/indian-express-bangla/media/media_files/2025/04/16/AchL5tmSYCx8j3614gXi.jpg)
ছবিটি প্রতীকী
Footballer Death During Match: কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে লাইভ ম্য়াচ চলাকালীন এমন ঘটনার সাক্ষী হতে হবে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের মধ্যেই লুটিয়ে পড়লেন ফুটবলার। গত বছর ২৭ অগাস্ট এমনই এক দুঃসংবাদ পেয়েছিল গোটা ফুটবল বিশ্ব। কী হয়েছিল ঘটনাটি? আসুন, জেনে নেওয়া যাক।
উরুগুয়ের ২৭ বছর বয়সি ফুটবলার জুয়ান ইজকুয়ারদো। একেবারে তরতাজা ফুটবলার। কোপা লিবের্তাদোরাসের একটি ম্য়াচ খেলতে নেমেছিলেন তিনি। ম্য়াচ চলছিল ন্যাশনাল এবং সাও পাওলোর মধ্যে। এই ম্য়াচ চলাকালীন আচমকা মোরাম্বি স্টেডিয়ামে নেমে আসে শোকের ছায়া। খেলা চলাকালীন তিনি মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। চোখের সামনে এমন দৃশ্য দেখার পর মাঠভর্তি দর্শক কার্যত 'থ' হয়ে যান।
দেখে নিন সেই ভিডিও
Fallece Juan Izquierdo, futbolista uruguayo del @Nacional que sufrió un paro cardíaco el pasado jueves durante un partido de la @Libertadores. #QEPD ✝️🕊️ pic.twitter.com/IqHCGdxTy8
— Tribuna Noticias (@NoticiasTribuna) August 28, 2024
সঙ্গে সঙ্গে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু, শেষপর্যন্ত ওই তরুণ ফুটবলারকে আর বাঁচানো সম্ভব হয়নি। পাঁচদিন জীবন যুদ্ধে লড়াই করার পর শেষপর্যন্ত মারা গিয়েছিলেন জুয়ান। চিকিৎসকরা জানিয়েছিলেন, জুয়ানের হৃদস্পন্দন যথেষ্ট অনিয়ন্ত্রিত (Cardiac Arrhythmia) ছিল। পাশাপাশি, ম্য়াচ চলাকালীন হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েছিলেন তিনি।
হাসপাতালে ভর্তি করার পর উরুগুয়ের এই ফুটবলারকে প্রথমে নিউরোলজিক্যাল ইন্টেনসিভ কেয়ারে ভর্তি করা হয়। কিন্তু, তাঁর মস্তিষ্কে রক্তচাপ বাড়তে শুরু করেছিল। ২৫ অগাস্ট তাঁকে ভেন্টিলেটরেও দেওয়া হয়। কিন্তু, যাবতীয় চেষ্টা শেষপর্যন্ত বৃথা হয়ে যায়।
India vs Bangladesh Football: ভারত বনাম বাংলাদেশ, কোথায়-কখন দেখবেন ফুটবলের মহাসংগ্রাম?
ইজকুয়ারদো চলে যাওয়ার পর তাঁর স্ত্রী সেলেনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আজ আমি আমার জীবনসঙ্গীকে বিদায় জানালাম। আমার জীবনের ভালবাসা। অনেকের কাছে ও হয়ত জুয়ান ইজকুয়ারদো ছিল। কিন্তু, আমার কাছে ছিল জুয়ানমা - প্রিয় বন্ধু, স্বামী এবং আমার সন্তানের বাবা। আজ আমারই একটা অংশ যেন মৃত্যুবরণ করল।'
/indian-express-bangla/media/media_files/2025/04/16/Ac67P6yzIvn7N7U6BbLB.jpg)
Pakistan Football Federation: লাটে উঠল পাকিস্তানের ফুটবল? সাসপেন্ড করে কঠোর সাজা ফিফার
একনজরে জুয়ান ইজকুয়ারদোর ফুটবল কেরিয়ার
২০১৮ সালে স্থানীয় ফুটবল ক্লাব সেরো'র হয়ে পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন ইজকুয়ারদো। পরের বছর পেনারোলে যোগ দেন। কিন্তু, খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি। সেখান থেকে তিনি চলে যান মন্টেভিডিও ওয়ান্ডারার্সে। এই ক্লাবের হয়ে খেলতে খেলতেই ২০২১ সালে মেক্সিকোর স্যান লুই ক্লাবের নজরে আসেন তিনি। কিন্তু, কয়েকদিনের মধ্যে আবারও ওয়ান্ডারার্সে কামব্যাক করেন।
২০২২ সালে ন্যাশনাল ক্লাবে সই করেছিলেন উরুগুয়ের এই ডিফেন্ডার। খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। এরপর স্থানীয় লিভারপুল ক্লাবে ট্রান্সফারে যান তিনি। ২০২৩ সালে উরুগুয়ে লিগ খেতাব জয়ের পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। প্রায় একশো বছর পর লিভারপুল কোনও খেতাব জয় করেছিল। ওই বছরই আবারও ন্যাশনাল টিমে কামব্যাক করেন জুয়ান।