Mohammad Rashid East Bengal: মাঝরাতে শহরে এলেন রশিদ, বিমানবন্দরে উচ্ছ্বাসের ঢল লাল-হলুদ সমর্থকদের

Mohammad Rashid East Bengal: বৃহস্পতিবার মধ্যরাতে শহর কলকাতায় পা রাখেন প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ। ঠিক সওয়া ১২টা নাগাদ তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন।

Mohammad Rashid East Bengal: বৃহস্পতিবার মধ্যরাতে শহর কলকাতায় পা রাখেন প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ। ঠিক সওয়া ১২টা নাগাদ তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammad Rashid East Bengal

কলকাতায় এলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি মহম্মদ রশিদ

East Bengal FC: আগামী মরশুমে লড়াইয়ের জন্য ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে। আসন্ন মরশুমে লাল-হলুদ জার্সিতে একাধিক বিদেশি ফুটবলারকে দেখতে পাওয়া যাবে। সেই তালিকায় রয়েছেন প্যালেস্তাইনের ফুটবলার মহম্মদ রশিদ (Mohammad Rashid)। বৃহস্পতিবার (১৮ জুলাই) মধ্যরাতে তিনি শহর কলকাতায় পা রাখেন। রশিদকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের ঢল দেখতে পাওয়া যায়।

Advertisment

Mohun Bagan vs East Bengal: টাকা বাঁচাতেই কল্যাণীতে ডার্বি? বিস্ফোরক অভিযোগ মোহনবাগান কর্তাদের

বৃহস্পতিবার মধ্যরাতে শহর কলকাতায় পা রাখেন প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ। সেকারণে রাত ১০টার পর থেকেই কলকাতা বিমানবন্দরে ভিড় জমাতে শুরু করেন লাল-হলুদ সমর্থকরা। ঠিক সওয়া ১২টা নাগাদ তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। আর রশিদকে দেখামাত্র ইস্টবেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়।

Advertisment

East Bengal New Footballer: রেকর্ড ট্রান্সফার ফি-তে ইস্টবেঙ্গলে জয় গুপ্তা, টাকার অঙ্ক জানলে মাথা ঘুরবে!

বিমানবন্দরের বাইরে আসতে না আসতেই রশিদ দুই হাত জোড় করে সমর্থকদের প্রণাম করেন। এরপর ক্লাবের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। লাল-হলুদ সমর্থকরা রশিদকে কার্যত ভালবাসার জোয়ারে ভাসিয়ে দিলেন। রশিদ-রশিদ ধ্বনিতে গমগম করতে থাকে গোটা বিমানবন্দর চত্বর। অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে শেষপর্যন্ত তাঁকে কর্ডন করে গাড়ি অবধি নিয়ে যেতে হয়। এমন ভালবাসা পেয়ে রশিদ যে নিজেও যারপরনাই আপ্লুত, সেটা তাঁর চোখ-মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল।

East Bengal Transfer Update: ঘর ভাঙল ইস্টবেঙ্গলের, শত্রু শিবিরে যোগ দিলেন তারকা ফুটবলার

দেখে নিন সেই ভিডিও:

গত কয়েক মরশুম ধরে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব আশানুরূপ পারফরম্য়ান্স করতে পারেনি। ২০২৪ সালের শুরুতে কলিঙ্গ সুপার কাপ জয় ছাড়া, লাল-হলুদ ব্রিগেডের সাম্প্রতিক পারফরম্য়ান্স একেবারে নজর কাড়তে পারেনি। এমনকী, ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টেও তারা নবম স্থানে অভিযান শেষ করেছে। কিন্তু, দলের এই পারফরম্য়ান্স সমর্থকদের ভালবাসায় কোনও চিড় ধরাতে দেয়নি। বৃহস্পতিবার রাতে সেই ছবিটাই আরও একবার প্রমাণ করে দিল।

East Bengal FC: 'ইস্টবেঙ্গলকে যে কেউ বাজিয়ে চলে যাবে!', লাল-হলুদ শিবিরকে ভয়ঙ্কর আক্রমণ সুরুচি কোচের

আগামী ২৩ জুলাই থেকে বসতে চলেছে ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025) আসর। এই টুর্নামেন্টে এ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। টুর্নামেন্টের প্রথম দিনই সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মশালবাহিনী। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে এই উদ্বোধনী ম্য়াচ। এই লড়াইয়ে রশিদকে নামানো হয় কি না, সেটাই আপাতত দেখার।

East Bengal FC Durand Cup 2025 Mohammad Rashid