/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/france-final-759.jpg)
France vs Croatia Score, FIFA World Cup 2018 Final: বিশ্বজয়ের পর ট্রফি হাতে উল্লাস টিম ফ্রান্সের। ছবি- টুইটার।
চলতি বছর ভারত এবং সারা বিশ্বে গুগল সার্চে সবচেয়ে বেশি ব্যবহৃত কিওয়ার্ড FIFA World Cup 2018। এরপরেই রয়েছে LIVE Scoreএবং IPL 2018। গুগল সার্চের সবচেয়ে বেশি ব্যবহৃত কিওয়ার্ডের তালিকায় প্রথম দশের মধ্যে পাঁচটিই স্পোর্টসের। বাকি চার এসেছে সিনেমা ও বিনোদন দুনিয়া থেকে। এমনটাই মেইল মারফত জানিয়েছে গুগল ইন্ডিয়া। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনের বার্ষিক রিপোর্ট বলছে যে, Asia Cup 2018 ও Asian Games 2018 রয়েছে প্রথম দশের মধ্যেই।
রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সরকারি সম্প্রচারকের থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, ভারতে ৭০ মিলিয়ন মানুষ এই টুর্নামেন্ট দেখেছে। যা আইপিএল-এর দর্শক সংখ্যার প্রায় ৩৫ শতাংশের কাছাকাছি। চলতি বছর ২০২ মিলিয়ন মানুষ দেখেছেন আইপিএল। ক্রিকেট ফ্যানেরা গুগল সার্চে LIVE Score লিখেই ম্যাচের আপডেট জেনেছেন। এই কিওয়ার্ড চলতি বছরের গুগল সার্চের সবচেয়ে বেশি ব্যবহৃত কিওয়ার্ডের তালিকায় দু’নম্বরে রয়েছে। যদিও ভারতের প্রথম দশটি সার্চ করা কিওয়ার্ডের মধ্যে এটি নেই। ঘটনাচক্রে ভারতে উইম্বলডন, প্রো কবাডি ও ইন্ডিয়ান সুপার লিগের থেকে শীতকালীন অলিম্পিক নিয়ে মানুষ বেশি খোঁজখবর করেছেন। যদিও এই অলিম্পিকে সেভাবে ভারতের প্রতিনিধিত্ব ছিল না। এবছর গ্লাসগো কমনওয়েলথের থেকেও মানুষ অলিম্পিক নিয়ে বেশি গুগল করেছেন।
আরও পড়ুন: অধিনায়কোচিত! সোনার টুইটে বর্ষসেরা বিরাট-সুনীল
রোহিত শর্মার ক্যাপ্টেনসিতে ভারত এবছর এশিয়া কাপ জেতে। সেরা দশের খোঁজে ঠাঁই পেয়েছে এশিয়া কাপও। উপমহাদেশের সবচেয়ে বড় মাল্টি-স্পোর্টস ইভেন্ট এশিয়ান গেমসও রয়েছে তালিকায়। ২০১৮ সালে বিশ্বকাপ সংক্রান্ত খবরের খোঁজ হয়েছে সবচেয়ে বেশি। ভারতে স্পোর্টস কিওয়ার্ড সার্চে সাতে রয়েছে টেনিসের মহাযজ্ঞ উইম্বলডন। শীতকালীন অলিম্পিক ও কমনওয়েলথ গেমসও রয়েছে এর আগে। অস্ট্রেলিয়ান ওপেন ও গ্রাঁ পিক্সও জায়গা করে নিয়েছে প্রথম দশে।