East Bengal FC: চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) শুরুটা বেশ ভাল করেছিল ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্য়াচে তারা সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে ৫-০ গোলে জয়লাভ করার পর লাল-হলুদ সমর্থকরা আশা করেছিলেন নামধারী এফসি-কে হয়ত তারা ফুঁ দিয়ে উড়িয়ে দেবে।
যেমন ভাবা, ঠিক তেমন কাজ! টুর্নামেন্টের দ্বিতীয় ম্য়াচেও গড়গড়িয়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গলের জয়রথ। বুধবার (৬ অগাস্ট) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্য়াচে ১-০ গোলে জয়লাভ করল মশালবাহিনী। মরোক্কান ফুটবলার হামিদ আহদাদের গোলে হাসি ফুটল ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে।
Sanjay Sen East Bengal: 'সুদে-আসলে মিটিয়ে দেব...', ইস্টবেঙ্গলে সম্মান পেয়ে আবেগে ভাসলেন সঞ্জয়
প্রথমার্ধ গোলশূন্য
যদিও ফুঁ দিয়ে নয়, নামধারীকে হারাতে যথেষ্টই বেগ পেতে হল ইস্টবেঙ্গলকে। এই ম্য়াচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে ম্য়াচের আসল ছবিটা কিন্তু একেবারে আলাদা ছিল। মিগুয়েল ফেরেরার শট তিনবার গোলপোস্টে লেগে ফিরে আসে! এটাকে খারাপ কপাল ছাড়া আর কীই বা বলা যায়। গোটা প্রথমার্ধ জুড়ে ইস্টবেঙ্গল ফুটবলাররা যথেষ্টই দাপটের সঙ্গে পারফরম্য়ান্স করেছে। কিন্তু, একটাও গোল তারা দাগতে পারেনি। প্রথম ৪৫ মিনিটে ইস্টবেঙ্গল যেখানে ৯ গোলমুখী শট মেরেছে, সেখানে নামধারীর শটের সংখ্যা ছিল শূন্য।
East Bengal FC: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবেন লাল-হলুদের প্রাক্তন যোদ্ধা? জল্পনা আপাতত তুঙ্গে
গোলের দরজা খুললেন হামিদ
এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকরা আশাই করছিলেন, দ্বিতীয়ার্ধে হয়ত তাদের জন্য কোনও সুখবর অপেক্ষা করে রয়েছে। আর হলও তাই। ৬৮ মিনিটে এল সেই সুখবর। এই ম্য়াচে নামধারী এফসি-র গোলরক্ষক নীরজ কুমার অবশ্যই আলাদা করে নজর কেড়েছেন। কিন্তু, এক্ষেত্রে তাঁরও কিছু করার ছিল না। বলটাকে ঘুঁসি মেরে উড়িয়ে দেওয়ার জন্য অনেকটা এগিয়ে এসেছিলেন তিনি। কিন্তু হাত এবং বলের মধ্যে সঠিক সংযোগ করতে পারেননি তিনি। ফলত, বলটা গিয়ে ঠিক হামিদ আহদাদের পায়ের সামনে পড়ে। গোল করার কয়েক মিনিট আগেই দিয়ামান্তাকোসের জায়গায় খেলতে নেমেছিলেন তিনি। কার্যত ফাঁকা গোলে একটি নিখুঁত হেড দিয়ে বলটাকে ঢুকিয়ে দেন। আর সেইসঙ্গে লাল-হলুদ সমর্থকরা একসঙ্গে চিৎকার করে ওঠে, 'গোওওওললল'।
East Bengal FC: পুলিশের ব্যারিকেডে আটকাল ইস্টবেঙ্গল, জোড়া গোলে লজ্জার হার লাল-হলুদের
এবার পয়েন্ট টেবিলের দিকে একবার তাকানো যাক। নামধারী এফসি ৩ ম্যাচের মধ্যে দুটোয় জয়লাভ করেছে। আর একটা হেরেছে। সেকারণে তারা ৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল আবার দুটো ম্য়াচ খেলে দুটোতেই জয়লাভ করেছে। তাদেরও ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। এই পরিস্থিতিতে গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা ইস্টবেঙ্গল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটা লাল-হলুদ ব্রিগেডকে যে কোনও মূল্যে জিততে হবে।