East Bengal FC News: আশঙ্কাই হল সত্যি! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য 'চরম দুঃসংবাদ'

East Bengal FC News: আগামী বুধবার থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড। প্রথম ম্য়াচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষকে নিয়ে মাথা ঘামাতে রাজি নন অস্কার। কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হবে এই ম্য়াচটি।

East Bengal FC News: আগামী বুধবার থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড। প্রথম ম্য়াচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষকে নিয়ে মাথা ঘামাতে রাজি নন অস্কার। কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হবে এই ম্য়াচটি।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (13)

আইএফএ শিল্ডে সাফল্য়ের অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা

East Bengal FC: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামীকাল অর্থাৎ বুধবার (৮ অক্টোবর) থেকে IFA শিল্ড অভিযানে নামছে ইস্টবেঙ্গল এফসি। আপাতত চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। তবে এই সবকিছুর মধ্যেও লাল-হলুদ সমর্থকদের জন্য একটা খারাপ খবর রয়েছে। আশা করা হয়েছিল, দলের ষষ্ঠ বিদেশি হিরোশি ইবোসুকি (Hiroshi Ibusuki) লক্ষ্মীপুজোর পরেই ভারতে চলে আসবেন। কিন্তু, আপাতত সেটা হচ্ছে না। কেন ভারতে আসতে পারছেন না ইস্টবেঙ্গলের নয়া 'জাপানি বোমা'? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

East Bengal News Update: শিল্ডের জন্য প্রস্তুত নয় ইস্টবেঙ্গল? চাপ বাড়ল কোচ অস্কারের

ভিসা সমস্যায় আটকে পড়েছেন হিরোশি

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ভিসা সমস্যার কারণে আটকে পড়েছেন এই জাপানি ফুটবলার। আর সেকারণে আপাতত ভারতে আসতে পারবেন না তিনি। তবে এই অপেক্ষা যে খুব একটা বেশি দীর্ঘায়িত হবে না, সেকথাও জানিয়েছে ওই সূত্র। ভিসা পাওয়ার পর কবে ভারতে আসতে পারবে, সেটা আলোচনা করা হবে। ফলে একটা ব্যাপার খুবই পরিষ্কার। আইএফএ শিল্ডের প্রথম ম্য়াচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচে অন্তত হিরোশিকে পাওয়া যাবে না। এই খবরে লাল-হলুদ সমর্থকরা কিছুটা হলেও যে হতাশ হয়ে পড়বেন, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Advertisment

East Bengal FC: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, IFA শিল্ড শুরুর আগে বদলে গেল সবকিছু!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রায় চার বছর পর আরও একবার আয়োজন করা হচ্ছে আইএফএ শিল্ড (IFA Shield 2025)। ২০২১ সালে শেষবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেই বছর চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীনিধি ডেকান এফসি। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলকে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে হবে, তা একপ্রকার বলা যেতেই পারে। এই ম্য়াচটি কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হবে।

East Bengal FC: লক্ষ্মী পুজোর আগেই আসছে 'সুখবর'? আনন্দে নাচছেন ইস্টবেঙ্গল সমর্থকরা

যদি বিরোধী শিবিরকে নিয়ে একেবারেই মাথা ঘামাতে রাজি নয় অস্কার ব্রুজোঁর দল। বর্তমানে ইস্টবেঙ্গল এফসি-র সময়টা বেশ ভাল কাটছে। সম্প্রতি তারা ২০২৫ কলকাতা ফুটবল লিগের খেতাব জয় করেছে। এমনকী, এই খেতাব জয়ের ঠিক আগের দিনই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, গত CFL মরশুমের ট্রফিটাও যেন ইস্টবেঙ্গলের হাতেই তুলে দেওয়া হয়। ফলে পরপর ২ দিনে তারা জোড়া খেতাব জয় করেছে।

Mohun Bagan vs East Bengal: সুপার কাপে কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান-ইস্টবেঙ্গল? পুজোর আগেই 'বোনাস' সমর্থকদের

পাশাপাশি এই বছর ডুরান্ড কাপেও ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্স ছিল দেখার মতো। যদিও সেমিফাইনালে তারা ডায়মন্ড হারবার এফসি'র কাছে হেরে যায়। তবে টুর্নামেন্টের 'অঘোষিত' কোয়ার্টার ফাইনালে তারা খেলতে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। এই হাইভোল্টেজ ম্য়াচে ইস্টবেঙ্গল ফুটবলারদের মুখেই দেখতে পাওয়া গিয়েছিল জয়ের হাসি। সবমিলিয়ে দলের ইতিবাচক পারফরম্য়ান্স আগামী আইএফএ শিল্ডে যে মশালবাহিনীর 'অক্সিজেন' হবে, তা বলা যেতেই পাারে।

IFA Shield 2025 Hiroshi Ibusuki East Bengal FC