/indian-express-bangla/media/media_files/2025/10/08/jay-gupta-east-bengal-2025-10-08-16-00-15.jpg)
ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করলেন জয় গুপ্তা
Jay Gupta: জয় দিয়েই ২০২৫ আইএফএ শিল্ড (IFA Shield 2025) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে তারা শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। গত বুধবার (৮ অক্টোবর) কল্যাণী স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। আর ইস্টবেঙ্গলের এই সাফল্যের পিছনে একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জয় গুপ্তার। দলের হয়ে প্রথম গোলটা তিনিই করেছিলেন।
সবচেয়ে খুশি মায়ের জন্য: জয় গুপ্তা
ম্যাচের শেষে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জয় গুপ্তা। তিনি জানালেন, 'এই সাফল্য়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। শেষপর্যন্ত লাল-হলুদ ব্রিগেডকে জেতাতে পেরে আমি খুব খুশি। তবে তার থেকেও বেশি খুশি আমার মায়ের জন্য। ইস্টবেঙ্গলের জার্সিতে ডেবিউ ম্যাচটা দেখার জন্য মাঠে এসেছেন আমার মা। আমার অধিকাংশ ডেবিউ ম্য়াচেই উনি মাঠে উপস্থিত থাকেন। মায়ের সামনে দলকে জেতাতে পেরে খুব ভাল লাগছে। এটা আমার কাছে একটা স্বপ্ন।'
East Bengal FC News: মাঠ কাঁপাল ইস্টবেঙ্গল, ডেবিউ ম্য়াচেই 'ধুঁয়াধার' জয় গুপ্তা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ম্য়াচের ২১ মিনিটে প্রথম গোলের দরজা খুলে দিলেন জয় গুপ্তা। চলতি মরশুমে এই ভারতীয় ফুটবলার এফসি গোয়া থেকে লাল-হলুদ ব্রিগেডে যোগ দিয়েছেন। গোল পোস্টের একেবারে সামনে থেকে কোনও ভুলচুক করলেন না তিনি। প্রাথমিকভাবে মিগুয়েলের ফ্রি-কিক বাঁচিয়ে দিয়েছিলেন শ্রীনিধি ডেকানের গোলকিপার। কিন্তু, বলটা প্রতিহত হয়ে চলে আসে জয় গুপ্তার পায়ে। তিনি একেবারে সামনেই দাঁড়িয়েছিলেন। নিখুঁত দক্ষতায় তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন।
East Bengal FC Today Match: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, হাটে হাঁড়ি ভাঙলেন বিনো জর্জ!
চলতি আইএফএ শিল্ডের প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গলকে জেতানোর পর জয় গুপ্তা আরও বললেন, 'আশা করছি, সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব। লাল-হলুদ সমর্থকদের জন্যই আমি এখানে এসেছি। আগেই বলেছি, এই দলের যাবতীয় দায়িত্ব আমি গ্রহণ করতে চাই। কারণ এই দলটা জয়ের যোগ্যতম দাবিদার। আশা করছি পরের ম্য়াচটাও আমরা জিততে পারব।' প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল।
What a day for the Gupta family! ❤️💛#JoyEastBengal#IFAShield | Jay Gupta pic.twitter.com/F9rUCzc85e
— East Bengal FC (@eastbengal_fc) October 8, 2025
অন্যদিকে, ছেলের খেলা দেখে জয় গুপ্তার মা'ও যথেষ্ট আনন্দিত। যদিও স্বল্প প্রশংসাতেই তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন। প্রথম গোলের পরই তিনি বললেন, 'ওর খেলা দেখে খুব ভাল লাগছে। আমি খুব খুশি।'
East Bengal FC News: আশঙ্কাই হল সত্যি! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য 'চরম দুঃসংবাদ'
উল্লেখ্য, এফসি গোয়া থেকে জয় গুপ্তাকে সই করানোর জন্য ইস্টবেঙ্গলকে কম ঝক্কি পোয়াতে হয়নি। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, জয় গুপ্তাকে সই করানোর জন্য এফসি গোয়ার হাতে তুলে দিতে হয়েছে দেড় কোটি টাকা। এর পাশাপাশি ১০ লাখ টাকা পারফরম্য়ান্স বোনাস হিসেবে যোগ করা হয়েছে। ইতিপূর্বে, এফসি গোয়া কোনও ভারতীয় ফুটবলারের জন্য এমন আকাশছোঁয়া অঙ্কের ট্রান্সফার ফি কখনও পায়নি। আইবানবাহ ডোহলিংয়ের জন্য তারা কেরালা ব্লাস্টার্সের থেকে ১.৪ কোটি টাকা ট্রান্সফার ফি পেয়েছিল। কিন্তু, এবার কেরালাকেও ছাপিয়ে গেল ইস্টবেঙ্গল এফসি।