East Bengal FC Today Match: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, হাটে হাঁড়ি ভাঙলেন বিনো জর্জ!

East Bengal FC News: শুরু হতে চলেছে ১২৫ তম আইএফএ শিল্ড প্রতিযোগিতা। বুধবার কল্যাণী স্টেডিয়ামে বসতে চলেছে উদ্বোধনী ম্য়াচের আসর। এই ম্য়াচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি।

East Bengal FC News: শুরু হতে চলেছে ১২৫ তম আইএফএ শিল্ড প্রতিযোগিতা। বুধবার কল্যাণী স্টেডিয়ামে বসতে চলেছে উদ্বোধনী ম্য়াচের আসর। এই ম্য়াচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (17)

শিল্ড অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল এফসি

East Bengal FC: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ১২৫ তম আইএফএ শিল্ড (IFA Shield 2025) প্রতিযোগিতা। বুধবার কল্যাণী স্টেডিয়ামে বসতে চলেছে উদ্বোধনী ম্য়াচের আসর। এই ম্য়াচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। খাতায়-কলমে লাল-হলুদ ব্রিগেড যে কিছুটা হলেও এগিয়ে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Advertisment

East Bengal FC News: আশঙ্কাই হল সত্যি! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য 'চরম দুঃসংবাদ'

এই ম্য়াচের আগে মঙ্গলবার (৭ অক্টোবর) সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন ইস্টবেঙ্গল দলের সহকারি কোচ বিনো জর্জ (Bino George)। যদিও এই টুর্নামেন্টে বিনো কোচিংয়ের মূল দায়িত্বেই থাকবেন। তিনি বললেন, 'এটা একটা ঐতিহাসিক টুর্নামেন্ট। ফলে এই টুর্নামেন্টের গুরুত্ব যে কতখানি, সেটা আমরা খুব ভাল করেই জানি। আমাদের দল ইতিমধ্যে ২৯ বার আইএফএ শিল্ড জয় করেছে। ডুরান্ড কাপের পর থেকে আমরা যথেষ্ট ভাল প্রস্তুতি গ্রহণ করেছি। আপাতত আমরা সকলেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।' প্রসঙ্গত, ২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল অভাবনীয় পারফরম্য়ান্স করেছে। এমনকী, গ্রুপ পর্বের শেষ ম্য়াচে তারা মোহনবাগান সুপার জায়ান্টকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা ফাইনালে উঠতে পারেনি। সেমির লড়াইয়ে তারা ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে পরাস্ত হয়।

Advertisment

East Bengal FC News: ড্র করল ইস্টবেঙ্গল, হা-হুতাশ লাল-হলুদ সমর্থকদের

শিল্ড জিতে ডুরান্ডে হতাশা ভুলতে চায় ইস্টবেঙ্গল

তবে ইস্টবেঙ্গলের কাছে ডুরান্ড কাপ আপাতত অতীত। শিল্ড জিতে তারা ডুরান্ডের হতাশা অবশ্যই ভুলতে চাইবে। এই টুর্নামেন্টের গ্রুপ এ'তে রাখা হয়েছে ইস্টবেঙ্গল এফসিকে। সঙ্গে বাকি দুটো দল হল - শ্রীনিধি ডেকান এবং নামধারী এফসি। ডুরান্ডের গ্রুপ পর্বে ইতিপূর্বে তারা নামধারীকে পরাস্ত করেছিল। আর শোনা যাচ্ছে, শ্রীনিধি ডেকান নাকি তাদের দ্বিতীয় সারির দল এই টুর্নামেন্টে খেলতে নামাবে। সেক্ষেত্রে আজ লাল-হলুদ ফুটবলাররা যে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে, তা বলা যেতেই পারে।

East Bengal FC: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, IFA শিল্ড শুরুর আগে বদলে গেল সবকিছু!

বিনো আরও যোগ করেছেন, 'আমাদের এই দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের একটি দুর্দান্ত মিশেল রয়েছে। প্রথম ম্য়াচে এমন কয়েকজন খেলতে নামছে যারা সম্প্রতি কলকাতা ফুটবল লিগ জয় করেছে। ফলে গোটা দলটাই একেবারে আত্মবিশ্বাসে পরিপূর্ণ। সুপার কাপের আগে এই আইএফএ শিল্ড প্রতিযোগিতা আমাদের চূড়ান্ত প্রস্তুতি সারতে সাহায্য করবে।'

East Bengal FC: লক্ষ্মী পুজোর আগেই আসছে 'সুখবর'? আনন্দে নাচছেন ইস্টবেঙ্গল সমর্থকরা

অন্যদিকে ইস্টবেঙ্গলের মিডফিল্ড জেনারেল মহম্মদ রশিদও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বললেন, 'আমাদের দলের সমর্থকরা ডুরান্ড কাপে অনেক বেশি প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারিনি। সেকারণে এই টুর্নামেন্টে আমরা ভাল পারফরম্য়ান্সের জন্য মুখিয়ে রয়েছি। সমর্থকদের জন্যই এই খেতাবটা আমরা জিততে চাই।'

IFA Shield 2025 Bino George East Bengal FC