East Bengal vs Mohun Bagan: ডার্বি শেষ হতেই 'অসভ্যতা' ইস্ট-মোহন সমর্থকদের, কল্যাণী স্টেশনে বইল রক্তগঙ্গা!

Kolkata Derby 2025: শনিবার কল্যণী স্টেডিয়ামে মরশুমের প্রথম কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ইস্টবেঙ্গল ৩-২ গোলে দুর্দান্ত জয়লাভ করেছে।

Kolkata Derby 2025: শনিবার কল্যণী স্টেডিয়ামে মরশুমের প্রথম কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ইস্টবেঙ্গল ৩-২ গোলে দুর্দান্ত জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal vs Mohun Bagan (1)

কল্যাণী স্টেডিয়ামে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ইস্ট-মোহন সমর্থকরা

Kolkata Derby: বাঙালির কাছে আবেগের অন্য নাম হল ফুটবল। আর বাংলার ফুটবল মানেই মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল (East Bengal)। এই দুই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাবের মধ্যে লড়াই চিরন্তন। আর এই আবেগের মাত্রা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই সৃষ্টি হয় এক বিশৃঙ্খল পরিবেশের। শনিবাসরীয় (২৬ জুলাই) কলকাতা ডার্বিতেও (CFL 2025-26) সেই একই ছবি দেখতে পাওয়া গেল। ম্যাচের শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। এমনকী অভিযোগ উঠেছে, একজন মেরিনার্সের নাক-মুখ ফাটিয়েও দেওয়া হয়েছে। 

Advertisment

Kolkata Derby 2025 Updates: 'যদি আবারও দরকার পড়ে...', পেত্রাতোস প্রসঙ্গে এবার মুখ খুললেন সায়ন

শনিবার নদিয়ার কল্যাণী স্টেডিয়ামে চলতি মরশুমের প্রথম কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করা হয়েছিল। খুব স্বাভাবিকভাবে এই ম্য়াচে দুই যুযুধান শিবিরে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মরশুমের প্রথম ডার্বিতে যে বিশাল একটা ভিড় হবে, সেটা আগেই আঁচ করা হয়েছিল। সেকারণে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মাঠে প্রবেশের জন্য তৈরি করা হয়েছিল দুটো আলাদা প্রবেশদ্বারও। উদ্দেশ্য, যাতে ম্যাচে শেষে কোনওভাবে দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা না বাধে।

Advertisment

East Bengal wins Kolkata Derby 2025: ঘুচল যাবতীয় অপমানের জ্বালা, মরশুমের প্রথম ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের

কিন্তু, কল্যাণী স্টেশনে তো আর কোনও নিয়মের লাগাম ছিল না। আর যে আশঙ্কা করা হয়েছিল, সেটাই শেষপর্যন্ত হল। ম্যাচের শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। জানা গিয়েছে, কল্যাণী স্টেডিয়ামে লাল-হলুদ সমর্থকরা 'জয় ইস্টবেঙ্গল' বলে চিৎকার করছিলেন। ওখানে উপস্থিত ছিলেন একদল মেরিনার্সও। আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দুই দলের সমর্থকরা নাকি একে অপরের জার্সি ছিঁড়তে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে দৌড়ে আসে রেল পুলিশ। শেষপর্যন্ত তারা গোটা পরিস্থিতি শান্ত করে। 

Kolkata Derby 2025 Highlights: ডার্বিতে হার মোহনবাগানের, কী বললেন সবুজ-মেরুনের প্রাক্তন ফুটবলার?

মোহনবাগানের ২০২৪-২৫ মরশুমের বর্ষসেরা ফুটবল সমর্থক রিপন মণ্ডলও শনিবার কল্যাণী স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানালেন, 'ডার্বি ম্য়াচে জয়ের পর ইস্টবেঙ্গল সমর্থকরা কার্যত উন্মত্ত হয়ে উঠেছিল। মোহনবাগান সমর্থকদের দেখে তারা অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছিল। আমাদের সঙ্গে বেশ কয়েকজন মহিলা সমর্থকও ছিল। আমরা বারণ করেছিলাম। তখনই ওরা আমাদের উপর হামলা চালায়। জার্সি ছিঁড়ে দেয়।'

Mohun Bagan Kolkata Derby: ডার্বির আগে ইস্টবেঙ্গলকে নিয়ে 'হেলাফেলা'! আত্ম-অহমিকায় ভুগছেন না তো বাগান কোচ?

ইতিমধ্যে দেখা যায়, একজন মোহনবাগান সমর্থকের নাক-মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই সমর্থকের নাম সুমন। আপাতত তিনি সুস্থ রয়েছেন।

East Bengal Mohun Bagan Kolkata Derby CFL 2025-26