/indian-express-bangla/media/media_files/2025/06/23/bernard-lacombe-2025-06-23-02-25-40.jpg)
ফরাসি ফুটবলার বার্নার্ড লাকোম্বি
Footballer Death: গোটা ফুটবল বিশ্ব আপাতত শোকে পাথর হয়ে রয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ফরাসি ফুটবলার (France Football Team) বার্নার্ড লাকোম্বি। বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার (১৭ জুন) মারা গিয়েছেন তিনি। ১৯৮৪-র ইউরো কাপে (EURO Cup) ফ্রান্সের হয়ে যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। পাশাপাশি লিয়ন এবং বোরডিয়াক্স ফুটবল ক্লাবের স্ট্রাইকার হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেন।
বার্নার্ডের ফুটবল কেরিয়ার
হোমটাউন ক্লাব লিয়নের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন লাকোম্বি। এরপর কয়েকমাস তিনি সাঁ-এতেঁ ক্লাবের হয়েও খেলেন। অবশেষে যোগ দিয়েছিলেন বোরডিয়াক্স ক্লাবে। প্রসঙ্গত, ৪৯৭ ম্যাচে তিনি মোট ২৫৫ গোল করেছিলেন।
লিগ ওয়ান টুর্নামেন্টে গোলের পরিসংখ্যাানে একমাত্র আর্জেন্টাইন ফুটবল তারকা ডেলিও ওনিস (২৯৯) লাকোম্বির থেকে এগিয়ে রয়েছেন।
ফুটবল কেরিয়ার সম্পূর্ণ করার পর ফের লিয়নে ফিরে এসেছিলেন লাকোম্বি। ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত এই ক্লাবের ম্য়ানেজার হিসেবেও দায়িত্ব সামলেছিলেন।
Footballer Death: আত্মঘাতী গোলই কাড়ল প্রাণ, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার
শোকবার্তা প্রাক্তন ক্লাবের
বার্নার্ড লাকোম্বির প্রয়াণে গোটা ফুটবল বিশ্ব আজ শোকস্তব্ধ। লিয়ন ক্লাবের পক্ষ থেকেও একটি শোকবার্তা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, 'বার্নার্ড লাকোম্বির মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।'
'বিদায় বার্নার্ড, তুমি আমাদের কাছে একজন কিংবদন্তী, সর্বকালের সেরা ফুটবলার।'
Footballer Death: মাত্র ৩৬ বছরেই ক্যানসার কাড়ল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ফুটবলার
দেশের হয়ে পারফরম্য়ান্স
প্রসঙ্গত, ফ্রান্সের হয়ে মোট ৩৮ ম্য়াচ খেলেন লাকোম্বি। করেছেন ১২ গোল। ১৯৮৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁর ডেবিউ হয়েছিল। প্যারিসে আয়োজিত সেই ম্য়াচে স্পেনের বিরুদ্ধে ফ্রান্স ২-০ গোলে জয়লাভ করে। এরপর যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।