East Bengal New Footballer: 'বাংলা জানেন?', শুনেই মুচকি হাসি, কী বললেন লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা?
East Bengal FC: রবিবার (২০ জুলাই) থেকে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল এফসি। দলের হেড কোচ অস্কার ব্রুজোঁর তত্ত্বাবধানে অনুশীলনে নামল লাল-হলুদ ব্রিগেড।
East Bengal FC: রবিবার (২০ জুলাই) থেকে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল এফসি। দলের হেড কোচ অস্কার ব্রুজোঁর তত্ত্বাবধানে অনুশীলনে নামল লাল-হলুদ ব্রিগেড।
East Bengal FC: রবিবার (২০ জুলাই) থেকে ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল এফসি। দলের হেড কোচ অস্কার ব্রুজোঁর তত্ত্বাবধানে অনুশীলনে নামল লাল-হলুদ ব্রিগেড। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে গা ঘামালেন ফুটবলাররা। তবে যে দুজনের উপর লাল-হলুদ সমর্থকদের চোখ ছিল, তাঁরা হলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira) এবং আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিল।
Advertisment
এই দুই ফুটবলারকে নিয়েই ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশা একেবারে পাহাড়প্রমাণ। গত কয়েক মরশুমে মশালবাহিনী একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। এবার গোটা দলই সাফল্যের চাবিকাঠি খুঁজতে মরিয়া। মরিয়া দলের সমর্থকরাও। আর তাই রবিবারের পড়ন্ত বিকেলবেলা বুকভরা আশা নিয়ে তাঁরা দলের অনুশীলন দেখতে এসেছিল। চাহিদা একটাই। যাবতীয় ব্য়র্থতাকে চুরমার করে নতুন ভোরের স্বপ্ন দেখতে চায়।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মিগুয়েল ইতিপূর্বে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলতেন। আর এই ক্লাবেই কোচিং করাতেন অস্কার ব্রুজোঁও। ফলে সেই পুরনো জুটি আরও একবার ৯০ মিনিটের লড়াইয়ে ম্য়াজিক দেখাতে পারে কি না, আপাতত সেটাই দেখার।
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বাংলাদেশে খেলার সময় বাঙালি সতীর্থদের থেকে কিছুটা হলেও এই ভাষাটা নাকি রপ্ত করেছেন ইস্টবেঙ্গলের নয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রবিবার অনুশীলনের পর এই ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। মিগুয়েল কি সত্যিই বাংলা ভাষাটা কিছুটা হলেও জানেন? জবাবে খানিক মুচকি হাসলেন তিনি। ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা যে আরও বাড়িয়ে দিলেন, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।
উল্লেখ্য, আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। আর সেকারণে আপাতত গোটা সল্টলেক স্টেডিয়াম জুড়ে সাজো-সাজো রব শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। শুরুটা যে অস্কার জয় দিয়েই করতে চান, সেটা অস্কারের চোখে-মুখে স্পষ্ট ছিল। মাঠে কতটা প্রমাণ করতে পারেন, সেইদিকে সকলের নজর রয়েছে।