East Bengal FC: ডুরান্ড জেতার লক্ষ্যে মরিয়া ইস্টবেঙ্গল, প্র্যাকটিসে নেমে পড়লেন মিগুয়েল-সিবিয়েরা

East Bengal Durand Cup 2025: ২৩ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। তার আগে রবিবার পুরো দল নিয়ে প্র্যাকটিসে নেমে পড়লেন কোচ অস্কার ব্রুজো। ছিলেন তিন নয়া বিদেশি রশিদ, সিবিয়ে এবং মিগুয়েল।

East Bengal Durand Cup 2025: ২৩ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। তার আগে রবিবার পুরো দল নিয়ে প্র্যাকটিসে নেমে পড়লেন কোচ অস্কার ব্রুজো। ছিলেন তিন নয়া বিদেশি রশিদ, সিবিয়ে এবং মিগুয়েল।

author-image
Koushik Biswas
New Update
East Bengal Practice: মহম্মদ রশিদ, কেভিন সিবিয়ে, মিগুয়েল ফিগুয়েরারা এদিন প্র্যাকটিস করেন

East Bengal Practice: মহম্মদ রশিদ, কেভিন সিবিয়ে, মিগুয়েল ফিগুয়েরারা এদিন প্র্যাকটিস করেন

East Bengal FC News: ২৩ জুলাই ডুরান্ড কাপের (Durand Cup 2025) উদ্বোধনী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ শিবির। প্রথম ম্যাচের আগে পূর্ণ শক্তি নিয়ে প্র্যাকটিসে নেমে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal FC)। ইস্টবেঙ্গলে দলে যোগ দেওয়া নয়া বিদেশি ফুটবলাররাও রবিবার প্র্যাকটিসে নেমে পড়েন। মহম্মদ রশিদ, কেভিন সিবিয়ে, মিগুয়েল ফিগুয়েরারা এদিন প্র্যাকটিস করেন। কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) এদিন পুরো দল নিয়ে অনুশীলন করেন। শহরে আসা বাকি আছে মরক্কোর ফুটবলার হামিদ আহদাদের। অনুশীলনে নানা মুহূর্ত ধরা পড়ল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ক্যামেরায়।

Advertisment

শুক্রবারই তিন বিদেশি ফুটবলারকে সামনে এনেছে ইস্টবেঙ্গল। প্যালেস্তাইনের ফুটবলার মহম্মদ রশিদ, আর্জেন্টিনার কেভিন সিবিয়ে এবং ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা। এঁদের মধ্যে একমাত্র মিগুয়েলের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে কোচ অস্কারের। দুজনেই আগে বাংলাদেশের বসুন্ধরা কিংসে ছিলেন। অস্কারের কোচিংয়ে বসুন্ধরাতে খেলতেন মিগুয়েল। ওই টিমের আরেক ব্রাজিলিয়ান ফুটবলার রবসনকে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দলে যোগ দিতে বাকি রয়েছে মরক্কোর হামিদ আহদাদের। ইস্টবেঙ্গল সূত্রে খবর, তিনিও সম্ভবত এসে পড়েন আজকালের মধ্যে।

আরও পড়ুন দলবদলে 'ত্রয়ী' চমক ইস্টবেঙ্গলের, মেসি-নেইমারের দেশের ফুটবলার লাল-হলুদে

Advertisment

 

East Bengal FC: প্র্যাকটিসের মাঝে সাময়িক বিরতি বিদেশি ফুটবলারদের
East Bengal FC: প্র্যাকটিসের মাঝে সাময়িক বিরতি বিদেশি ফুটবলারদের

 

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা রাখেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। রবিবারই তিনি পুরো দল নিয়ে মাঠে নেমে পড়েন প্র্যাকটিস করতে।  এসে গিয়েছেন সাউল ক্রেসপো। তিনিও এদিন অনুশীলন করেন। এর পাশাপাশি আরও দুই নয়া ফুটবলার রামসঙ্গা এবং মার্তন্ড রায়না প্র্যাকটিসে উপস্থিত ছিলেন। ইস্টবেঙ্গল সূত্রে খবর, ডুরান্ড কাপে পূর্ণ শক্তির দলই তারা নামাচ্ছে। গত মরশুমে ট্রফিহীন গেছে লাল-হলুদ শিবিরের। তাই এবার মরশুমের শুরুতে ডুরান্ড কাপ জেতার লক্ষ্য নিয়ে নামছে ইস্টবেঙ্গল। 

আরও পড়ুন নিজেকে প্রমাণ করতে মরিয়া ইস্টবেঙ্গলের 'প্রাণভ্রমরা' দিয়ামান্তাকোস, হতে পারবেন লাল-হলুদের ত্রাতা?

রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের ২ নম্বর প্র্যাকটিস গ্রাউন্ডে ঘাম ঝরান ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এই যুবভারতী স্টেডিয়ামেই বুধবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি। বিকেল সাড়ে পাঁচটা থেকে এই ম্যাচ হবে। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি টেন স্পোর্টসে। এছাড়াও ডুরান্ড কাপের জন্য মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি বাংলার এই চার দলের সমর্থকদের জন্য প্রত্যেক ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হয়েছে।

আরও পড়ুন মাঝরাতে শহরে এলেন রশিদ, বিমানবন্দরে উচ্ছ্বাসের ঢল লাল-হলুদ সমর্থকদের

East Bengal East Bengal FC Oscar Bruzon Durand Cup 2025