East Bengal vs Sreenidi Deccan Highlights, IFA Shield 2025: জয়যাত্রা শুরু ইস্টবেঙ্গলের, ৪ গোলের মালা পরাল শ্রীনিধি ডেকানকে

East Bengal FC: আইএফএ শিল্ড অভিযান বেশ ধামাকাদার মেজাজেই করল ইস্টবেঙ্গল এফসি। বুধবার (৮ অক্টোবর) তারা শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড শেষপর্যন্ত ৪-০ গোলে জয়লাভ করে।

East Bengal FC: আইএফএ শিল্ড অভিযান বেশ ধামাকাদার মেজাজেই করল ইস্টবেঙ্গল এফসি। বুধবার (৮ অক্টোবর) তারা শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড শেষপর্যন্ত ৪-০ গোলে জয়লাভ করে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC

দ্বিতীয়ার্ধে একটি করে গোল করলেন জিকসন সিং এবং হামিদ আহদাদ

East Bengal FC: আইএফএ শিল্ড (IFA Shield 2025) অভিযান বেশ ধামাকাদার মেজাজেই করল ইস্টবেঙ্গল এফসি। বুধবার (৮ অক্টোবর) তারা শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড শেষপর্যন্ত ৪-০ গোলে জয়লাভ করে। একটি করে গোল করলেন জয় গুপ্তা, মার্তন্ড রায়না, হামিদ আহদাদ এবং জিকসন সিং। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামবে। তারা কেমন পারফরম্য়ান্স করে, সেটাই এখন দেখার।

Advertisment

East Bengal FC Goal: আগুন খেলা ইস্টবেঙ্গলের, জয়-মার্তন্ডের গোলে জ্বলল মশাল

প্রথম গোল

এই ম্য়াচের শুরু থেকেই ইস্টবেঙ্গল ফুটবলারদের দাপট দেখতে পাওয়া গেল। ম্য়াচের ২১ মিনিটে প্রথম গোলের দরজা খুলে দিলেন জয় গুপ্তা। চলতি মরশুমে এই ভারতীয় ফুটবলার এফসি গোয়া থেকে লাল-হলুদ ব্রিগেডে যোগ দিয়েছেন। গোল পোস্টের একেবারে সামনে থেকে কোনও ভুলচুক করলেন না তিনি। প্রাথমিকভাবে মিগুয়েলের ফ্রি-কিক বাঁচিয়ে দিয়েছিলেন শ্রীনিধি ডেকানের গোলকিপার। কিন্তু, বলটা প্রতিহত হয়ে চলে আসে জয় গুপ্তার পায়ে। তিনি একেবারে সামনেই দাঁড়িয়েছিলেন। নিখুঁত দক্ষতায় তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন।

Advertisment

East Bengal FC Today Match: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, হাটে হাঁড়ি ভাঙলেন বিনো জর্জ!

দ্বিতীয় গোল

প্রথম গোলের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের গর্জন ইস্টবেঙ্গলের। ৩৬ মিনিটে মশালবাহিনীর স্কোর ডাবল করলেন মার্তন্ড রায়না। বিপিন সিংয়ের একটা ভাসানো ডেলিভারি থেকে নিখুঁত একটি ড্রপ হেড করলেন তিনি। হাফটাইমের ঠিক আগে ইস্টবেঙ্গলকে ২-০ গোলের লিড এনে দিলেন তিনি। ডেকান গোলরক্ষক আদিলের পক্ষে বলটা ধরা একেবারেই সহজ ছিল না।

East Bengal FC News: আশঙ্কাই হল সত্যি! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য 'চরম দুঃসংবাদ'

তৃতীয় গোল

আশা করা হয়েছিল, ম্যাচের দ্বিতীয়ার্ধে শ্রীনিধি ডেকান হয়ত কিছুটা হলেও কামব্যাক করতে পারবে। কিন্তু, তেমন কোনও ছবি একেবারেই দেখতে পাওয়া গেল না। বরং ইস্টবেঙ্গলের দাপট আরও বেড়ে যায়। খেলা শুরু হতে না হতেই তৃতীয় গোল করল ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে ৩-০ গোলে ব্যবধান বাড়ালেন হামিদ আহদাদ। ভলি থেকে অসাধারণ একটি ফিনিশ করলেন হামিদ। এই ম্য়াচে দ্বিতীয় গোলের ক্ষেত্রেও অ্যাসিস্ট করলেন বিপিন সিং। আহদাদের শট শ্রীনিধি ডেকানের গোলকিপার আদিল সেভ করার কার্যত চেষ্টাই করলেন না।

East Bengal FC News: ড্র করল ইস্টবেঙ্গল, হা-হুতাশ লাল-হলুদ সমর্থকদের

চতুর্থ গোল

৫১ মিনিটে চতুর্থ তথা শেষ গোলটি এল ইস্টবেঙ্গলের ঝুলিতে। গোলদাতা জিকসন সিং। জিকসনের মাথার নিখুঁত টাচ বলের গতি কার্যত কামানের গোলার মতো করে দিল। নেটের একবারে কোনে গিয়ে তা আছড়ে পড়ে। আই-লিগ দলের কাছে এমন হামলার কোনও জবাবই কার্যত ছিল না। সবমিলিয়ে ইস্টবেঙ্গল যে প্রথম ম্যাচে দাপুটে পারফরম্য়ান্স করল, তা বলা যেতেই পারে।

East Bengal FC