/indian-express-bangla/media/media_files/2025/10/08/india-vs-bangladesh-12-2025-10-08-04-27-15.jpg)
বাংলাদেশের পরাজয়ে হতাশ টিম ইন্ডিয়া
IND W vs BAN W: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Women's ODI World Cup 2025)। মঙ্গলবার (৭ অক্টোবর) টুর্নামেন্টের অষ্টম ম্য়াচে ইংল্যান্ড এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। ইংল্য়ান্ড মহিলা ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এরপর বাংলাদেশ মাত্র ১৭৮ রান করতে পারে। টার্গেট তাড়া করতে নেমে ব্রিটিশরা ৪ ইকেটে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নিয়েছে। আর ইংল্য়ান্ডের এই জয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলেও একটা বড়সড় রদবদল দেখতে পাওয়া গিয়েছে। সবথেকে জোরে ধাক্কা খেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
IND W vs SA W: টিম ইন্ডিয়ার জন্য চরম দুঃসংবাদ, চিন্তা বাড়ল দলের তারকা ক্রিকেটারকে নিয়ে
পয়েন্ট টেবিলের যাবতীয় হিসেব বদলে দিল টিম ইন্ডিয়া
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। দলের হয়ে ৬০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শোভনা মোস্তারি। ওপেনিং ব্যাটার শারমিন আখতারও ৩০ রান করেন। শেষবেলায় রাবিয়া খান ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। আর সেকারণে বাংলাদেশ ৪৯.৪ ওভারে মাত্র ১৭৮ রান করে এবং অলআউট হয়ে যায়। এরপর রান তাড়া করতে নামে ইংল্যান্ড। দলের হয়ে হিদার নাইট ৭৯ রানে অপরাজিত থাকেন।
IND W vs PAK W Controversy: ছিলেন ক্রিজের মধ্যে, তাও কেন আউট পাকিস্তানি ব্যাটার? জেনে নিন আসল নিয়ম
অন্যদিকে, দলের অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ট ৩২ রানের ইনিংস খেলেন। এছাড়া নাইটকে যোগ্য সঙ্গত দেন চার্লি ডিন। তিনিও ২৭ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। আর এই জয়ের পরই ইংল্যান্ড ক্রিকেট দল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। ২ ম্য়াচের মধ্যে তারা দুটোতেই জয়লাভ করেছে। বর্তমানে ইংল্যান্ডের নেট রানরেট +১.৭৫৭। অন্যদিকে, বাংলাদেশ এই ম্য়াচ হারার পর ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে।
IND W vs PAK W Match Report: কেঁচো খুঁড়তে বেরলো কেউটে! পাকিস্তান হারতেই 'বিস্ফোরক' ফতিমা
বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া
ইংল্যান্ডের এই জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) আপাতত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে। টিম ইন্ডিয়াও ২ ম্য়াচের মধ্যে তারা দুটোতেই জয়লাভ করে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে ভারতের নেট রানরেট +১.৫১৫। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ২ ম্য়াচ খেলে তারা মোট ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রি। ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। সাত নম্বরে নিউজিল্যান্ড। আর একেবারে অন্তিম ধাপে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। শেষ দুটো দলই এখনও পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি।