East Bengal FC: চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) ইস্টবেঙ্গল এফসি এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। ইতিপূর্বে, সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে তারা ৫-০ গোলে জয়লাভ করেছিল। বুধবার (৬ অগাস্ট) তারা এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্য়াচ খেলতে নামছে। প্রতিপক্ষ নামধারী এফসি। তবে এই টুর্নামেন্টে নামধারীও যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। গত ২ ম্যাচে তারাও জয়লাভ করেছে। প্রথমে সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে, তারপর ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি-র বিরুদ্ধে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্য়াচে লড়াই যে একেবারে হাড্ডাহাড্ডি হবে, তা বলা যেতেই পারে।
East Bengal FC: ডার্বির পরেও দুরন্ত ইস্টবেঙ্গল, বেহালাকে হাফ ডজন গোলে উড়িয়ে দিল লাল-হলুদ
নামধারীর এই ফুটবলার খেলেছেন ইস্টবেঙ্গলের হয়ে
নামধারী এফসি দলে সেই অর্থে কোনও তারকা ফুটবলার নেই। কিন্তু, এমন একজন ফুটবলার রয়েছেন যিনি ইতিপূর্বে ইস্টবেঙ্গল দলের হয়ে খেলে গিয়েছেন। আপনি হয়ত ইতিমধ্যে স্মৃতির মণিকোঠায় হাতড়াতে শুরু করেছেন, কে সেই ফুটবলার? তিনি আর কেউ নন, কমলপ্রীত সিং। নামধারীর এই লেফট ব্যাক ফুটবলার ২০১৮-২০২০ মরশুম লাল-হলুদ জার্সিতে ফুটবল খেলেছিলেন।
East Bengal FC: পুলিশের ব্যারিকেডে আটকাল ইস্টবেঙ্গল, জোড়া গোলে লজ্জার হার লাল-হলুদের
বুধবারের এই হাইভোল্টেজ ম্য়াচের আগে কমলপ্রীত বললেন, 'আমরা যথেষ্ট ভাল প্রস্তুতি গ্রহণ করেছি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার জন্য দলের প্রত্যেক ফুটবলারই আপাতত মুখিয়ে রয়েছে।'
East Bengal FC: ইস্টবেঙ্গল হারতেই গালাগালির বন্যা, 'গো ব্যাক বিনো' স্লোগান সমর্থকদের
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই ম্য়াচে ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। আমরাও ২ বিদেশি ফুটবলারকে নিয়ে মাঠে নামব। এই ম্য়াচের জন্য আমরা আপাতত পুরো প্রস্তুতি। আশা করছি, এই ম্য়াচে আমরা নিজেদের ২০০ শতাংশ উজাড় করে দিতে পারব।' এরপর স্মৃতির সরণী বেয়ে কয়েক বছর পিছিয়ে গেলেন কমলপ্রীত। বললেন, 'আমি আগেও ইস্টবেঙ্গলের হয়ে খেলেছি। ফলে খুব ভাল করেই জানি যে এটা একটা সমর্থক নির্ভর ক্লাব। ক্লাবের জন্য সমর্থকরা যেভাবে চিৎকার করে, তাতেই অর্ধেক দল মোটিভেট হয়ে যায়। সমর্থকদের কারণেই গোটা দলের মধ্যে একটা ইতিবাচক আবহাওয়া থাকে। পুরনো ক্লাবের বিরুদ্ধে আবারও খেলতে নামছি। এটা খুব ভাল লাগছে। অত্যন্ত এক্সাইটেড।'