/indian-express-bangla/media/media_files/2025/04/18/aaFOEnTzjsbrFk6uR2LC.jpg)
ইস্টবেঙ্গলে আরও ২ বছর খেলবেন পিভি বিষ্ণু
PV Vishnu: আগামী ২ বছরের জন্য ইস্টবেঙ্গল এফসি'তে (East Bengal FC) সই করলেন লাল-হলুদের প্রাণভ্রমরা পিভি বিষ্ণু। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল যে বিষ্ণু নাকি মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giant) যোগ দিতে পারেন। কিন্তু, সোমবারই (৭ জুলাই) যাবতীয় জল্পনার অবসান হল। জানা গিয়েছে, আগামী ২০২৭-২৮ মরশুম পর্যন্ত বিষ্ণু ইস্টবেঙ্গল ক্লাবের হয়েই খেলবেন।
একথাই বললেন বিষ্ণু
মশালবাহিনীর সঙ্গে চুক্তি বাড়ার পর বিষ্ণু বললেন, 'একজন ফুটবলার হিসেবে আমার যতটুকু উন্নতি হয়েছে, তার পিছনে ইস্টবেঙ্গল এফসি-র ভূমিকা অনস্বীকার্য। আমার শ্রীবৃদ্ধি যেমন লালন-পালন করেছে, তেমনই আরও ভাল ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। ইমামি ইস্টবেঙ্গল এফসি ম্য়ানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ। সেইসঙ্গে আমি প্রত্যেক লাল-হলুদ সমর্থককে ধন্যবাদ জানাতে চাই। কারণ ওঁরা সবসময় আমার পাশে থেকেছে। আমার উপর বিশ্বাস রেখেছে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আজ আমি যতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, সেটা এই ক্লাবের জন্যই। কথা দিচ্ছি, আগামী ভবিষ্যতে যতটা পারব, এই ক্লাবের সম্মান আরও বাড়ানোর চেষ্টা করব।'
East Bengal FC: 'ইস্টবেঙ্গলকে নিয়ে ডুগডুগি বাজাতাম...', বিতর্কিত মন্তব্য সুরুচি কোচের
কী বললেন অস্কার ব্রুজোঁ?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪-২৫ মরশুমে পিভি বিষ্ণু ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে ৪ গোল করেছিলেন। অন্যদিকে, বিষ্ণুর চুক্তি বৃদ্ধিতে খুশি লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ অস্কার ব্রুজোঁও। তিনি বললেন, 'বিষ্ণু আমাদের ক্লাবের একটি মূল্যবান সম্পদ। সেকারণে ওর সঙ্গে চুক্তি বৃদ্ধি করাই আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল। বিষ্ণুর মধ্যে অপরিসীম দক্ষতা রয়েছে। নির্ভীক ফুটবল খেলতে ভালবাসে। আর ম্যাচ জেতানোর ক্ষমতাও রয়েছে। যদি আগামীদিনে ও এভাবেই উন্নতি করতে পারে, তাহলে অবশ্য়ই একদিন না একদিনে দেশের সেরা উইঙ্গারের তালিকায় ওর নাম লেখা হবে।'