Mohammed Rashid Miguel Figueira Kevin Sibille Joins East Bengal FC: বৃহস্পতিবার রাতে তারকা বিদেশি কলকাতায় আসতেই জল্পনা ছড়িয়েছিল। ওইদিন রাতেই এক্স হ্যান্ডেলে একটি ভিডিও-তে ত্রয়ীকে বিদেশিকে সই করানোর ইঙ্গিত দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। শেষপর্যন্ত জল্পনা সত্যি করে নয়া বিদেশি ত্রয়ীকে সামনে আনল লাল-হলুদ শিবির। তিন বিদেশি ফুটবলার ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা, প্যালেস্তাইনের মহম্মদ রশিদ এবং আর্জেন্টিনার কেভিন সিবিয়ের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল (East Bengal FC)। একবছরের চুক্তি এই তিন বিদেশি লাল-হলুদ জার্সিতে খেলবেন।
ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Transfer Update) তরফে জানানো হয়েছে এই তিন বিদেশির জার্সির নম্বর। মিগুয়েল পরবেন ৮ নম্বর জার্সি, রশিদ পরবেন ৭৪ এবং সিবিয়ে পরবেন ৬ নম্বর জার্সি। বিদেশি ত্রয়ীকে দলে স্বাগত জানিয়ে ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থাংবই সিংটো বলেন, “মিগুয়েল, রশিদ এবং কেভিন তিনজনেই ফুটবলার হিসাবে প্রমাণিত। এই রিক্রুটমেন্ট আমাদের ভিশনের প্রতিফলন, যেখানে আমরা এমন ম্যাচ উইনারদের খুঁজছি যারা পার্থক্য গড়ে দিতে পারে। কোচ অস্কার এই ফুটবলারদের দলে চেয়েছিলেন কারণ তাঁরা তাঁর কৌশলগত ছকে পুরোপুরি মানিয়ে নিতে পারে। আমরা তাঁদের দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি তাঁরা দলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে।”
আরও পড়ুন মাঝরাতে শহরে এলেন রশিদ, বিমানবন্দরে উচ্ছ্বাসের ঢল লাল-হলুদ সমর্থকদের
মিগুয়েল ফিগুয়েরা, একজন দুর্ধর্ষ মিডফিল্ডার, যিনি স্কিলফুল ও রক্ষণাত্মক ভারসাম্যের জন্য পরিচিত, কোচ অস্কার ব্রুজোর অধীনে আবারও খেলতে চলেছেন। এর আগে তিনি বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন। টানা তিনটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং দুটি ইন্ডিপেনডেন্স কাপ জিতেছেন। বসুন্ধরায় খেলার আগে মিগুয়েল ব্রাজিলিয়ান সিরি-বি ক্লাব গোইয়াস ইসির প্রতিনিধিত্ব করেছেন। বসুন্ধরার হয়ে তার ৬৪ ম্যাচে ৩৭টি গোল ও ২৬টি অ্যাসিস্ট রয়েছে।
মহম্মদ রশিদ, প্যালেস্তাইনের জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার, তাঁর রক্ষণাত্মক দৃঢ়তা এবং ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে ইস্টবেঙ্গল শিবিরে এসেছেন। গত বছর এএফসি এশিয়ান কাপে প্যালেস্তাইনকে শেষ ষোলোতে তুলতে বড় ভূমিকা ছিল তাঁর। তিনি সর্বশেষ খেলেছেন ইন্দোনেশিয়ার সুপার লিগ ক্লাব পার্সেবায়া সুরাবায়ার হয়ে, যেখানে ৩৩ ম্যাচে ৬টি গোল করেন। এর আগে তিনি খেলেছেন বালি ইউনাইটেড (ইন্দোনেশিয়া), জাবাল আল-মুকাব্বার (প্যালেস্তাইন), সুমুহা এসসি (মিশর), পার্সিব বানডুং (ইন্দোনেশিয়া), আল-জিল (সৌদি আরব), শাবাব আল-বিরেহ ও হিলাল আল-কুদস (প্যালেস্তাইন) দলের হয়ে।
আরও পড়ুন নিজেকে প্রমাণ করতে মরিয়া ইস্টবেঙ্গলের 'প্রাণভ্রমরা' দিয়ামান্তাকোস, হতে পারবেন লাল-হলুদের ত্রাতা?
কেভিন সিবিয়ে, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী রিভার প্লেট অ্যাকাডেমির ফসল। এসেছেন স্প্যানিশ ক্লাব এসডি পনফেরাদিনা থেকে। ডিফেন্সিভ দৃঢ়তা দেখিয়ে তিনি এর আগেও খেলেছেন আতলেতিকো বালেয়ারেস, সিডি কাস্তেইয়ন ও ভ্যালেন্সিয়া বি-র হয়ে। ২০২৪-২৫ মরশুমে পনফেরাদিনার হয়ে ৩২ ম্যাচে ২,৬০২ মিনিট খেলেছেন এই ২৬ বছর বয়সি ডিফেন্ডার।
এই বিদেশি সংযোজন প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) বলেন, “মিগুয়েল অ্যাটাকিং থার্ডে গেম চেঞ্জার। এখন সে তাঁর কেরিয়ারের সেরা সময়ে আছে এবং আমি আশা করি সে দুর্দান্ত দক্ষতা দেখাবে এবং গুরুত্বপূর্ণ গোল করবে। কেভিন একজন আধুনিক সেন্টার-ব্যাক। শুধু ডিফেন্সিভ দায়িত্ব নয়, বল কন্ট্রোল এবং পাসিংয়েও পারদর্শী। রশিদ অত্যন্ত ডিসিপ্লিনড ও বল জেতার ক্ষমতাসম্পন্ন ডিফেন্সিভ মিডফিল্ডার, যাঁর আছে ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস, নেতৃত্বগুণ, হাই ওয়ার্ক রেট এবং গতি। এখন সে আক্রমণেও অবদান রাখছে, দুর্দান্ত বল বাড়ানো এবং লং শটে দক্ষ।”
আরও পড়ুন আশঙ্কা সত্যি করে পিছিয়েই গেল কলকাতা ডার্বি, কবে কোথায় হবে ঘটি-বাঙালের মহারণ?
মিগুয়েল ফিগুয়েরা বলেন, “এই ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমি দারুণ খুশি। কোচ ব্রুজো এবং স্ট্রেংথ কোচ হাভিয়ের সাঞ্চেজের সঙ্গে আবার কাজ করতে পারব বলে ভাল লাগছে। তাঁরা আমার কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আশা করি দারুণ একটা সিজন কাটাব এবং এই ক্লাব ও এর সমর্থকদের জন্য ট্রফি জিতব।”
মহম্মদ রশিদ ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বলেছেন, “লাল-হলুদ পরিবারে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি ক্লাবের ট্রফি জয়ের লক্ষ্যে বড় অবদান রাখতে চাই। কলকাতায় খেলার অপেক্ষায় আছি। ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য বড় কিছু অর্জন করতে চাই। জয় ইস্টবেঙ্গল!”
কেভিন সিবিয়ে বলেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমি কলকাতায় খেলতে, ভক্তদের সঙ্গে দেখা করতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি, যা আমাদের সকলের জন্য গর্বের হবে।"