ইবুসুকি।

East Bengal FC News: লাল-হলুদ ব্রিগেডের আক্রমণভাগে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের জায়গায় খেলবেন ইবুসুকি। লাল-হলুদ ব্রিগেডের আক্রমণভাগে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের জায়গায় খেলবেন ইবুসুকি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hiroshi Ibusuki East Bengal

ইস্টবেঙ্গলের নয়া জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি

East Bengal FC: জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকিকে (Hiroshi Ibusuki) ২০২৫-২৬ মরশুমের জন্য ফ্রি ট্রান্সফারে সই করাল ইস্টবেঙ্গল এফসি। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ক্লাবের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে।  

Advertisment

লাল-হলুদ ব্রিগেডের আক্রমণভাগে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের (Dimitrios Diamantakos) জায়গায় খেলবেন ইবুসুকি। চলতি মাসের শুরুতেই দিমিকে ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

৩৪ বছর বয়সি এই জাপানি ফরোয়ার্ড সম্প্রতি ওয়েস্টার্ন ইউনাইট দলের হয়ে এ-লিগে খেলেছিলেন। কিন্তু, ক্লাবটি ভেঙে যাওয়ার পর দলের প্রত্যেক ফুটবলার এবং হেড কোচকে রিলিজ করে দেওয়া হয়েছে।

Advertisment

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে কী বললেন ইবুসুকি?

কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাবে যোগদান করেই কার্যত হুঙ্কার ছাড়লেন ইবুসুকি। তিনি বললেন, 'এই ক্লাবের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। পাশাপাশি সমর্থকদের ভালবাসাও অকৃত্রিম। আর সেকারণেই ইস্টবেঙ্গল এশিয়া ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব। এমন একটি সুপ্রসিদ্ধ ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আশা করছি, আগামী টুর্নামেন্টগুলোয় এই ক্লাবকে জেতাতে সাহায্য করব।'

East Bengal FC: আজকের দিনেই ইতিহাস গড়েছিল ইস্টবেঙ্গল! আপনাদের মনে আছে সেকথা?

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমার বেশ কয়েকজন সতীর্থ ইতিপূর্বে এই ইস্টবেঙ্গল ক্লাবে সাফল্যের স্বাদ চেখে গিয়েছে। আমি আপাতত তাদেরই পদাঙ্ক অনুসরণ করার জন্য় মুখিয়ে রয়েছি।'

East Bengal FC News: কথা রাখল ইস্টবেঙ্গল, সমর্থকদের কথা ভেবে এমন কাজই করল লাল-হলুদ ব্রিগেড!

প্রসঙ্গত, জাপানের কাশিওয়া রেসল ক্লাবের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ইবুসুকি। এরপর ২০০৯ সালে তাঁর ইউরোপিয় যাত্রা শুরু হয়। যোগ দেন স্পেনের জিরোনা এফসি ক্লাবে। এর ঠিক ২ বছর পর সেভিলা এফসিতে যোগ দেন তিনি। এরপর আবারও জাপানে ফিরে আসেন। অ্যালবিরেক্স নিগাতা, জেইএফ ইউনাটেড চিবা, শোনান বেলামারে এবং শিমিজ়ু এস-প্লাস ক্লাবের হয়ে খেলেছেন তিনি। 

East Bengal FC: ম্লান হল হিরের দ্যুতি, ডুরান্ডের বদলা কলকাতা লিগে নিল ইস্টবেঙ্গল

ইবুসুকির প্রশংসায় পঞ্চমুখ ব্রুজোঁ

ইস্টবেঙ্গল এফসি দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ বললেন, 'হিরোশি যথেষ্ট অভিজ্ঞ একজন ফুটবলার। সেন্টার ফরোয়ার্ড পজিশনে ও দুরন্ত পারফরম্য়ান্স করে। মাঠে ওর উপস্থিতি, ফুটবল দক্ষতা এবং এরিয়াল বল দখল করার ক্ষমতা গোটা ম্য়াচের রং বদলে দেয়। বিভিন্ন দেশের সেরা-সেরা ক্লাবের হয়ে ও খেলেছে। ফিনিশার হিসেবেও যথেষ্ট নামডাক রয়েছে।'

Hiroshi Ibusuki East Bengal FC