/indian-express-bangla/media/media_files/2025/09/04/fikru-tefera-1-2025-09-04-02-12-03.jpg)
এটিকে এফসি-র প্রাক্তন ফুটবলার ফিকরু তেফেরা
ISL: ২০১৪ সালে ইন্ডিয়ান সুপার লিগ যখন শুরু হয়েছিল তখন প্রত্যেকের মধ্যেই একটা আলাদা উত্তেজনা কাজ করছিল। ভিড় করেছিলেন একাধিক তারকা ফুটবলার। আর তাঁদের থেকে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা। কিন্তু, সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। প্রত্যেকটা লিগে যেমন একজন করে প্রথম নায়ক থাকেন, তেমনই আইএসএল টুর্নামেন্টের হিরো হবেন কে?
ISL 2025 News: আইএসএল নিয়ে বড় খবর, আদৌ হবে ফুটবলের মহাযজ্ঞ?
উত্তরটা খুব শীঘ্রই পেয়ে গিয়েছিলেন ভারতীয় ফুটবল সমর্থকরা। লিগের প্রথম ম্য়াচেই ইথিওপিয়ার স্ট্রাইকার ফিকরু তেফেরা আইএসএল ইতিহাসের প্রথম গোলটি করেছিলেন। এই গোলটা এটিকে এফসি-কে শুধুমাত্র লিড দেয়নি, এনে দিয়েছিল এক অবিস্মরণীয় মুহূর্ত।
ফিকরু মাত্র ২ মরশুমই আইএসএল টুর্নামেন্ট খেলেছিলেন। কিন্তু, এই সংক্ষিপ্ত মেয়াদের মধ্যেই তিনি একাধিক রূপকথা সৃষ্টি করেছিলেন। তৈরি করেছিলেন জয় উদযাপনের মুহূর্ত। সেইসব স্মৃতি আজও সমর্থকদের হৃদয়ে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। আসুন তাহলে আইএসএল ইতিহাসে প্রথম নায়ককে নিয়ে আরও কিছুটা বিস্তারিত আলোচনা করা যাক।
Mohun Bagan Super Giant: বড় সিদ্ধান্তের পথে মোহনবাগান! আরও অন্ধকারে ISL ভবিষ্যৎ?
ইতিহাস স্রষ্টা
ফিকরু যখন এটিকে এফসি-তে যোগ দিয়েছিলেন, সেইসময় তাঁকে খুব একটা বেশি কেউ চিনতেন না। কিন্তু, প্রথমদিন মাঠে পা রাখতে না রাখতেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন ভারতে তিনি শুধুমাত্র ফুটবল খেলতে আসেননি। এসেছেন রাজত্ব করতে। আর সেকারণেই তিনি ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে নিজের নামটা স্বর্ণাক্ষরে খোদাই করেছিলেন। লিগের প্রথম ম্য়াচটা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলা হয়েছিল। আর এই ম্য়াচেই আইএসএল ইতিহাসের প্রথম গোলটি করেছিলেন ফিকরু। ৩০ মিনিট হওয়ার ঠিক আগে আইকনিক সল্টলেক স্টেডিয়াম তাঁর গোলে গর্জন করে উঠেছিল। সুব্রত পালকে কার্যত বোকা বানিয়ে তিনি বলটা হালকা চিপ করে দিয়েছিলেন। সুব্রতর কাছে আর তখন ফেরার সুযোগ ছিল না। গোল হতে না হতেই সামারসল্ট করে তিনি সেটা উদযাপন করেন। আর সেইসঙ্গে জয় করেছিলেন সমর্থকদের হৃদয়।
🎥 | WATCH : The first Indian Super League goal by Fikru Tefera #ISL | #IndianFootballpic.twitter.com/XOwqmTcdAQ
— 90ndstoppage (@90ndstoppage) October 12, 2023
কিন্তু, এই একটা গোলই ফিকরুকে স্পেশাল করেনি। নির্ভীক মনোভাব, আগুন গতি এবং একরাশ প্রাণশক্তি ইথিওপিয়ার এই ফুটবলারকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। এটিকে এফসি-র আক্রমণভাগকে তিনি যথেষ্ট শানিত করেছিলেন। তাঁর খেলা দেখে বিপক্ষ দল সহজেই হতাশ হয়ে পড়ত। আর নিজের দলের সমর্থকদের তিনি চির-উল্লসিত করে রাখতেন। মোদ্দা কথা, কখনও বোর হতে দিতেন না।
প্রথম মরশুমের শেষে ফিকরু মোট ৫ গোল করেছিলেন। এছাড়া ছিল তিনটে অ্যাসিস্টও। লিগ পর্বে এটিকে এফসি তৃতীয় স্থান অর্জন করার পিছনে তাঁর যথেষ্ট বড় অবদান ছিল। কিন্তু, আচমকা চোটের কারণে তিনি প্লে-অফে আর খেলতে পারেননি। যদিও ফাইনাল ম্য়াচে কেরালা ব্লাস্টার্স এফসি-কে হারিয়ে প্রথমবার আইএসএল খেতাব জয় করেছিল এটিকে এফসি।
চেন্নাইন এফসি'র সঙ্গে শুরু কেরিয়ারের নতুন অধ্যায়
ফিকরুর আইএসএল রূপকথা এখানেই শেষ নয়। ২০১৫ সালে তিনি আবারও প্রত্যাবর্তন করেছিলেন। এবার চেন্নাইন এফসি দলের হয়ে। কোচ ছিলেন মার্কো মাতেরাজ্জি। খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ অনেকটাই উর্ধ্বমুখী ছিল। কিন্তু, চেন্নাইন এফসি-র আক্রমণভাগে একাধিক ফুটবলার থাকায় তিনি খুব বেশি খেলার সুযোগ পাননি।
East Bengal New Footballer: একই দিনে জোড়া সুখবর দিল ইস্টবেঙ্গল, ISL কাঁপানো ফুটবলার এবার লাল-হলুদে
এই মরশুমে তিনি একটাই গোল করেছিলেন। আর গোলটা ছিল তাঁর প্রাক্তন দল এটিকে এফসি-র বিরুদ্ধেই। কলকাতায় সেমিফাইনাল ম্য়াচের আয়োজন করা হয়েছিল। ফিকরুর ওই গোলটাই টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটিকে এফসি-র সামনে প্রত্যাবর্তনের যাবতীয় রাস্তা বন্ধ করে দেয়। ফাইনালে ওঠে চেন্নাইন এফসি। নাটকীয় ফাইনাল ম্যাচে চেন্নাইন শেষ পর্যন্ত এফসি গোয়ার বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করেছিল।
Mohun Bagan Super Giant: ফেডারেশনের অপদার্থতার জন্য অনিশ্চিত ISL? মুখ খুললেন মোহনবাগান সচিব
আজও যখন আইএসএল টুর্নামেন্টের ঊষালগ্ন নিয়ে আলোচনা করা হয়, তখন অবধারিতভাবে ফিকরুর নাম উঠে আসে। তাঁর ঐতিহাসিক প্রথম গোল, ঐতিহাসিক সামারসল্ট, নির্ভীক স্টাইল আজও হৃদয়ের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে রয়েছে। হয়ত খুব বেশিদিন আইএসএল টুর্নামেন্ট খেলেননি ফিকরু, কোনও ব্যক্তিগত খেতাবও হয়ত জিততে পারেননি। কিন্তু, ইন্ডিয়ান সুপার লিগকে তিনি প্রথম অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলেন।