/indian-express-bangla/media/media_files/2025/06/21/east-bengal-fc-fans-2025-06-21-12-58-53.jpg)
আশাহত হলেন ইস্টবেঙ্গল সমর্থকরা
East Bengal FC: সম্প্রতি কলকাতা ফুটবল লিগের খেতাব জয় করেছে ইস্টবেঙ্গল এফসি। এবার মরশুমের দ্বিতীয় খেতাব জিততে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। অর্থাৎ ২০২৫ আইএফএ শিল্ড (IFA Shield 2025)। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু প্রস্তুতিতেই ঘটল চরম বিপত্তি! কী হয়েছে ঘটনাটি? আসুন, দেখে নেওয়া যাক।
East Bengal FC: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, IFA শিল্ড শুরুর আগে বদলে গেল সবকিছু!
শিল্ড অভিযানে নামার দিন তিনেক আগে ইস্টবেঙ্গল ফুটবল দলের হাল-হকিকত দেখে নিতে চেয়েছিলেন হেড স্যার অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। আর সেকারণেই আয়োজন করা হয়েছিল একটি আন্তঃস্কোয়াড ম্য়াচ। ইস্টবেঙ্গলের প্রথম স্কোয়াডে ছিলেন ৫ বিদেশি। কিন্তু, তাঁরা কলকাতা ফুটবল লিগ খেলা তারকাদের বিরুদ্ধে জিততে পারলেন না। শেষপর্যন্ত ম্য়াচটি ১-১ গোলে ড্র হয়ে যায়। দুই দলের হয়ে একটি করে গোল করলেন হামিদ আহদাদ এবং জেসিন টিকে। এই পরিস্থিতিতে সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি প্রস্তুতি ম্য়াচেই দলের এই হাল হয়, তাহলে আইএফএ শিল্ড কিংবা সুপার কাপে কী অবস্থা হবে?
East Bengal FC: লক্ষ্মী পুজোর আগেই আসছে 'সুখবর'? আনন্দে নাচছেন ইস্টবেঙ্গল সমর্থকরা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রায় ৪ বছর পর রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আবারও শিল্ড টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। ২০২১ সালে শেষবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ফলে আগামী বুধবার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
East Bengal FC: ঘরের মাঠে জ্বলল লাল-হলুদ মশাল, কলকাতা লিগের শিরোপা ইস্টবেঙ্গলের মাথায়
যাইহোক, এই আন্তঃস্কোয়াড ম্য়াচের প্রথম দলে ছিলেন দেবজিৎ মজুমদার, মহম্মদ রাকিপ, মার্তণ্ড রায়না, কেভিন সিবিয়ে, জয় গুপ্ত, মহম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরা, সল ক্রেসপো, পিভি বিষ্ণু, বিপিন সিং এবং হামিদ। অন্যদিকে, দ্বিতীয় দলে ছিলেন গৌরব সাউ, সুমন দে, লালচুনুঙ্গা, সোনম লোখাম, বিক্রম প্রধান, শৌভিক চক্রবর্তী, জিকসন সিং, নন্দ কুমার, সায়ন বন্দ্যোপাধ্যায়, ডেভিড এবং জেসিন টিকে। আশা করা হয়েছিল, প্রথম দলই হয়ত জয়লাভ করতে পারবে। কারণ এই দলে একাধিক বিদেশি এবং ভারতীয় তারকা ফুটবলার ছিলেন। এই ম্য়াচ যদি শেষপর্যন্ত ড্র হয়, তাহলে ইস্টবেঙ্গল কোচের চিন্তা তো স্বাভাবিকভাবেই বাড়বে।
East Bengal FC: লাগবে না ১ টাকাও! সমর্থকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গল কর্তাদের
চোটের কারণে খেলেননি ইস্টবেঙ্গলের একাধিক ফুটবলার
সম্প্রতি চোট সারিয়ে কামব্যাক করেছেন লাল-হলুদের তারকা ফুটবলার শৌভিক চক্রবর্তী। কিন্তু, পায়ে অস্বস্তি অনুভব করার কারণে শেষপর্যন্ত তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে মাঠে নেমেছিলেন নসিব রহমান। জাতীয় দলে রয়েছেন মহেশ সিং এবং আনোয়ার আলি। সেকারণে তাঁরাও খেলতে পারেননি। এছাড়া চোট রয়েছে গোলকিপার প্রভসুখন সিং গিলের। এই পরিস্থিতিতে আগামী বুধবার দলের প্রথম একাদশে কাদের রাখবেন, সেই চিন্তায় ইতিমধ্যে অস্কারের ঘুম উড়েছে।