East Bengal FC Tickets: আজই শেষ সুযোগ, ফ্রি'তে টিকিট দিচ্ছে ইস্টবেঙ্গল! কীভাবে নেবেন আপনি?
East Bengal FC Tickets: বুধবার থেকে শুরু হচ্ছে ১৩৪ তম ডুরান্ড কাপ প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। জয়ের ব্যাপারে বদ্ধপরিকর লাল-হলুদ ব্রিগেড।
East Bengal FC Tickets: বুধবার থেকে শুরু হচ্ছে ১৩৪ তম ডুরান্ড কাপ প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। জয়ের ব্যাপারে বদ্ধপরিকর লাল-হলুদ ব্রিগেড।
বুধবার থেকে ডুরান্ড অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল এফসি
East Bengal FC: হাতে আর একেবারেই বেশ সময় নেই। বুধবার অর্থাৎ ২৩ জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2025) প্রতিযোগিতা। প্রথম ম্য়াচে খেলতে নামছে কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসি। তবে প্রথম ম্য়াচের আগে লাল-হলুদ সমর্থকদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম ম্য়াচে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হবে বিনামূল্যে টিকিট! হ্যাঁ, ঠিকই শুনছেন। একেবারে ফ্রি। কিন্তু, আজ অর্থাৎ মঙ্গলবারই (২২ জুলাই) সেই টিকিট সংগ্রহের শেষ দিন। কখন-কোথায়-কীভাবে সংগ্রহ করবেন সেই টিকিট, জেনে নিন এখনই।
Advertisment
গত রবিবার (২০ জুলাই) রাতে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল। সেই বিবৃতিতে ক্লাবের সাধারণ সচিব রূপক সাহা উল্লেখ করেন, 'আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়া ১৩৪ তম ডুরান্ড কাপের প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি এবং সাউথ ইউনাইটেড এফসি ক্লাব খেলতে নামছে। এই ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। এই ম্য়াচের কয়েকটা টিকিট রয়েছে, যেগুলো সমর্থকদের একেবারে বিনামূল্যে দেওয়া হবে।'
কিন্তু, রয়েছে একটি বিশেষ শর্ত। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, '২০২৫-২৬ মরশুমে যে সমর্থকদের সদস্য কার্ড রয়েছে, একমাত্র তাঁদেরকেই বিনামূল্যে দেওয়া হবে এই টিকিট। প্রত্যেকটা কার্ড পিছু ক্লাব অফিস থেকে একটি করে টিকিট দেওয়া হবে। ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ পদ্ধতিতে এই টিকিট বিতরণ করা হবে। তবে টিকিট ফুরিয়ে গেলে আর দেওয়া সম্ভব নয়।'
অর্থাৎ, আজই যে ফ্রি'তে টিকিট সংগ্রহের শেষ সুযোগ, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই উদ্যোগ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে সহ সাধারণ সচিব শান্তিরঞ্জন দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি মুঠোফোনের ওপার থেকে বললেন, 'ডুরান্ড একটা ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। যেহেতু আমাদের এখানে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, সেকারণে আমরাও চাই যে মাঠ ভর্তি করে দর্শক আসুক। ভর্তি স্টেডিয়ামের উত্তেজনা ফেরানোই আমাদের প্রাথমিক উদ্দেশ্য। আশা করছি, উদ্বোধনী ম্য়াচে একটা উৎসবের আমেজ তৈরি হবে।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের আরও বেশি করে আনন্দ দিতে চাইছি। যত বেশি দর্শক মাঠে উপস্থিত থাকবেন, খেলাটা তত বেশি উপভোগ্য হয়ে উঠবে। এটাই আমাদের উদ্দেশ্য। সল্টলেক স্টেডিয়ামে ১ লাখ দর্শক বসে খেলা দেখতে পারেন। সেখানে যদি ২০ হাজার দর্শক মাঠে আসে, তাহলে তো নিজেদেরই খারাপ লাগবে। ইস্টবেঙ্গল শিবিরে এমন ছবি একেবারেই মানায় না। সবাই মাঠে আসবে, হইহই করবে, এটাই আমাদের কাছে চেনা দৃশ্য। আশা করছি, ডুরান্ড কাপে আমরা এই ছবিটাই আরও একবার দেখতে পাব।'