/indian-express-bangla/media/media_files/2025/10/13/mohun-bagan-super-giant-2025-10-13-14-51-43.jpg)
মোহনবাগান সুপার জায়ান্ট
Mohun Bagan Super Giant: চলতি আইএফএ শিল্ডে (IFA Shield 2025) মোহনবাগান সুপার জায়ান্টের সময়টা বেশ ভাল যাচ্ছে। প্রথম ম্য়াচে তারা গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে তারা ৫-১ গোলে জয়লাভ করেছিল। সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে দুটো করে গোল করেছিলেন জেমি ম্য়াকলারেন এবং অ্যালবার্টো রডরিগস। এছাড়া একটি গোল করেন রবসন। অন্যদিকে, গোকুলাম একটি গোল পরিশোধ করলেও সেটা এসেছে আপুইয়ার পা থেকে। সবমিলিয়ে গোটা দল একেবারে সম্পূর্ণ পারফরম্য়ান্স করেছে।
Mohun Bagan Super Giant: মোহনবাগানের জন্য দারুণ খবর, খুশিতে আত্মহারা হবেন আপনিও!
এবার শিল্ডের পরবর্তী ম্য়াচ তারা খেলতে নামবে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে। আগামী ১৫ অক্টোবর কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। তবে মেরিনার্সদের বিরুদ্ধে খেলতে নামার আগে কিছুটা হলেও সাবধানী পা ফেললেন ইউনাইটেড কলকাতার টিম ডিরেক্টর নবাব ভট্টাচার্য। আগামী ম্য়াচের প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, 'মোহনবাগান যদি আকাশের চাঁদ হয়, আমরা তাহলে পাতাল রেলের থেকেও নীচে রয়েছি।'
Mohun Bagan vs East Bengal: মেসির সামনে মোহনবাগান-ইস্টবেঙ্গল? ডার্বির আঁচে ফুটছে কলকাতা
মোহনবাগানকে এগিয়ে রাখলেন নবাব ভট্টাচার্য
আগামী ম্য়াচটা ইউনাইটেড কলকাতা দলের কাছে একেবারে মরণ-বাঁচন লড়াই। ফলে মাঠে নামার আগে কতটা চাপ অনুভব হচ্ছে? জবাবে ঠোঁটের ডগায় খানিক হাসি ঝুলিয়ে নবাব ভট্টাচার্য বললেন, 'মোহনবাগান শুধুমাত্র আমাদের থেকে গোল পার্থক্যেই এগিয়ে নেই। আমি আবারও বলব, মোহনবাগান যদি চাঁদে থাকে, আমরা তাহলে পাতাল রেলের নীচে। দুটো দলের মধ্যে ঠিক এতটাই পার্থক্য রয়েছে। ওরা সবদিক থেকে আমাদের থেকে এগিয়ে রয়েছে।'
Mohun Bagan Super Giant Win News: প্রতিবাদের মঞ্চে আগুন জয় মোহনবাগানের! গোকুলামকে পরাল ৫ গোলের মালা
সেইসঙ্গে তিনি খানিক আক্ষেপের সুরে যোগ করলেন, 'মোহনবাগানের প্র্যাকটিস জার্সির বাজেট আমার গোটা দলের বাজেটের তুলনায় বেশি। ফলে ব্যাপারটাকে ওইভাবে চিন্তা করলে হবে না। খেলাটা মাঠে হবে। ওরা ওদের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আমাদেরও নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। ওদের দল অনেক ভাল। আমাদেরও সীমাবদ্ধতা আমরা জানি। সুতরাং, আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকেই ম্যাচটা জেতার চেষ্টা করব।'
Mohun Bagan News Update: দিমি-জেমিদের সঙ্গে সেলফির আবদার, থামল মোহনবাগান সমর্থকদের প্রতিবাদের ঝড়
শেষকালে তিনি বললেন, 'নকআউট টুর্নামেন্টে যে কোনও ফলাফল হতেই পারে। আমি খুব ভাল করেই জানি, মোহনবাগান আমাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে শেষপর্যন্ত খেলাটা ১১ বনাম ১১ হবে।'