East Bengal Squad: ডুরান্ডে বিরাট চমক ইস্টবেঙ্গলের! প্রথম ম্যাচেই ৬ বিদেশিকে নামাচ্ছেন অস্কার?

East Bengal squad 2025: গত কয়েকবছর ধরে লাল-হলুদ ব্রিগেড সাফল্য একেবারে অর্জন করতে পারেনি। সেকারণে সমর্থকদের পাশাপাশি সমর্থকরাও যারপরনাই হতাশ। এবার ইস্টবেঙ্গল কেমন দল মাঠে নামাচ্ছে, তা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মনে কৌতূহল জন্মাতে শুরু করেছে।

East Bengal squad 2025: গত কয়েকবছর ধরে লাল-হলুদ ব্রিগেড সাফল্য একেবারে অর্জন করতে পারেনি। সেকারণে সমর্থকদের পাশাপাশি সমর্থকরাও যারপরনাই হতাশ। এবার ইস্টবেঙ্গল কেমন দল মাঠে নামাচ্ছে, তা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মনে কৌতূহল জন্মাতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC

ডুরান্ডের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি

East Bengal FC: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৫ ডুরান্ড কাপ (Durand Cup 2025)। প্রথম ম্য়াচেই খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরুর ফুটবল ক্লাব সাউথ ইউনাইটেড এফসি। গত কয়েকবছর ধরে লাল-হলুদ ব্রিগেড সাফল্য একেবারে অর্জন করতে পারেনি। সেকারণে সমর্থকদের পাশাপাশি সমর্থকরাও যারপরনাই হতাশ। এই পরিস্থিতিতে আসন্ন টুর্নামেন্টে ইস্টবেঙ্গল কেমন দল মাঠে নামাচ্ছে, তা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মনে কৌতূহল জন্মাতে শুরু করেছে।

Advertisment

ইস্টবেঙ্গলের বিদেশি কোটা ইতিমধ্যে পূরণ হয়ে গিয়ে। মরক্কোর গোলমেশিন হামিদ আহদাদ ছাড়া বাকি সকলেই কলকাতায় চলে এসেছেন। আশা করা হচ্ছে, আহদাদও খুব তাড়াতাড়ি চলে আসবেন। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল যে ডুরান্ড কাপে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে, তা বলা যেতেই পারে।

Mohun Bagan vs East Bengal: ডার্বিতে মাত্র ১০ হাজার দর্শক? IFA-কে ধুয়ে দিলেন বাংলার তারকা ফুটবলার

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবার (২০ জুলাই) যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করে দিয়েছে। গোটা দলই এই অনুশীলন সেশনে উপস্থিত ছিল। যদিও ব্রাজিলের মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা এবং আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলকে লাল-হলুদ জার্সিতে দেখতে পাওয়া গেলেও, তাঁরা অবশ্য অনুশীলনে যোগ দেননি। এই পরিস্থিতিতে আগামী বুধবারের ম্য়াচে তাঁরা খেলতে নামেন কি না, সেটাই আপাতত দেখার।

East Bengal FC: ডুরান্ড জেতার লক্ষ্যে মরিয়া ইস্টবেঙ্গল, প্র্যাকটিসে নেমে পড়লেন মিগুয়েল-সিবিয়েরা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত মোট ১৬ বার ডুরান্ড কাপের খেতাব জয় করেছে। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সফল দল তারা। যদিও প্রথম স্থানে রয়েছে মোহনবাগান। তারা এখনও পর্যন্ত ১৭ বার এই টুর্নামেন্টের খেতাব জিতেছে।

Durand Cup 2025 Ticket Price: ডুরান্ডে এবার 'খেলা হবে', টিকিটের দাম পকেট পরোটার থেকেও কম?

২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের সূচি:

  • ২৩ জুলাই: বনাম সাউথ ইউনাইটেড এফসি, বিকেল সাড়ে ৫টা (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)
  • ৬ অগাস্ট: বনাম নামধারী এফসি, সন্ধ্যা ৭টা (কিশোর ভারতী স্টেডিয়াম)
  • ১০ অগাস্ট: বনাম ইন্ডিয়ান এয়ার ফোর্স, সন্ধ্যা ৭টা (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)

East Bengal New Footballer: 'বাংলা জানেন?', শুনেই মুচকি হাসি, কী বললেন লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা?

উল্লেখ্য, ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্য়াচে টিকিট বিক্রির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অনলাইনে বুক মাই শো থেকে আপনি এই ম্য়াচের টিকিট কাটতে পারবেন। আর অফলাইনে টিকিট কাটতে হলে আপনাকে ইস্টবেঙ্গল বক্স অফিস এবং যুবভারতীর কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। ৫০, ১০০ এবং ২০০ টাকার টিকিট আপনি কাটতে পারেন।

East Bengal FC Durand Cup 2025