East Bengal FC: ডার্বির পরেও দুরন্ত ইস্টবেঙ্গল, বেহালাকে হাফ ডজন গোলে উড়িয়ে দিল লাল-হলুদ

East Bengal FC CFL 2025: মঙ্গলবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে বেহালা এসএসকে ৬-০ গোলে বিধ্বস্ত করল লাল-হলুদ ব্রিগেড।

East Bengal FC CFL 2025: মঙ্গলবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে বেহালা এসএসকে ৬-০ গোলে বিধ্বস্ত করল লাল-হলুদ ব্রিগেড।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal vs BSS: বেহালাকে ৬ গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

East Bengal vs BSS: বেহালাকে ৬ গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

East Bengal FC Thrashes Behala SS 6-0: 'ডার্বির পর হোঁচট', এই প্রচলিত ধারণাকে মিথ্যে প্রমাণ করল ইস্টবেঙ্গল (East Bengal)। ডার্বি জয়ের (Kolkata Derby 2025) রেশ কাটতে না কাটতেই ফের গোলবন্যা উপহার দিয়ে সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে দিল বিনো জর্জের ছেলেরা। মঙ্গলবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে কলকাতা লিগের (Calcutta Football League) ম্যাচে বেহালা এসএসকে ৬-০ গোলে বিধ্বস্ত করল লাল-হলুদ ব্রিগেড।

Advertisment

প্রথম থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে ইস্টবেঙ্গল (East Bengal FC)। শুরু থেকেই ডেভিড লালহানসাঙ্গা, চাকু মাণ্ডিরা বেহালার রক্ষণভাগে একের পর এক আঘাত হানতে থাকেন। ম্যাচের ১৮তম মিনিটে তন্ময় ঘোষের নিখুঁত কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করেন চাকু মাণ্ডি। ৩০ মিনিটে ডেভিডের দুরন্ত শটে ২-০ করে ফেলে লাল-হলুদ। এর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ ৩৩ মিনিটে মহম্মদ আশিক স্কোরলাইন ৩-০ করেন।

আরও পড়ুন ডার্বি শেষ হতেই 'অসভ্যতা' ইস্ট-মোহন সমর্থকদের, কল্যাণী স্টেশনে বইল রক্তগঙ্গা!

Advertisment

বিরতির আগে ৩-০ গোলে এগিয়ে থাকা ইস্টবেঙ্গলকে আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় বেহালা এসএসের পক্ষে। দ্বিতীয়ার্ধেও গতি ও নিয়ন্ত্রণে কোনও খামতি রাখেনি মশাল বাহিনী। একের পর এক আক্রমণে ছিন্নভিন্ন হয়ে যায় বিপক্ষের রক্ষণ।

আরও পড়ুন ঘুচল যাবতীয় অপমানের জ্বালা, মরশুমের প্রথম ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের

৭১ মিনিটে চতুর্থ গোলটি করেন নাসিব রহমান। এর ঠিক তিন মিনিটের ব্যবধানে দু’টি দ্রুত গোল করেন মার্ক জোথানপুইয়া (৭৪ মিনিট) ও গুইতে ভানলালপেকা (৭৫ মিনিট)। মাত্র চার মিনিটের মধ্যে ৩ গোল করে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় বেহালাকে।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৬-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। ডার্বি জয়ের পর এই সাফল্য লাল-হলুদ শিবিরে আত্মবিশ্বাস বাড়াল বইকি। কলকাতা লিগে (CFL) তাদের জয়রথ এখন ধারে কাটায় তীক্ষ্ণ, স্পষ্ট বার্তা প্রতিপক্ষদের কাছে।

আরও পড়ুন ডার্বিতে কেন সিনিয়র ফুটবলারদের রাজত্ব? যাবতীয় সমালোচনার 'যোগ্য জবাব' ইস্টবেঙ্গলের

East Bengal Calcutta Football League East Bengal FC CFL