East Bengal FC: ডার্বিতে কেন সিনিয়র ফুটবলারদের রাজত্ব? যাবতীয় সমালোচনার 'যোগ্য জবাব' ইস্টবেঙ্গলের

Kolkata Derby 2025: শনিবাসরীয় (২৬ জুলাই) কলকাতা ডার্বিতে বাজিমাত করেছে ইস্টবেঙ্গল এফসি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে তারা ৩-২ গোলে পরাস্ত করেছে।

Kolkata Derby 2025: শনিবাসরীয় (২৬ জুলাই) কলকাতা ডার্বিতে বাজিমাত করেছে ইস্টবেঙ্গল এফসি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে তারা ৩-২ গোলে পরাস্ত করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Debjit Mazumder East Bengal

ইস্টবেঙ্গল এফসি-র গোলকিপার দেবজিৎ মজুমদার

Kolkata Derby: শনিবাসরীয় (২৬ জুলাই) কলকাতা ডার্বিতে বাজিমাত করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) তারা ৩-২ গোলে পরাস্ত করেছে। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেছেন জেসিন টিকে (৯), সায়ন বন্দ্যোপাধ্যায় (৪৫+৬) এবং ডেভিড লালনসাঙ্গা (৬৯)। অন্যদিকে, মোহনবাগানের হয়ে একটি করে গোল করেছেন লিওয়ান কাস্তানহা (৫৫) এবং কিয়ান নাসিরি (৬৭)। সবমিলিয়ে দুটো দলের মধ্যেই যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে, তা অস্বীকার করা যায় না।

Advertisment

Kolkata Derby 2025 Updates: 'যদি আবারও দরকার পড়ে...', পেত্রাতোস প্রসঙ্গে এবার মুখ খুললেন সায়ন

ইতিমধ্যে কলকাতা ডার্বিতে পরাজয়ের পর মোহনবাগান সমর্থকদের একাংশ বলতে শুরু করেছেন, ইস্টবেঙ্গল নাকি ছোটদের ডার্বিতে সিনিয়র দল মাঠে নামিয়েছিল। বিশেষ করে লাল-হলুদ গোলকিপার দেবজিৎ মজুমদার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। তবে লাল-হলুদ কর্তারা অবশ্য এই সিদ্ধান্তের পিছনে অনৈতিক কিছু দেখতে পাচ্ছেনা। ইংরেজ মহাকবি শেক্সপিয়ারের মহান উক্তিই তাঁদের প্রধান অস্ত্র - 'এভরিথিং ইজ ফেয়ার, ইন লাভ অ্যান্ড ওয়ার।' মাঠের বাইরে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ভালবাসার সম্পর্ক থাকলেও, ৯০ মিনিটের লড়াইয়ে কেউ কাউকে এক ছটাক জমি ছাড়তে রাজি নন।

Advertisment

Kolkata Derby 2025 Highlights: ডার্বিতে হার মোহনবাগানের, কী বললেন সবুজ-মেরুনের প্রাক্তন ফুটবলার?

কোনও আক্ষেপ নেই: বিনো জর্জ

আর সেকারণেই ম্য়াচের শেষে লাল-হলুদ ব্রিগেডের কোচ বিনো জর্জ বললেন, 'ডার্বি ম্য়াচের আবেগ সবসময়ই খুব স্পেশাল। শুধুমাত্র সদস্য-সমর্থকদের কাছেই নয়, আমাদের কাছেও এই ম্য়াচের গুরুত্ব অপরিসীম। আমি একেবারে অস্বীকার করছি না, এই ম্য়াচটা জেতার জন্যই আমি সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলারকে নামিয়েছিলাম। এই ব্যাপারে আমাদের কোনও আক্ষেপ নেই।'

East Bengal Goal: পোলা নয়, একেবারে আগুনের গোলা! জোড়া গোলে বাগান তছনছ করল ইস্টবেঙ্গল

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ২২ বছর আগে এই ২৬ জুলাই আশিয়ান কাপ জয় করেছিল ইস্টবেঙ্গল। সুভাষ ভৌমিকের কোচিংয়ে ইতিহাস সৃষ্টি করেছিল লাল-হলুদ ব্রিগেড। আবারও সেই ২৬ জুলাইয়ের মঞ্চেই ডার্বি ম্য়াচে জয়লাভ করল ইস্টবেঙ্গল। এই জয়ের হাত ধরে 'গুরু' সুভাষ ভৌমিককেই কার্যত শ্রদ্ধা জানালেন বিনো জর্জ।

East Bengal Fan Viral: পিতৃবিয়োগের যন্ত্রণা ভোলাবে ইস্টবেঙ্গলের জয়, ধরাকাছা পরেই মাঠে হাজির লাল-হলুদ সমর্থক

ডার্বি জয়ের পর বিনো বললেন, 'আজকের দিনেই আশিয়ান কাপ জয় করেছিল ইস্টবেঙ্গল। ক্লাবের ইতিহাসে যুক্ত হয়েছিল এক নয়া অধ্যায়। সেকারণে আজ যদি আমরা ডার্বি ম্য়াচে হেরে যেতাম, তাহলে সেটা খুব লজ্জার ব্যাপার হত।' শনিবারের এই জয় ইস্টবেঙ্গল সমর্থকদের যে অনেকটাই স্বস্তি দেবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। শনিবারের ডার্বিতে জয়ের পর ইস্টবেঙ্গল ৫ ম্য়াচে মোট ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। উঠে এসেছে পাঁচ নম্বরে। অন্যদিকে, মোহনবাগান এখনও পর্যন্ত তিন নম্বরেই দাঁড়িয়ে রয়েছে। তারা ৬ ম্য়াচে মোট ১০ পয়েন্ট সংগ্রহ করেছে।

East Bengal FC Kolkata Derby Mohun Bagan Super Giant